নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

ওয়ারফেজ এর অসাধারণ একটি গান "আশা"

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৫



ওয়ারফেজ এর অতি সুন্দর একটা গান। মিজান ভাইয়ের কন্ঠের এই গানটি সবচেয়ে জোশ। এরপর বালামের কন্ঠেও অনেক অসাধারণ ছিল। তবে পরবর্তীতে সঞ্জয় ও পলাশের কন্ঠে খুব একটা ভালো লাগেনি।
গানটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়।

গানের সুন্দর কথা গুলো নিচে দেয়া হলো। :)

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

প্রতিদিন আমার মনে পড়ে তোমায় অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায় কোন দুর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

স্বপন নেই চোখে আশা নেই বুকে ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে
শুধু তোমায় পড়ে আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায় কোন দূর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: হুম, সুন্দর গান।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৩

একজন নীলমেঘ বলেছেন: আমার প্রিয় গান গুলোর একটি। ^_^
ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.