নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন নিয়ে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পুরনো একটি ঘটনার স্মৃতি

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৪

ভেবেছিলাম এই বিষয় নিয়ে কোন পোস্ট দেবো না। কিন্তু মনের রাগ মেটানোর জন্য দিলাম।

আমি মালয়েশিয়ায় আসার দিনই ডিজি DIGI (Telenor company) এর একটি সিম নিই। যার নম্বর 00601116380526.
বেশ কয়েক মাস যাবত একটা বাজে সমস্য‍ার সম্মুখীন হচ্ছি। আমি কোন মেসেজ না পাঠালেও স্বয়ংক্রিয় ভাবে মেসেজ চলে যাচ্ছে। যাতে কি সব ডাউনলোড করার কথা থাকছে। প্রথমবার আমার একাউন্ট থেকে প্রায় 26 রিঙ্গিত নেই!

ডিজি-র কাস্টমার কেয়ারে কল দিলাম। এখানে বলে রাখা ভালো যে মালয়েশিয়াতে বিপুল সংখ্যক বাংলাদেশী ডিজি সিম ব্যবহার করে বলে কাস্টমার কেয়ারে বাংলাদেশী লোক বসিয়ে রেখেছে। তিনি বাংলায় বাংলাদেশীদের পরামর্শ দেন। যার বেশীর ভাগই কোন কাজে লাগে না। তাকে যখন আমার সম্যস্যার কথা বললাম তখন তিনি ছাপানো কোন কাগজ পড়ে আমাকে শুনিয়ে দিলেন। আমি আমার সমস্যা তাকে ব্যাখ্যা করলে তিনি বললেন --- তাহলে আপনি সিমটি খুলে ফেলেন।
আজ 14-04-2016 তারিখে আমার নম্বর থেকে আবার মেসেজ যেতে শুরু করেছে। চেক করে দেখি 12 রিঙ্গিত হাওয়া!!!
কাস্টমার কেয়ারের নোয়াখালীর মেয়ের উপদেশ শেষ পর্যন্ত মানতেই হলো। সিমটি খুলে রাখলাম।

আমার পরিচিত এক যুবক মালয়েশিয়ার একটি মোবাইল ফোনে কাজ করতো । সে আরো ভয়াবহ একটি তথ্য দিয়েছিল। তা হচ্ছেঃ মালয়েশিয়াতে প্রায় ১০/১২ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করে। তাদের সবার হাতেই রয়েছে মোবাইল ফোন। আর ফোন চালাতে সিম কিনতে হয় কোন মোবাইল অপারেটরের সেবা গ্রহণ করতে। সে বলল- সে যে কোম্পানীতে কাজ করে সেই কোম্পানী মাঝেই প্রতিটি সিম নম্বর থেকে সবার অজান্তেই ১ রিঙ্গিত করে কেটে নেয়। কেই বা অত ব্যালেন্স চেক করে! অথচ মোবাইল অপারেটরের এক ক্লিকেই গ্রাহকদের পকেট থেকে ১০/১২ লাখ রিঙ্গিত বের হয়ে যায়।

আমি যখন শ্রীলঙ্কাতে ছিলাম তখন ব্যবহার করতাম মোবিটেল। তার সেবার মান ছিল অসাধারণ। ছোট একটা মেইল করলে উল্টা কল ব্যাক করে সমস্যা জেনে নিয়ে তাদের কম্পিউটারে আমার একাউন্ট চেক করে তারপর আমার চাহিদা মতো সমাধান দিত। একবার একটা রিলোড কার্ডর নম্বর বের করতে গিয়ে কয়েকটি ডিজিট মুছে যায় । আমি একটা মেইল করলে কাস্টমার কেয়ার থেকে কল করে আমাকে রিলোড কার্ডের নতুন নম্বর জানিয়ে দেয়া হয়। আমি তা ব্যবহার করতে সমর্থ হই।

আজ শ্রীলঙ্কাকে খুব মিস করছি।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৯

শেরজা তপন বলেছেন: এইরকম অবস্থা নাকি!! আমি দু'বার মালয়েশিয়া গিয়ে ওদের সিমকার্ড ব্যাবহার করেছিলাম - তখনতো ভাল ছিল বেশ।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন হয়তো অবস্থার উন্নতি হয়েছে।
আমার এই ঘটনাটি ২০১৬ সালেরর ।

২| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৬

নাহল তরকারি বলেছেন: মোবাইল কম্পানি খারাপ।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই ব্যবসার ধান্ধা করে।
খালি লাভ চায়।
বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন টাকা ছাড়া আর কিছু বুঝে না।

৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: উপকারী পোষ্ট, আপনাকে ধন্যবাদ। মালয়শিয়ায় রোমিং করেছি বলে এমন অভিজ্ঞতা হয় নি। আবার মালয়শিয়া গেলে যদি লোকাল সিম কিনি, বিষয়টা মাথায় রাখবো।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ঘটনাটি অনেক আগের।
২০১৬ সালের ।
এখন হয়তো আর অমনটি নেই।

৪| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে বাংলাদেশে কম ডাকাতী হতো কি? ঘুড়িয়ে প্যাচিয়ে কত টাকা হাতিয়ে নিয়েছে।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের ব্যবসায়ীরা মোটেও সৎলোক নয়।

৫| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৭

সোনাগাজী বলেছেন:



মালয়েশিয়াের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষের মত সৎ, নাকি অন্য রকম?

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা মালয় তারা খুবই অসাধারণ মানুষ। আমার মনে আছে একবার এক মালয় ভদ্রলোক আমাকে বলেছিলেনঃ তুমি তো দেখি ইংরেজি খুব ভালই পার। উন্নত কোন দেশে মাইগ্রেশন কর না কেন?

ভদ্রলোকের কথা সেই সময় শুনলে আমার এখন কানাডার পাসপোর্ট থাকতো।
তার কথা বুঝতে আমার অনেক বেশী সময় লেগেছিল।
আফসোস!

৬| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৭

অধীতি বলেছেন: আমাদের জিপি ও এই কাজ করত এখনো করে মাঝেমধ্যে।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশের ব্যবসায়ীদের মাঝে সততা থাকলে বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারতো।
কিন্তু তারা সৎ নয়।
আফসোস!

৭| ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: বলেন কি?
সততা কই গেল? মেসেজ আসলেই টাকা কাটে?

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ঘটনাটি অনেক আগের।
২০১৬ সালের ।
এখন হয়তো আর অমনটি নেই।

৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: আপনার মানসিকতার সাথে বাংলাদেশ যায় না। আপনার ভাগ্যে কানাডা আছে।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যদি ২০১৭ সালে শুরু করতাম তাহলে আমার এখন কানাডার পাসপোর্ট থাকতো।
অথচ শুরু করতে অনেক বেশী সময় লেগেছিল।
আফসোস!

৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: মালয়েশিয়ান কোম্পানি কী উদ্দেশ্যে টাকা কাটত, কেউ জানতে চায়নি?

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা যারা বিদেশে কামলা খাটি তারা পড়াশোনা জানা কোন মানুষ না। তারা এটা জানতেও পারে না। কেননা, বেশীর ভাগ মানুষই ব্যালেন্স চেক করে না।

১০| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৮

মারুফ তারেক বলেছেন: চুরি বাটপারির ব্যবসা বেশিদিন টিকে না।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্যবসায়ীদের সততাই প্রধান মূলধন হওয়া উচিত।
অথচ বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে সততার বড়ই অভাব।
আফসোস!

১১| ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০০

মোঃ চমন হোসেন বলেছেন: Gp customer care akhono majhe majhe agula kore thake...

১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা ভালো বুঝে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.