নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এই খালি, যাবা?!

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৬

বাংলাদেশের বেশীর ভাগ মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে তারা অপরকে সম্মান দিতে চায় না। অথচ নিজে সম্মান পেতে চায় ষোল আনা।

এ দেশের মানুষের প্রত্যেকের মাঝে যেন এক ধরনের উগ্রতা। যেন দারুন মেজাজ খারাপ সবার। সবাই যেন কেমন গরম হয়ে থাকে। মনে হয় বিদ্যুত সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যা আর চলমান জীবনের নানা সমস্যার কারণে তাদের মেজাজ ভীষণ চড়া।

সকাল বেলা রাস্তার ধারে দাঁড়ালেই মানুষের ব্যবহার সম্পর্কে সুন্দর ধারণা লাভ করা যায়। অপরিচিত জন কাউকে দেখলে ‘আপনি’ করে কথা বলা উচিত। অথচ গরীব মানুষ পেলে ‘আপনি’ করে আর কে বলতে চায়? আর রিক্সাওয়ালা হলে তো আর কথাই নেই। রিক্সাওয়ালাদেরকে এতো বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এখন কেউ আর রিক্সাওয়ালাও বলে না। বলে, এই খালি যাবা?

কিছু দিন আগেও বলত, এই রিক্সা, যাবা? আমার কথা হচ্ছে, রিক্সাওয়ালাকে ‘আপনি’ করে বললে সমস্যা কোথায়? একজন রিক্সাওয়ালার বড় পরিচয় তিনি এক জন মানুষ এবং ধরে নিতে পারি, তিনি এক জন সৎ মানুষ। কারণ, তিনি রিক্সা না চালিয়ে চুরিও করতে পারতেন। মাস্তানী কিংবা ছিনতাইও করতে পারতেন। মাস্তানী করলে তো সবাই ‘বড় ভাই’, ‘বড় ভাই’ করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। তিনি একটি ভাল কাজ করছেন এবং সততার সাথে আয় করে সেই আয় দিয়ে সংসার চালাচ্ছেন। তিনি উন্নত বিশ্বের বিবেচনায় একটি কাজ করছেন।

আপনি হয়তো তার চেয়ে অনেক অনেক বড় একটি কাজ করেন, অনেক বেশী আপনার আয়। কিন্তু সবাই-ই তো মানুষ ।এই যদি হয় আমাদের অবস্থা তাহলে জাতি হিসাবে আমরা কত দূর যেতে পারব, বলুন? ইংরেজিতে তো কাউকে কিছু বলতে গেলে, সরি, এক্সকিউজ মি, প্লিজ ইত্যকার কত কথা বলে ভদ্রতা প্রকাশ করতে হয়। বাংলা ভাষায় এই জাতীয় শব্দ বেশ কিছু থাকলেও কেউ বাস্তব জীবনে সেই শব্দগুলো প্রয়োগ করতে চায় না। আফসোস!

তাই আমার একটি আবেদন, অপরিচিত জনকে আপনি করে কথা বলুন। ভদ্র ভাবে কথা বলুন। মানুষকে তার যথাযথ মর্যাদা দিন। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এই ভাষার সৌন্দর্য্য রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের।

আবার বলছিঃ অপরিচিত জনকে “আপনি” বলুন।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি রিক্সাওয়ালাকে কখনো তুমি করে বলিনি। এখন তো মানুষ দেখি তুই করেও বলে। পারতপক্ষে আমি আপনজন ছাড়া সবাইকেই আপনি সম্বোধন করি।

মানুষের বদভ্যাস কত রকমের । মানুষ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার দেখায়।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই তো আর আপনার মতো ভদ্র না।
বেশীর ভাগ মানুষই দেখি ন্যুনতম এটিকেট মানে না।

২| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিক্সাওয়ালা তো দূরের কথা, গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মানুষ কথা বলে, তাতে শিক্ষিত কেউ ড্রাইভিং পেশায় আসতে চায় না। অথচ ড্রাইভিং-এ শিক্ষিত শ্রেণী আসলে দুর্ঘটনা ও বাসের ভেতর অস্থিরতা অনেকটা কমানো যেত...

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
আমাদেরকে আরও বিনীয় হতে হবে।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: এই সমস্যাটি আমাদের জাতীয় আচরণের একটা বাজে দিক। এর কারণ হচ্ছে সম্ভবত আমরা লেখাপড়া শিখছি ঠিকই, কিন্তু আমাদের শিক্ষিত হয়ে উঠতে আরো বেশ কয়েক যুগ হয়তো লেগে যাবে!

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি বদলাবো না।
আমাদের জিনগত সমস্যা থাকতে পারে।
আফসোস!

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭

শাহ আজিজ বলেছেন: আমি , কন্যা , পুত্র সবাই রিকশাচালককে আপনি করে বলি ।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি এক জন ভালো মানুষ।
আমাদের সমাজে ভালো মানুষের অভাব রয়েছে।
আফসোস!

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


রিক্সাচালকরা এক জাত; একদল চড় থাপ্পর মাড়ে, অন্যদল সহানুভুতি প্রকাশ করে বিভিন্ন মাধ্যমে।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে।
তবে তারাও মানুূষ এটা তো সত্যি।

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



আমাদের মানুষ সামাজিকভাবে শ্রেণীতে বিভক্ত।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ তার যোগ্যতা ও চাহিদা অনুসারে বিভিন্ন কাজ করবে এটাই স্বাভাবিক।
কিন্তু তাদের বিবেকও তো থাকতে হবে।

৭| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫০

রাজীব নুর বলেছেন: বড় ভাই, আমি সবাকে সম্মান করি।
হোক সে রিকশা চালক, কুলি অথবা গার্মেন্সের কোনো মেয়ে।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি একজন ভালো মানুষ। বিনয়ী মানুষ।
কেবল একটাই খারাপ অভ্যাস সেটা হচ্ছে- আপনি প্রচুর পরিমাণে বিড়ি খান।
আফসোস!

৮| ১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: সৌজন্য বজায় রেখে মুখের ভাষা ব্যবহার করা মূলতঃ একটি পারিবারিক শিক্ষা। লিখিত ভাষায় সৌজন্য বজায় রাখার ব্যাপারটাতে প্রাতিষ্ঠানিক শিক্ষাও এসে যায়।

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন, স্যার।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.