নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

একজন নীলমেঘ

সময় কিছুই পরিবর্তন করে না, যদি না তুমি পরিবর্তন এর চেষ্টা করো।

একজন নীলমেঘ › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার নও!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

তুমি আমার নও
তুমি আমার নও
তুমি আমার নও
একটা লাইন পাতা জুড়ে।

কেনো তুমি আমার নও?
তোমাকে তো আমার হৃদয়ের
প্রতিটা প্রকোষ্ঠে রেখে দিয়েছে
তবুও তুমি আমার নও!
এ হতে পারে না।

একটা হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ হয়?
তোমার এই প্রশ্নে
প্রকোষ্ঠগুলো ডানা মেলে
তোমার সামনে হাজির হয়।
সব প্রকোষ্ঠের একই রঙ
একই নাম "মায়াবিনী"

তোমায় ঠিক কতটি নামে ডেকেছি আমি?
প্রতিটাবার তুমি একই রূপে
ভিন্ন নামে
আমার সামনে আসতে।
কখনো স্বর্ণ, কখনো মেঘনীল, কখনোবা মায়াবিনী
বলে তোমায় ডেকেছি।
তবে প্রতিটা লেখাতেই শুধু
তুমি একজন ছিলে।

তবুও কি তুমি বলবে
তুমি আমার নও!
এ হতে পারে না,
এ হবার ছিলো না।

আজ হৃদয় জুড়ে স্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই...
প্রতিটি রন্ধ্র তীব্র দাহে জ্বলছে,
তারাও তোমাকে তোমাকে চায়।
এ হৃদয়জুড়ে হাহাকার উঠেছে
তোমাকে তোমাকে চাই।

তবুও কি তুমি বলবে?
তুমি আমার হবে না!!!

এবার আমি লিখতে চাই
তুমি শুধু আমার, শুধুই আমার।।।

অনেকদিন ব্লগে লিখা হয় না৷ চারিদিকে এতো ব্যস্ততা, ফুরসৎ মিলতে চায় না। সবারই নানান চাওয়া, শুধু আমারই কিছু চাওয়ার সৌভাগ্য হয় না। আর যখন হয়তো চাই, তা পাওয়া হয় না!!!
তাই মায়াবিনীকে চাইলেও পাওয়া হয় না৷ ভালো থাকুক পৃথিবীর সকল "মায়াবিনী", তীব্র মায়ায় আঁচলে জড়ানো থাকুক।

উৎসর্গ : একজন মায়াবিনীকে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোলাগা বেচে থাকুক কবিতা হয়ে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালোলাগারা সবসময় কবিতা হয়েই বেঁচে থাকে। ভালো থাকুন সবসময়। :)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

একজন নীলমেঘ বলেছেন: চেষ্টা করেছি লেখার।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়। ^_^

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এত ব্যস্ততার মাঝেও যে কবিতা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

একজন নীলমেঘ বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য। তাকে ভেবে শুধু লেখার চেষ্টা করেছি।
তার জন্য ভালোলাগা লেখাতে প্রকাশের চেষ্টা মাত্র। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.