নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

তুমি

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪




তোমার চোখে ঘুম নামলেই
হৃদয় আমার বিষণ্ণ এক ঘর
সেই ঘরেতে উঠল হঠাৎ
অবাক করা উথাল পাথাল ঝড়!

বেদুইনের দিক হারা সে পথ
দৃষ্টি দিলেই শুন্য মরুভূমি
মৃত্যু যখন খুব আদরে কাছে
বেঁচে থাকার স্বপ্ন দেখাও তুমি।

তল হারিয়ে আকুল করে ডাকে
হৃদয় যখন বরফজলে ভাসে
তুমি তখন মায়াবী এক ক্ষণ
আগুন হয়ে থাকো আমার পাশে।

আগুন যখন ধ্বংসবিলাস খুব
পুড়িয়ে ফেলে এক হৃদয়ের সুখ
তুমি তখন ভাসিয়ে দিলে সব
ছিল যত বিষণ্ণ সব বিদগ্ধ অসুখ।

তোমার দেওয়া বিমূর্ত এক মন
তোমার দেওয়া মায়াবী এক ভোর
তোমায় নিয়েই বেঁচে আছি খুব।
দুচোখে আজ ভালোবাসার ঘোর।









মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

নির্বাসিত কবি বলেছেন: ভাল লিখেছেন। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ কবি। :)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

বনমহুয়া বলেছেন: তোমার দেওয়া বিমূর্ত এক মন
তোমার দেওয়া মায়াবী এক ভোর
তোমায় নিয়েই বেঁচে আছি খুব।
দুচোখে আজ ভালোবাসার ঘোর।

:`>

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া! :P

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

বনমহুয়া বলেছেন:

মৃত্যু তোমার মিথ্যে মরিচিকা
আলোর মাঝে অন্ধকারের দেখা
চোখ মেলে চাও দেখো আমার পানে
ভরুক হৃদয় ভালোবাসার গানে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

পার্থিব পার্থ বলেছেন: চোখ মেলে চাই যখন তোমার পানে
সুখের মত কি এক ব্যথা বাজে আমার মনে
তোমার দেওয়া বিমূর্ত সব ভালোবাসার গানে
আমি ডুবি, আমি ভাসি ভালোবাসার বানে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

বনমহুয়া বলেছেন: তল হারিয়ে আকুল করে ডাকে
হৃদয় যখন বরফজলে ভাসে
তুমি তখন মায়াবী এক ক্ষণ
আগুন হয়ে থাকো আমার পাশে।



তোমার হৃদয় বরফ গলা নদী
শীতল জলে একটু ভাসো যদি
দেখবে সেথায় পদ্ম ফোটা হাসি
সেই পদ্মে তোমায় ভালোবাসি।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

পার্থিব পার্থ বলেছেন: তোমার মত বন্ধু আছে যার
চন্দ্র, সূর্য তার কি দরকার?
তোমার কাছেই নতজানু আমি
জানে শুধু তোমার অন্তর্যামী।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

দর্পণ বলেছেন: পার্থভাই
আপনার কবিতা দেখে আর লগ না করে পারলাম না। ;)

বুঝেনই তো

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

পার্থিব পার্থ বলেছেন: না ভাই, ঠিক বুঝলাম না।

ব্যাপার কি?

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

দর্পণ বলেছেন: বুঝলেন না?

আপনাদের প্রেম দেখে আমারও প্রেম করতে মন চাইতেছে। ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

পার্থিব পার্থ বলেছেন: Kabhi Tanhayi, Kabhi Tadap, Kabhi Bebasi To Kabhi Intezar;
Ye Marz Bhi Kya Khoob Hai Jise Sab Log Ishq Kehte Hai! ;)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

দর্পণ বলেছেন: Ishq diyan raahvan sohki na
Dard vich raatan langni na
Sohniye gal meri sun jaa
Tainu mere warga nai labhna :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

পার্থিব পার্থ বলেছেন: দর্পণ ভাই,

মারহাবা! মারহাবা!

YEH ISHQ NAHI AASAAN BUS YUN SAMJH LIJIYE
AAG KA DARIYA HAI AUR DOOB KE JANA HAI

THIS LOVE AINT EASY, ITS A RIVER OF FIRE AND IN ORDER TO CROSS IT WE HAVE TO DIVE INTO IT.

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

বনমহুয়া বলেছেন: pyar me ab yeh shamil karna hai,
vo sach kahe na kahe,
hume atbaar karna hain

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, তুমিও! :P

Abhi mashroof hoon kaafi, kabhi fursat mein sochunga,
Ke tujhko yaad rakhne mein mai kya kya bhool jaata hoon.

I'm too occupied to think, i'll think someday when I can spare sometime,
Whatever it is that i keep forgetting, so that i can remember you.

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

দর্পণ বলেছেন: খাইসে এরা দেখি সায়েরীর জাহাজ!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

পার্থিব পার্থ বলেছেন: bas ki dushwaar hai har kaam ka aasaaN hona
aadmee ko bhee muyassar naheeN insaaN hona "


While it is difficult for every task to be easy (achievable)
even men do not (always) succeed in becoming human"

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

বনমহুয়া বলেছেন: Hazaaron khwahishen aisi ke har khwahish pe dam nikle
Bohat niklay mere armaan, lekin phir bhi kam nikle

Daray kyon mera qaatil? kya rahega us ki gardan par?
Voh khoon, jo chashm-e-tar se umr bhar yoon dam-ba-dam nikle :((

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

পার্থিব পার্থ বলেছেন: Phir Kuch Is Dil Ko Beqarari Hai
Sina Zoya-e-zakhm-e-kari Hai

Phir Jigar Khodne Laga Nakhun
Amad-e-fasl-e-lalakari Hai


There’s a restlessness in this heart again,
This bosom seeks wounds afresh.

The heart is ploughed through again,
Here comes the season of blossoms red.

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

বনমহুয়া বলেছেন: Thousands of desires, each worth dying for...
many of them I have realized...yet I yearn for more...

Why should my killer / lover be afraid? No one will hold his responsible
for the blood which will continuously flow through my eyes all my life :(( :((

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

পার্থিব পার্থ বলেছেন: Udne de in Parindo ko Aazad Fiza me ‪Ghalib
Jo tere Apne Honge Wo Laut Aayenge Kisi Roz

let the birds fly in free air, the ones which are yours will come back

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

দর্পণ বলেছেন: মাফ চাই। এইখানে আসা ভুল হইসে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

পার্থিব পার্থ বলেছেন: কি যে বলেন দর্পণ ভাই।

আপনাকে সবসময় স্বাগতম।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

বনমহুয়া বলেছেন: Ek wada hai kisi ka jo wafa hota nahi
marmari taron bhari raton mein kya hota nahi
jee mein aata hai ulat den un ki chehare se naqab
hausla karte hain lekin hausla hota nahi
shama jis ki aabaru par jan de de jhum kar
wo patanga jal to jata hai fana hota nahi

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

পার্থিব পার্থ বলেছেন: Aashiqi sabr-talab aur tamanna betaab
Dil kaa kyaa rang karoon khoon-e jigar hone tak.

Love demands patience but lust is relentless,
What to do with the heart till it bleeds to death!

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বনমহুয়া বলেছেন: :(

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

পার্থিব পার্থ বলেছেন: কি হইছে?

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

বনমহুয়া বলেছেন: Chitra Singh

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

পার্থিব পার্থ বলেছেন: শুনছি।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

গেম চেঞ্জার বলেছেন: খারাপ না, ভালই লাগলো। তবে অন্যান্য কবিতাগুলোর চেয়ে এটার প্রতি শব্দচয়নে কেমন যেন কম মনোযোগী ছিলেন মনে হলো।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

পার্থিব পার্থ বলেছেন: আমি কি আর মহুয়ার মত কবিতা লিখতে পারি?

ধন্যবাদ ভ্রাতা।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার চমৎকার কাব্য, অনেক শুভকামনা জানবেন ...

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। আপনিও অনেক চমৎকার কবিতা লিখেন।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম চার লাইন ভাল লেগেছে| পরে আর তালগোল ছন্দ ঠিক রাখতে পারেন নি

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

পার্থিব পার্থ বলেছেন: আপনার অবজারভেশন ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: আগুন যখন ধ্বংসবিলাস খুব
পুড়িয়ে ফেলে এক হৃদয়ের সুখ
তুমি তখন ভাসিয়ে দিলে সব
ছিল যত বিষণ্ণ সব বিদগ্ধ অসুখ।

ভাল লাগলো ধন্যবাদ ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

নেক্সাস বলেছেন: তোমার চোখে ঘুম নামলেই
হৃদয় আমার বিষণ্ণ এক ঘর
সেই ঘরেতে উঠল হঠাৎ
অবাক করা উথাল পাথাল ঝড়!

বেদুইনের দিক হারা সে পথ
দৃষ্টি দিলেই শুন্য মরুভূমি
মৃত্যু যখন খুব আদরে কাছে
বেঁচে থাকার স্বপ্ন দেখাও তুমি।


প্রথম স্তবকে তাল ধরে রাখলেও পরের স্তবকে এসে " যখন খুব আদরে" এখানে এসে আপনি তাল হারিয়ে ফেলেছেন। এই রকম বেশ কিছু ছন্দ তাল লয়ের বিচ্যুতি আছে। তবে কবিতার ভাবনা বেশ সুন্দর। তাল ও অন্ত্যমিলের কবিতা হলেও সেটা গতানুগতিক নয় এটা ভাল লাগছে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

পার্থিব পার্থ বলেছেন: চমৎকার বিশ্লেষণে অনুপ্রানিত হলাম। কবিতা অনেক গভীর একটা বিষয়। আমি সখের বশে লেখার চেষ্টা করি। অনেক কিছু সম্পর্কেই স্পষ্ট ধারনা নেই, সেটা অকপটেই স্বীকার করছি। তাই অনেক সময় তাল কিংবা ছন্দ ঠিক থাকে না। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

বনমহুয়া বলেছেন: :(

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

পার্থিব পার্থ বলেছেন: কি হইছে?

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

বনমহুয়া বলেছেন: তোমার চোখে ঘুম নামলেই
হৃদয় আমার বিষণ্ণ এক ঘর
সেই ঘরেতে উঠল হঠাৎ
অবাক করা উথাল পাথাল ঝড়!


আমি তো জানি। এই কবিতার মানে। এটাই সুন্দর। এমনই লিখবে। :(

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

পার্থিব পার্থ বলেছেন: তুমিত জানবেই। তোমার জন্যই আমি কবিতা লেখি। :)

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

বনমহুয়া বলেছেন: তাই এমনই লিখবে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

পার্থিব পার্থ বলেছেন: ঠিক আছে। :)

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

বনমহুয়া বলেছেন: পার্থ।:)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

পার্থিব পার্থ বলেছেন: খুশী কেন?

আমার মনও আজকে অনেক ভালো। :)

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

দর্পণ বলেছেন: আপনাদের মন ভালো কেন? সেই কারণ নিয়ে হয়ে যাক এক খানা কবিতা।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা

দর্পণ ভাই, কেমন আছেন?

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

বনমহুয়া বলেছেন: পার্থ

কবিতা লিখো। দর্পনভাই কবিতা লিখতে বলছে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

পার্থিব পার্থ বলেছেন: তুমি লিখো।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

বনমহুয়া বলেছেন: স্যরি।

কান ধরে স্যরি :((

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

পার্থিব পার্থ বলেছেন: হুম :P

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বনমহুয়া বলেছেন: :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৯

পার্থিব পার্থ বলেছেন: :)

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৩

বনমহুয়া বলেছেন: সারারাত ঘুমাওনি না?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৯

পার্থিব পার্থ বলেছেন: ঘুম এসেছিল। কিন্তু প্রকৃতি কাঁপাইয়া ঘুম ভেংগে দিল!!

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৩

বনমহুয়া বলেছেন: পার্থ

তুমি না থাকলে সকালটা এত
মিষ্টি হত না
তুমি না থাকলে ভুমিকম্পটাও
এত ভয়হীন হত না।:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪০

পার্থিব পার্থ বলেছেন: তুমি আছো বলেই
সকালটা এত মিস্টি
তুমি দেখবে তাই
দিলাম সকল দৃস্টি :)

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৫

বনমহুয়া বলেছেন: যাই, আবার ঘুমানোর চেষ্টা করি। তুমিও ঘুমাও।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪২

পার্থিব পার্থ বলেছেন: ঠিক আছে। :)

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

বনমহুয়া বলেছেন: পার্থ।:)

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

পার্থিব পার্থ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.