নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামান্য একজন মানুষ। বোধহয় বিবেকের চেয়ে আবেগ বেশি। তেমন বেশি কিছু করতে চাইনা, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই প্রতিজ্ঞা-ই রইল।।

সাঈদ জামিল

সাঈদ জামিল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ \'তুমি আসিও\'

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২

বেলা শেষে একদিন যাবো সে দেশে
যে মাটি আমার হৃদয় টানে
আমি সে গাঁয়ের শালিক দলের সাথে মিশে যাবো বেলা শেষে
চঞ্চল গ্রাম্যবালার উপমা দেব নূপুরের ধ্বনি শুনে।
.
তুমি আসিও আমি এক বালকের কথা কইব
যেন পাতার ভাঁজে ভাঁজে সারাটি জীবন রইব
তোমারি চরণে, দু'পাতা পরনে প্রকৃতির আঁড়ালে সামিল হইব
যেন অচেনা মানবের তরে শীতের কির্তন গাহিব।
.
সুজাতা তুমি আসিও, তুমি আসিও আবার শীতের আগমনে
যেমন একদিন এসেছিলে বাঁকখালীর পাড়ে!
দিয়েছিলে কথা আবার আসিবে,
আসিয়া হস্তে মোর পদ্মপলাশ লোচন করিবে।
.
তুমি আসিলে চৌমুহনীতে মেলা বসিবে
গাছে গাছে মায়াবতী ফুল ফুটিবে, সূর্যমুখীও কিবা বাদ যেতে পারে বল?
আসিও মালা নিতে, হৃদয় ভরা গন্ধ পেতে
আর আমাদের একটু ভালবাসা দিতে।
.
আসিও তুমি! আসিলে তোমায় ফাল্গুনের কুল দেব
ভোরের একরাশ শিশিরের ফোটা দেব
সারি সারি গাছগুলোর হলদে ঝরা পাতা দেব
অবশেষে মৃদুমিষ্টি সৌরভর ভালবাসা দেব।।
----------
কবিতাঃ তুমি আসিও।
কাব্যসমগ্রঃ সবুজ ডাইরী।
উৎসর্গঃ মাঘফাল্গুনের সন্যাসীনি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

সাঈদ জামিল বলেছেন: Thanks bro

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.