নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

কম্পনজনিত

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

খুব বেশি ব্যস্ততার ভিতরে শুকনো ফুলের
শুকিয়ে থাকা ডাল;
আড়াল করে রাখতে পারো নিরাময়যোগ্য
নয় এমন ক্ষত কিছু;
আমাদের পিছিয়ে পড়া ডানারা অদ্ভুত কাঁপে!
মনে থাকে ট্রেনের মিলিয়ে যাওয়া পিছনদিক,
সত্যিই কি অদ্ভুতভাবে কাঁপে!

সুবাহ সাদিকের আলো জ্বলতে থাকছে
কিছু নিয়ন এখনো দলবদ্ধ অনুসারী,
মাঝরাত ঝিমায় পড়ে আর ময়ূরের কালো
পেখম ঢেকে রাখে যাত্রাপথ।
ভিতরে ভারবাহী লরিগুলো কাঁপে গতিশীল জড়তা।

পরিচিতা নীল আলোয় প্রচন্ড কৃত্রিম ভান,
চোখে তো লাগে, নিভে যাচ্ছে সপ্তম জানালা;
ইদানীং খোঁজ নেই কই থাকে উত্তরণ;
ভাজের ভেতর লুকানো ব্যথা আদতে ঘুমায়না।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা হয়েছে +


শুভ কামনা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা জানুন

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লাগল কবিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩১

সিফাত ও তার কবিতা বলেছেন: শুভ কামনা আপনার জন্য

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

শাহেদ খান বলেছেন: ভাল লাগল কবিতা এবং স্কেচ উভয়ই! অদ্ভুত মোহময় কিছু দৃশ্যকে শব্দবন্দী করলেন সাবলীলভাবে।

লেখায় অনেক শুভকামনা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩১

সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিন

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর। শুভকামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩১

সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিরন্তর

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাল লেগেছে কবিতা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩২

সিফাত ও তার কবিতা বলেছেন: শুভ কামনা আপনার জন্য। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.