নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় প্রচলিত ঈদের সেলামী।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

আরো পড়ুনঃ মালয়েশিয়াতে যে ভাবে হয় কোরবানীর ঈদ

আগামীকাল ২২ শে আগস্ট ২০১৮ বুধবার মালয়েশিয়াতে ঈদুল আযহা উদযাপিত হবে।

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক।

সেলামাত হারি রায়া আইডিল আদহা (SELAMAT HARI RAYA AIDILADHA )।
সেলামাত হারি রায়া কোরবান (Selamat Hari Raya Korban)


ঈদ সব সময় অনেক আনন্দের। অনেক মজার।

আমার নিজের ধারণা ঈদের সব চেয়ে বেশী আনন্দ আর মজা ছোট্ট ছোট্ট শিশু আর কিশোরদের। নতুন নতুন পোশাক আর নানা ধরনের খেলনা নিয়ে তাদের আনন্দ আর ধরে না।

(এখানে ঈদের সেলামী দেয়ার জন্য ব্যবহৃত কিছু খামের ছবি পোস্ট করা হবে। বেশীর ভাগ খামই আমার সংগ্রহে আছে)



ঈদের একটা অন্যতম মজা হলো সেলামী পাওয়া । বড়দের কাছ থেকে সেলামী পাওয়ার মজাই আলাদা। বাংলাদেশে এই সেলামী দেয়া হয় খোলামেলা হাতে। মালয়েশিয়াতে সুন্দর খামের ভেতরে ভরে সেলামীর টাকা দেয়া হয়। পথে, ঘাটে, পার্কে সর্বত্র দেয়া হয় এই সেলামী। দেখতে খুব ভালো লাগে।



মালয়েশিয়াতে ঈদে সেলামী দেয়া একটা সাধারণ প্রচলন। ঈদের সময় মসজিদে নামাজের পরপরই দেখা যায় অনেক ব্যক্তি হাতে অনেকগুলো খাম নিয়ে দাঁড়িয়ে আছে । ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখলেই হাতে তুলে দিচ্ছে সেই সব খাম। আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই দেখি অনেক মুরুব্বী হাতে খাম নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার ছেলেকেও অনেকে খাম দেয়। ছেলে নিতে চায় না। আমি বলি এটা ঈদের উপহার। নিতে হয়।খামটা নাও এবং উনাকে ধন্যবাদ দাও।



ঈদ ছাড়াও চায়না নিউ ইয়ার-এ ও এই ধরনের খাম দেয়া হয়। চায়নিজ নিউ ইয়ারের উপহারের খাম সব বয়সীরাই পায়। সেটা ছেলে হোক আর বুড়ো হোক।


চায়না নিউ ইয়ারএ আমি কয়েকবার এই খাম উপহার পেয়েছি। প্রথমবার যে খাম পেয়েছিলাম সেটা পেয়ে আমি কিছু বুঝতে না পেরে ধন্যবাদ দিয়ে খামটি পকেটে রেখে দিই। আামার এক কলিগ বললোঃ আপনি কি ধারণা করতে পারেন খামের ভেতর কি আছে।


- নববর্ষের কার্ড থাকতে পারে মনে হয়।
- খুলেই দেখেনা না। আপনার ধারণা ঠিক কি বেঠিক।
- আপনি কি বলতে চান নববর্ষের কার্ড নেই?
- ভাইরে, খুলে দেখেন।

আমি খামটি খুললাম। খুলে দেখলাম, ভেতরে ৫ রিঙ্গিতের একটি সবুজ নোট। তখন এক রিঙ্গিতের দাম প্রায় ২৬ টাকা। তার মানে খামের ভেতর ১২৫ টাকার বেশী।



অবশ্য এই টাকার পরিমাণ দিয়ে শুভেচ্ছার উঞ্চতা পরিমাপ করা যায় না। আন্তরিকতাটাই মুখ্য।

এরপরের কোন এক চাইনিজ নিউ ইয়ারে আরেকটি খাম পেয়েছিলাম। খুলে দেখি ১ শত রিঙ্গিতের ২ টি নোট। সেটা দেখে খুব শরম পেয়েছিলাম। শুভেচছা সেলামীর জন্য এতো টাকা দেয়ার কি দরকার।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দরতো। আমাদের এখানে ১ বৈশাখ বা ১ জানুয়ারিতে এরকম দেখি। ব্লগের মাধ্যমে জানলাম ওখানে এরকম একটি কালচার চালু আছে। ঈদ মুবারক ।


অফুরান শুভেচ্ছা প্রিয় সাজ্জাদভাইকে।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক , দাদা।
এই কালচারটি আমার পছন্দ হয়েছে। আমিও এটা করার চেষ্টা করছি।

ভালো থাকুন সব সময়।

২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাইজান।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক, ভাইয়া।
জীবন হোক অনেক অনেক সুন্দর।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মৌরি হক দোলা বলেছেন: ইন্টারেস্টিং :)

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই খুব ইন্টারেস্টিং। আমাদের দেশেও এই রকম সুন্দর সুন্দর খাম প্রচলন করা যেতে পারে। খোলামেলা অবস্থায় টাকা দেয়ার চেয়ে খামে ভরে দিলে দেখতে ভালো লাগবে। যারা পাবে তারা খাম খুলেই পাবে আনন্দ আর মজা।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: গত কোরবানি ঈদ মালয়েশিয়াতে ছিলাম । যদিও সেলামী পাইনি :(( কিন্তু আজ মিস করছি :(

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার অনেক কিছুই ভালো । তবে আমার দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতায় জানি, অধিকাংশ মালয়েশিয়ানই অনেক অহঙ্কারী। আমাদেরকে তারা কামলা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। ওদের পুলিশগুলো বদে হাড্ডি। এমন খারাপ পুলিশ মনে হয় না পৃথিবীতে খুব বেশী আছে।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন:
চেনেন একে?

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা তো মনে হয়, তুমি।
কলেজ কেমন চলছে?

আমি এসএসসি পাস করে সরকারী বিজ্ঞান কলেজে ভর্তি হবার জন্য খুব চেষ্ট করেছিলাম। কোন উপায় না পেয়ে শেষে তৎকালীন প্রিন্সিপাল সমীর উদ্দিন এর সাথে সরাসরি দেখা করেছিলাম। সেখানে অনেক লোক ছিলেন। উনি আমাকে বললেন- এই মাত্র শিক্ষামন্ত্রী শেখ শহিদ এর অফিস থেকে সুপারিশ এলো। তোমাকে কি ভাবে ভর্তি করি?
আমি বলেছিলাম- যাদের মন্ত্রী নেই তারা কি স্যার ভর্তি হতে পারবে না?

স্যার চুপচাপ।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:


@প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
ঈদ হোক সুন্দর আর আনন্দময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্রীতি ও শুভেচ্ছা সাদরে গৃহীত হলো।
ঈদ মোবারক।
আপনি অনেক অনেক ভালো থাকুন।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
দাদা, আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪

মোস্তফা সোহেল বলেছেন: বড় হয়ে গেছি ভাইয়া তাই এখন আর কেউ আমাকে ঈদ বোনাস দেয় না :(

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউই বড় হয় না। আপনার যে বড় আছেন তিনি আপনাকে দেবেন।
আপনি দেবেন আপনার ছোট্টটি কে।
এখানেই তো আনন্দ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

এ.এস বাশার বলেছেন: মাশা-আল্লাহ মালোয়েশিয়াতে এত সুন্দর কালচার প্রচলিত!
আপনার পোষ্ট গুলো পড়ে মালোয়েশিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম...
ধন্যবাদ ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে অনেক কিছুই ভালো আছে। খারাপের পরিমাণও একেবারে কম নয়। তবে আমি খারাপ দিকটা সাধারণতঃ না লেখার পক্ষে। আমাদের কয়েক লাখ সেখানে কাজ করে খায়। তাই একটু হলেও ঋণী ,মনে হয়। তবে তারা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে । বিনিময়ে পায় খু্বই কম।
ভালো থাকুন সব সময়। আপনিও আমার ধন্যবাদ গ্রহণ করুন।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

নতুন বলেছেন: আগ পাও বলাে মনে হয়। মনে পরে গেলো মালোয়েশিয়ার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.