নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক ডাকো আমায়

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩



তোমার জন্য লিখতে লিখতে
আমার খাতা ফুরিয়ে যায়,
কলমের কালি শেষ হয়ে যায়,
তবুও লেখা শেষ হয়না।
কত আয়োজন করে গদ্য লিখি
পদ্য লিখি, লিখি অণুকাব্য
কিংবা সনেট।
তবুও শেষ হয়না লেখা।

অপেক্ষা বাড়ে, সাথে বাড়ে লেখা,
পাড়ার লোকেরা আমায় কবি ডাকে,
তারা তো জানেনা আমার অপেক্ষার কথা।
তাদের বলিনি আমি তোমার কথা,
বলিনি আমায় কবি নয়
প্রেমিক ডাকো।

লোকে কবিতায় পড়েছে
বনলতা, শর্মিষ্ঠা, আরো
শুনেছে লাইলী-মজনু
দেবদাস-পার্বতীর কথা।
এদের অমর প্রেম কাহিনীর
কথা সবাই জানে,
জানেনা কেবল স্বর্ণর জন্য
আমার অপেক্ষার প্রেমগাথা।

আমি কাউকেই বলিনি স্বর্ণর কথা,
তারা কেবল আমার কবিতা দেখে,
তাই আমায় কবি বলে।
আমি অপেক্ষায় থাকি তোমার,
একদিন তুমি আসবে,
সেদিন সবাই আমায় প্রেমিক ডাকবে,
তাই আমি অপেক্ষায় থাকি,
প্রেমিক হবার অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.