নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা ঐ রাজাকার যায়,

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৭


তৃতীয়নয়ন অন্ধ বলে করছে পাপাচার
ওগো দয়ালু তাদের দিলে ঢালো বিবেকের আলো
তবু তাদের ক্ষমা করো এইবার—

ঐ যে মাতাল মদিরার কারবারি,
অর্থের লোভে অন্ধ হয়ে পাপের কান্ডারী—
মদের নেশায় বুদ হয়ে সব করছে পাপাচার,
পরপারে তোমার কাছে ও দয়ালু আছে তার বিচার।

ঐ যে মাতাল মদিরার কারবারি,
তারও তো সংসার আছে;
পূণ্যের আলো ওগো দয়ালু ঢালো তাদের মনে,
প্রর্থনা তাই করিতেছি এই ক্ষণে,
কুন ফায়াকুনের মালিক স্রষ্টা তোমার কাছে ।

বিচার দিনের মালিক তুমি
জানিনা আজ কোন সে বিচারে—
ক্রসফায়ারে যাচ্ছে জীবন নির্বিচারে।
কতোপরিবার অসহায় আজ করিতেছে আহাজারি
সহায় তাদের গেছে মরে বলে কাঁদিতেছে তারা
যেন আকাশ বাতাস ফারি।

ঐ রাজাকার যায়


ঐ রাজাকার যায়,
ক্ষমতার তোষামদে বেহায়ার মতো ছুটে
কোন লজ্জা নাই—
আপামর জনতার অধিকার নিয়ে,
মিথ্যে প্রহসন করে তারা মসনদে গিয়ে।
নিজের গুণ আর অন্যের দোষ
এই গেয়ে পশুদের নেই কোন হুশ।
অন্যায়ের প্রতিবাদ করিলে মারে তারে ঢুশ।
এক দেশ, এক ভাষা, একই পতাকা
এরই মাঝে বিভেদ টানিয়া কোন্দল রচনায় তারা মস্তপাকা।
বিচারের নামে তারা করে প্রহসন,
কে বলে মানুষ তাদের রাজাকার সেই জন।
অপরের স্বার্থ জলাঞ্জলী দিয়ে
সতত ব্যস্ত তারা নিজস্বার্থ নিয়ে।
দেশে ক্ষতি দশের ক্ষতি করে খোঁজে নিজের ‍শুধু লাভ
ঐ রাজাকার যায় তার করো হে মন্ডুপাত।
ঐ রাজাকার যায়,
মুখে তার জনসেবা—গরল অন্তরায় ।










মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রার্থনা ভালো হয়েছে সেলিম ভাই!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেনে্ট অশেষ কৃতজ্ঞতা

২| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: নতুন একটি কবিতা এড করা হলো । পাঠ করিয়া আনন্দ লাভ করিবেন ।

৩| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪১

ফেনা বলেছেন: চমতকার। ভাল লাগা রেখে গেলাম।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন: হৃদয় বিদারক!

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আকাশটা আজ কাঁদছে যেন
সন্তানহারার শোকে—
বিজলীর আলো যেন চোখ রাঙালো
জুলুমের প্রতিবাদে।
ভীষণ শব্দে বজ্রপাত যেন দিচ্ছে হুশিয়ারি
সর্বংসহা অবণীর বুকে প্রলয়নাচন নাচিছে অত্যাচারি।
একচোখা দজ্জালের মতো করছে জুলুম অবিরত
ন্যায় অন্যায় ভুলে গিয়ে
পাকহানাদারের মতো তারা উঠিছে মেতে মরণ তান্ডবে
ওই যে নারী গগণবিদারী আর্তনাদ তার
ধর্ষণের জ্বালা সহিতে না পেরে
দেশের অর্থ করিতেছে তারা লুট
তা করছে পাচার দেশের বাহিরে
গণতন্ত্রখেকোরা কুক্ষিগত করেছে
গণমানুষের ভোট —তাদের পাপের সীমা নাহিরে।
পিতার মাথায় মৃত্যুর পরোয়ানা
সন্তানের চোখে তাই নিদ যেন আসেনা।
ক্রসফায়ারে মরছে মানুষ খুনগুম তো নিত্য
নিরাপত্তহীনতায় ঝুলে আছে গণমানুষেরচিত্ত।
বজ্রনিনাদে জুলুমের প্রতিবাদে আকাশ কাঁপে থরোথর
বৃষ্টি যেন অশ্রু হয়ে সৃজিতেছে শোকের প্রহর।

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক।

৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪১

পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কারো ভালো লাগলো না ।২য়টি আমার পছন্দের কবিতা ।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: উপযুক্ত হয়েছে ঐ রাজাকার যায়। চমৎকার লেখনী।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ঐ রাজাকার যায় কোরাস হলে দারুন হবে। মানুষের আত্নউপলব্ধি হওয়ার ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করতে পারে। একটা মানুষের কি করা উচিত আর সে করছে কি। দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে নাতো? তাহলে তো সে রাজাকার। #:-S

৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রার্থনা ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.