নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

সারাজীবন আগলে রাখবে

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

দীর্ঘশ্বাসটা খুব সাবধানে ফেলতে হয়, যেন কেউ টের না পায়। এমন কি যেন বিড়বিড়িয়ে বলছিলো সৌরভ।
কখন যেন ঘুমিয়ে পড়েছে মনে নেই তার।
গেল কয়েকটা রাতে খুব একটা ঘুম হয়না,
কোনো একটা অদ্ভুত যন্ত্রনা কুড়ে কুড়ে খাচ্ছিলো তাকে।
তবে আজ কেনো ঘুমিয়ে পড়লো???
সৌরভ ঘুমিয়ে পড়েছে।
গভীর এক ঘুম।
যন্ত্রনা তাড়ানোর সে ঘুম।
একবুক যন্ত্রনা, এ ঘুমের মধ্যে বিসর্জিত হয়েছে আজ।
খুব ভোরে, মুয়াজ্জিনের ঘুম ভেঙেছে তখন।
তারপর চিরাচরিত নিয়মে মুয়াজ্জিনের ডাক।
চারপাশের বাতাসে একটা প্রশান্তির আবেশ সে ডাকে।
তবে সৌরভ ঘুমিয়েই আছে। কোনো বাতাসের অস্তিত্ব তার মধ্যে নেই হয়তো।
আরও কিছুক্ষণ পর....
একটা স্পর্শ,
সে স্পর্শ...
যার অপেক্ষায় হাহাকার জমে ছিলো
সৌরভের বুকে।
সাথে এক আদুরে কন্ঠ
"এখনো ঘুমাচ্ছো তুমি?"
সৌরভের এতো কঠিন ঘুম সে নরম শব্দে নিমিষেই ভেঙে যায়।
তড়িঘড়ি করে উঠে পড়ে সৌরভ
মণিকে জড়িয়ে ধরে।
এমনভাবে জড়িয়ে ধরে
যেনো হৃদয়ের সবটা ভালবাসা নিংড়ে নেবে সে।
ছোটো শিশুর মতো ফুঁপিয়ে কাঁদছে সৌরভ।
মণি ও সে কান্নায় অংশ নেয়।
সৌরভ মণি কে কাঁদতে দেখে কান্না থামায়, তারপর বলতে শুরু করে
"তোমাদের গ্রামের বাড়িতে একটা মোবাইল নেটওয়ার্কের টাওয়ার বসানো হচ্ছে না কেনো?
তোমার সাথে দুদিন কথা না বলে মনে হচ্ছিলো মরেই যাবো। আর কয়েকদিন পরে যেতে পারতে। তাহলে একসাথে যেতাম। আর আমারও এমন সময় কাজ পড়তে হলো!!
মণি বলে, "পাগল! দুদিনের জন্যই তো গিয়েছি। আমার কি খারাপ লাগেনি বলো? বউ ছাড়া দুটা দিন থাকতে পারলে না? ;)
আর যাবো না বাবু, এবার চোখ মোছো।
চোখ মোছার সময় নেই সৌরভের
মণি এসে গেছে।
বুকে জড়িয়ে রেখেছে মণি কে।
ছাড়বে না।
সৌরভ মণিকে সারাজীবন বুকের ভেতর আগলে রাখবে 8-| 8-|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.