নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সেবা

ছৈয়দ মোকাররম বারী

মানুষ সৃষ্টির সেরা জিব

ছৈয়দ মোকাররম বারী › বিস্তারিত পোস্টঃ

হযরত ইমাম হুসাইন (র) এর মস্তক মোবারক থেকে আওয়াজ -

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

হযরত মিনহাল বিন্ আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেছেন, খোদার কসম! আমি স্বচক্ষে দেখেছি যে, যখন হযরত ইমাম হুসাইন (র) উনার মস্তক মুবারক বর্শার অগ্রভাগে উঠিয়ে দামেস্কের গলিতে এবং বাজার সমূহে ঘুরানো হচ্ছিল, তখন মিছিলের আগে আগে এক ব্যক্তি কুরআন শরীফ-এর সূরা কাহাফ তিলাওয়াত করছিল। যখন সে এ আয়াতে কারীমা-
ام حسبت ان اصحاب الكهف والرقيم كانوا من ايتنا عجبا
অর্থাৎ ‘নিশ্চয়ই আছহাবে কাহাফ ও রক্বীম আমার নিদর্শনসমূহের মধ্যে এক আশ্চর্যজনক নিদর্শন ছিল’ (সূরা কাহাফ-৯) পাঠ করছিল তখন হযরত ইমাম হুসাইন (র) উনার বিচ্ছিন্ন মস্তক মুবারক থেকে আওয়াজ বের হলো-
اعجب من اصحاب الكهف قتلى وحملى
অর্থাৎ ‘আসহাবে কাহাফ-এর ঘটনা থেকে আমার শাহাদাত এবং আমার মস্তক নিয়ে ঘুরাফেরা আরও অধিক আশ্চর্যজনক।’ ( আল বেদায় ওয়ান নেহায়া - ২৩১ ) ---
আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান- ولاتقولوا لمن يقتل فى سبيل الله اموات ‘যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না।’ (সূরা বাক্বারা-১৫৪)
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার মস্তক মুবরাক তা প্রমাণ করে দিল। - সুবহানাল্লাহ -আর এইটা হল সেই পাথর যেটাতে হযরত ইমাম হুসাইন (র) এর কর্তিত মাথা মোবারক রাখা হয়েছিল,যা থেকে এখনো আল্লাহর হুকুমে রক্ত বের হয়। -- সবাই শেয়ার করুন




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=suY8BvHpVXY

একটা পাথরের কাছে কান্নার কি আছে? আর কাটা মাথা কথা বলে এমন বিশ্বাস নিয়ে ইন্টারনেটে ঘুরে সময় নস্ট করার দরকার নাই।

কথা বলার একটা ম্যাকানিজম আছে। কাটা মাথার সেটা থাকেনা তাই কোন ভাবেই কাটা মাথা কথা বলতে পারেনা।

হয়তো এটা তার কল্পনায় তিনি শুনেছেন এবং তার কাছে বাস্তব মনে হয়েছে।

ভাই বাস্তবে আসেন। এখন পযন্ত কি অলৌকিক কিছু দেখেছেন?

২| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

হানিফঢাকা বলেছেন: হযরত ইমাম হুসাইন (র) এর মস্তক এর পরে কি হয়েছে? আমি বুঝাতে চাচ্ছি উনার মস্তক কোথায় দাফন করা হয়েছে অথবা আদৌও কোথাও দাফন করা হয়েছ কি না? জানলে দয়া করে জানাবেন।

৩| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩

মুক্তমনা ওমর বলেছেন: "এখনো আল্লাহর হুকুমে রক্ত বের হয়।" কথাটা কতটুকু সত্য ???????????

৪| ১৪ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

মহা সমন্বয় বলেছেন: যত্তসব X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.