নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

সূতা

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

গীটার ভায়োলিন এমনকি গ্রামের বাড়ির বেড়াগুলা
বান্ধা থাকে ধাতব তার দিয়া যা দেখতে সূতার মতো।
এগুলার বন্ধন সুর, ঘর ইত্যাদি তৈয়ার করে।

মাকড়সা তার নিজস্ব সূত্র ব্যাবহার কইরা হত্যাকান্ড ঘটায়,
সূতার উপরে প্রেমে পড়ে, আর শেষতক বাঁইচা থাকে।

আমরা ব্লাউজের সূতা ছুটাই যখন আমাগোর
দেহ মেদবহুল হয়া ওঠে,
স্তনের সাথে সাথে পিঠটাও আয়তনে বাড়ে,
অতএব অপ্রয়োজনীয় সূতা আমরা কাটি, ফালায় দেই-

আমাগো পারস্পরিক বন্ধনে এক ধরনের সূতা থাকে, অদৃশ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালই লিখছেন। খুবই বাস্তব কথা বটে।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: ঠিক বুঝলাম না । অন্যরকম লাগল একদম। ঢুকে গেলাম বাকি গুলো দেখতে। অসাধারণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.