নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত তুমিহীনতা

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

আমাকে তোমার মুখনিঃসৃত শ্লোক কে শোনাবে?
কে দেখবে আমাকে তুমিহীনা এই বর্ষাতে পুড়ে যাচ্ছি কেমন,
তোমাকে ভালবাসা তো আমার সেই জন্ম থেকে জীবনের
একমাত্র মৌলিক কাহিনী।
আমার চেতনা বলে কিছু নেই
আমার বিবেচনা বলে কিছু নেই,
আছে শুধু হৃদয় যার গহীন তোমার বিস্তার।
তুমি লেগে আছো আমার হাতের আঙুলে আঙুলের নখে
ঠিক যেমন মিশে থাকে ডাল আলু ভাতে।
হৃদয়ে তোমার নিখুঁত চিত্র আর তুমিময়তা আমর আপাদমস্তকে
আমায় ছুঁয়ে তুমি আছো তাই আমি দুঃখী নই,
তুমি মিশে আছো তাই অদ্ভুত তুমিহীনতায় ভুগি মাঝে মাঝে
তুমি ময় থাকি ছন্নছাড়া খুব,সকাল সন্ধ্যা সাঝে।
আমার তুমি একেকটি দেশলাই কাঠির মতন,
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের
লাল লাল অগি্নতিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে
সাজিয়ে রাখি তোমায় আমি সেফটি-ম্যাচের মতো বুকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

বিজন রয় বলেছেন: অনেক দিন আপনার এখানে আসা হয়নি।
আপনার কবিতা কিন্তু ভাল হয়।
কবিতায় থাকেন।

প্রেমপত্র সিরিজ বন্ধ হলো কি?

০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৮

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: না আবার শুরু হবে কিছুদিন পর,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.