নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

দোহারে বিলাসপুর আন্তর্জাতিক বিমান বন্দর

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

দোহারের নদী ভাঙ্গন কিন্তু নতুন কোন ঘটনা নয়। আমি যখন প্রাইমারীতে পড়ি তখনো শুনতাম এই সর্বনাশা ভাঙ্গনের কথা। আজ অনেক বছর পর আমাদের সবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। কোন উপায় নেই। যেখানে জন্ম ভূমিই থাকবে না সেখানে তো আমাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি।



তাই কোন উপায় নেই। নদীর ভাঙ্গন থেকে প্রিয় জন্ম ভূমি দোহারকে বাঁচাতে হবে।



সম্প্রতি শোনা যাচ্ছে, দোহারে বিলাসপুর আন্তর্জাতিক বিমান বন্দর স্থাপনের জন্য সার্ভে করা হচ্ছে। সেটা যদি হয় তবে আমােদের জন্য সেটা হতে পারে একটা বড় সুসংবাদ। বিলাসপুর আন্তর্জাতিক বিমান বন্দর নির্মিত হলে নদী শাসন একটা মুখ্য বিষয় হবে। ফলে দোহারের বিরাট এলাকা ভাঙ্গনের হাত থেকে বেঁচে যাবে। তাই দোহারে যাতে বিলাসপুর আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ অচিরেই শুরু করা হয় এব্যাপারে জনমত গঠনের জন্য দোহারের তরুণ সমাজের প্রতি আমি উদাত্ত আহবান জা্নাই।



বিলাসপুরে বিমান বন্দর স্থাপিত হলে তা হবে আমাদের সবার জন্য আশীর্বাদ। দোহার তখন হতে পারে একটি মডেল উপশহর।



তরুণ সমাজ, আসুন, বিলাসপুরেে বিমান বন্দর নির্মানের ব্যাপারে ব্যাপক জনমত গড়ে তুলি।



কেননা, এই দোহার উপজেলা আপনার, আমার, আমাদের সকলের। একে বাঁচাতে হবে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.