নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

অামায় ধন্য কর

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

তোর মনে অাছে পাগলী,
তুই তখন কাঁদছিলি?
তোর মনে অাছে পাগলী,
তুই অামায় নির্বাক করেছিলি?

মোটামুটি ঠিকঠাক একটা পরিবেশ,
মুহুর্তেই করলি থমথমে।
তোর হঠাৎ মলিন চাওনীতে,
ঘন অাঁধার এলো নেমে।

আমার ভেতরটা জানিস মণি,
দুমড়ে মুচড়ে যাচ্ছিলো?
তোর দু'চোখের অথৈ পানি,
আমায় ডুবিয়ে মারছিলো।

তখন প্রায় মরতে বসেছিলাম,
ফুরিয়ে গিয়েছিলো বাঁচার অাঁশ।
এমন সময় অাবিষ্কার করি,
আমার কাঁধে তোর নিঃশ্বাস।

জড়িয়ে অামারে শক্ত করে,
কি যে শান্ত করেছিস।
তোর জাদুস্পর্শে মণি,
দুঃখ সব ঘুচিয়ে দিস।

তোর কোমল ঠোঁটের অাদর,
মেখে অামায় ধন্য কর।
তুই হবি মোর বউ রে মণি,
আমি হবো তোর পাগল বর 8-|

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.