নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখনই কর হে বিনাশ সকল কোটার।

১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

চাকুরীর বাজারে দেখি যে মেধাহীন লোকে
চাকুরী লভিয়া তারা সবে আছে মহাসুখে
কাগজের মেধাবীরা বোধ হয় মেধাবী না!
এই নিয়ে চলে তাই সুবিস্তর গবেষণা।
চাকুরীর পরীক্ষায় কেন . ব্যর্থ ষোল আনা?
দিনরাত ভেবে ভাবনার যে জট খোলেনা।

তাহলে কি মেধাবীরা ঠিক. করে না সাধনা?
দ্বাররুদ্ধ করে তারা পড়িতেছে নিরলস
গবেষণায় দেখা গেল মেধাবীর নেই দোষ,
কোটাপ্রথার বলি তারা এটাই তো ঘটনা।।

দেশপরিচালনায় তাই আজ ব্যর্থ তাঁরা
উন্নয়নে ফেল মেরে আজ-জাতি দিশেহারা।
ছাত্রজনতার দাবী তাই কোটা সংস্কার
দেশের প্রয়োজনে তা এখনই দরকার।

কবিতার মাঝে তাই করি এই আবদার
এখনই কর হে বিনাশ সকল কোটার।
...................................................








মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর গঠনমূলক কবিতা ।

মেধার চাই বিকাশ,
কোটার চাই বিনাশ ।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দ মাত্রা মিলানোর প্রচেষ্টা । কোট সংস্কার বিষয়টাকে মাথায় নিলাম। ভাবলাম ষোল মাত্রার সনেট লিখবো । হয়ে গেল ছন্দ মাত্রা মিলিয়ে কবিতা ।

২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১০

ঢাবিয়ান বলেছেন: ললিপপ ধরিয়ে দিয়ে ছাত্রদের বারবার ফেরত পাঠানো হচ্ছে। ছাত্ররা যদি ললিপপের ধাপ্পাটা না ধরতে পারে তবে কোনদিনই সফল হবে না এই আন্দোলন।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা অত্যন্ত দুঃখের ব্যাপার । মেধাহীনরা যোগ্য নেতৃত্ব প্রতিস্ঠা করতে পারে না । আর মেধাবীরা চাকুরী বঞ্চিত হয়। আর এখন নাকি পরীক্ষার আগে নিশ্চিত হয়ে নেয় মার্কা ঠিক আছে কিনা। পাকিস্তান বানানোর চক্রান্ত বা প্রক্রিয়া বলা যেতে পারে। ঠিক পকিস্তান না আওয়ামীস্থান। ৭১তে বোধহয় এমন প্রতিশ্রুতি ছিলো না স্বাধীনতার স্থপতির ।

৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছাত্রদের সামনে আস্ত মুলা ঝোলানো দেখতে পাচ্ছি।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দেশে গণতন্ত্রিক চর্চা নেই বললেই চলে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস...তার পর নাভিশ্বাস। মুক্তিযুদ্ধা মন্ত্রী আবার বলেছেন কিছু কোটা থাকবে। প্রধান মন্ত্রী বলার পর যখন তারা এমন বরার এখতিয়ার রাখে তখন আন্দোলন না থামাটাই সমীচীন । প্রধানমন্ত্রী আবার কোটাবিরুধিরা কত আন্দোলন করতে পারে দেখতে চেয়েছেন।

আসলে সীমাহীন ক্ষমতা হয়ে গেলে কথার আর ট্যাক্স থাকে না । তারমানে যখন যা খুশি তাই ।

৪| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: মামা চাচা না থাকলে চাকরি পাওয়া খুব কষ্ট।
আবার চাকরি পাওয়ার পর চাকরি টিকিয়ে রাখা আরও কষ্ট।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। দেখেন ফরিদ ভাই দারুন একটি কবিতা লিখেছেন। আমি কিন্তু চেষ্টা করে সনেট লিখতে পারিনি।

৫| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে গলা মেলাতে চাই বিনাশ হোক কোটার।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


চাকুরী হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার।
মেধাবীদের কাজ হলো জাতির জন্য নতুন নতুন কিছু আবিস্কার করা, নতুন পথ বের করা, ওরা চাকুরী করবে কেন? ওরা ল্যাবে থাকবে, এডিসনের মত খবরের কাগজ বিক্রয় করবে, ঝালমুড়ি বিক্রয় করবে।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আসলে আমার মিথ্যে বলা ঠিক হয়নি। ফরিদ ভাই কে ফোকাসে আনার জন্য বলেছি। আমি যে কোন কবিতা লিখতে পারি। ১৪,১৬,১৮ মাত্রার সনেট কোন ব‍্যাপার না।

৭| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: যথাসময়ে রিপ্লাই দেয়া হবে । আসলে সময় এর দাবি ছন্দ বদ্ধ করে উপস্থাপন করা হয়েছে। এটা একটা কবিতা ।

৮| ০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: একজনকে কিছু দিতে গেলে আরেকজনকে বঞ্চিত করতে হয়। তাই কোন কোটাই থাকবেনা- প্রধানমন্ত্রীর এ কথাই বাস্তবায়ন করা উচিত।
কোটা নিয়ে কবিতা লেখার প্রয়াসকে সাধুবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.