নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল- ২০১৮

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫



অবশেষে বিশ্বকাপ ফুটবল- ২০১৮
মাঠে গড়ালো , রাশিয়ার মস্কো থেকে
সারা পৃথিবীতে সুবাস ছড়ালো।

কোন দল পাবে কাপ কোন দল পারবে না
এই নিয়ে আপাতত আলোচনা জল্পনা-কল্পনা।
ফুটবল বোদ্ধারা আগ বাড়িয়ে কিছু বলবেনা
প্রথম রাউন্ড হলে শেষ তারাও থেমে থাকবেনা।


কোন জন সেরা মেসি , রোনাল্ডো না নেইমার
এই নিয়ে বিতর্কের কোন শেষ নেই আর।


শক্তির বিচারে ব্রাজিলই সেরা
জার্মানি তার কাছাকাছি আছে
ভালো নেই আর্জেন্টিনা মানের বিচারে।


ম্যারাডোনা বলেছেন আর্জেন্টিনা হারবে
প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচে
পেলের বিচারে নেইমার বিশ্বসেরা
আর সবে আছে তার পাছে।


আমি বলি সালাহ কিন্তু খেলছেন দারুন
মিশরও খেলবে তাই অসাধারণ।


সব কিছু ছাপিয়ে সবার উপরে বিশ্বকাপ ফুটবল
- যেই দলই নেক কাপ
গ্রেটেস্ট শো অন আর্থ নেই তার কোন তুল।


টান টান উত্তেজনা
ফুটবল জ্বরে কাঁপছে সারাবিশ্ব-
আফিস আদালতে আড্ডার টেবিলে
বিশ্বকাপ ফুটবল ছাড়া আলোচনা নিঃস্ব।



ছবি নেট

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৫২

অর্থনীতিবিদ বলেছেন: অসাধারণ কবিতা। ছবি যেন কথা বলে। ছন্দ আর ছবির সুন্দর সমন্বয়।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: রাশিয়া ৫-সৌদি আরব ০ । রাশিয়ার দারুন চমক । দারুন সূচনা বলা চলে।তবে তাদের দৌড় সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল।আপনি কি বলেন ?

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কোন দল সমর্থন করেন ?

২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:০০

অর্ক বলেছেন: বেশ লাগলো পোস্টটি। শুভেচ্ছা কবিবর।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা এবার মিশরে খেলাও দেখবো। অনেক আগে খুব সম্ভবত ৯০ তে। হলান্ড আর মিশরের খেলা ড্র হয়েছিল। হলান্ড এ খেলতো বাস্তেন , গুলিত, রাইকার্ড প্রমুখ সেরা খেলোয়াড় ।হল্যান্ডের সর্বকালের সেরা দল হবে সেটি।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কোন দল সমর্থন করেন ?

৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:০৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: পড়ে ভালো লাগলো।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।খেলা দেখলে আরো ভালো লাগবে ।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কোন দল সমর্থন করেন ?

৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই, বিশ্বকাপের এই মূহুর্তে একেবারে মানানসই কবিতা।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এখন সময় বিশ্বকাপ ফুটবলের।না দেখলে ব্যাকডেটেড বলবে যে । ;)

৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৩২

আবু তালেব শেখ বলেছেন: মোঃ সালাহ্ হইতো প্রথম ম্যাচ খেলতে পারবে না।,,,,,,,, তবে আর্জেন্টিনার অবস্হা ছেড়েদে মা কেদে বাচি,,,,,

ব্রাজিল ফেবারিট

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সেজন্য শাস্তি স্বরূপ স্পেনকে কবিতায় রাখিনি।কারন মাদ্রিদ তারকা রামোস ফাউল করে ওমনটি করেছে। X(

৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


কবির নতুন এলাকায় আগমন

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা নয়। আগেও লিখেছি। আপনি ব্লগে আসার আগে। গতবিশ্বকাপের সময় লিখেছি। কবিগুরুর ১৮প্রতিভার বিপরীতে আমার ২২ ।সময় বলে দিবে কে জেতে? ;)

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী কোন দলের সমর্থক?

৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: চেতনায় ব্রাজিল, সমর্থনে জার্মানি।

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: গুড এবার আর জার্মানি পারবে না ব্রাজিলের সঙ্গে। একেতো রাশিয়ায় খেলা। তারপর ব্রাজিল দারুন শক্তিশালি দল ।

৮| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:১৫

অর্থনীতিবিদ বলেছেন: আমি আসলে পুরো ফুটবল খেলাটাকেই ভালোবাসি। বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই। সৌদি আর রাশিয়ার খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এভাবে উপভোগ করবো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল আর অন্যান্য দেশের খেলাও।

১৫ ই জুন, ২০১৮ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: পর্তুগাল আর্জেন্টিনার চেয়ে ভালো করবে। অবশ্য আমার মতো বিশেষজ্ঞরা প্রথম রাউন্ড শেষের আগে কিছু বলবে না । ব্রাজিল এক নম্বর দল ।বিশ্বকাপ ফুটবল আয়োজন কত স্মৃুতি আছে? ব্রাজিল তো প্রিয়তমার মতই আনন্দ দিয়েছে আবার দুঃখও কম দেয়নি। ১৯৯০ এ মেরাডোনার আর্জেন্টিনা আর কারেকারমুলারের ব্রাজিলে ২য় রাউন্ডের খেলায় ব্রাজিল হেরে গিয়েছিলো। অথচ ভাগ্য ভালো থাকেলে ব্রাজিল এক ডজন গোল দিতো।এত ভালো খেলেছিল্ । যা দুঃখ পেয়েিলাম ।সারারাত ঘুমোইনি । তখন স্কুলে পড়তাম ।

৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:২৪

অর্থনীতিবিদ বলেছেন: রাশিয়ার ব্যাপারে আপনার বক্তব্যকেই সমর্থন করবো। স্বাগতিক দল হিসেবে তাদের থাকবে আলাদা কিছু সুবিধা। কিন্তু তাদের সামর্থ্য সীমাবদ্ধ। দুর্বল সৌদির বিরুদ্ধে তাদের এই বড় জয় দেশের মানুষকে অনেক বিনোদন দিলেও বড় দলগুলোর বিপক্ষে তাদের হোঁচট খেয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র। তবে যাই হোক, তাদের পরাজয় যেখানেই হোক, জয় হবে ফুটবলের।

১৫ ই জুন, ২০১৮ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই আসল কথা জয় হবে ফুটবলের ।দারুন ম্যানলি গেম ।দারুন ভালো লাগে ফুটবল খেলা ।

১০| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৭

সিগন্যাস বলেছেন: তা আপনি কোন দেশের সাপোর্টার? =p~

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার।

এছাড়াও জার্মানি, পর্তুগাল,মিশর,উরুগুয়ের দিকে নজর রাখবো।

১১| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১০

কাইকর বলেছেন: বাহ.........সুন্দর লিখেছেন

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য নিরন্তর শুভকামনা ।

১২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমি শুধু ভাবি এত সুন্দর করে লিখেন কিভাবে !!

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো লিখি না । সবই তার কৃপা। আমার কাছে যেন আসে কবিতা ভালোবসার ডালি নিয়ে ।

১৩| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জাহিদ অনিক বলেছেন:

বিশ্ব কাঁপে বিশ্বকাপে।

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলছেন। ঈদের রাতে বিশ্ব কাঁপে বিশ্বকাপে।

১৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিতে ও বর্ণনায় দারুণ বলেছেন।

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ব্রাজিল টিমের জন্য।

১৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

অর্ক বলেছেন: সেভাবে আমার কোনও সমর্থন নেই। আমি ক্রীড়া নৈপুণ্যের ঘোর সমর্থক। তবে আর্জেন্টিনা’র জন্য বিশেষ শুভকামনা।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ূন ফরীদি আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন । তাদের সর্বোচ্চ দৌড় এবার কোয়ার্টার ফাইনাল ।

১৬| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৬

সৈয়দ তাজুল বলেছেন: কবিতারে ভাইঙ্গা কাইটা যা করলেন! :-B

লন, ঈদের শুভেচ্ছা লন প্রিয় কবি,


পরিবারের সবাইকে নিয়ে ভালভাবেই ঈদ কাটান; এটাই কামনা।

১৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সালাহ বিহীন মিশর হেরে গেল উরুগুয়ের কাছে ৮৯ নব্বই মিনিটের গোলে। সালহর চ্যালেঞ্জ কঠিন হয়ে গেল। স্পেন যাতে প্রথম রাউন্ডে বাদ পড়ে।

১৭| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:১১

সৈয়দ তাজুল বলেছেন: এমনটা কেন?

স্পেন বাদ পড়বে কেন?
সালাহ তো এমনিতেই বার্সা আসবে।

১৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: রামোসের ফাউলের কারণে সালাহ খেলতে পারলো না । একটা ম্যাচ কম পারফর্ম করলো ।উরুগুয়েকে তাহলে হয়তো হারাতে পারতো ।

১৮| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ করো না আর্জেন্টিনা তোমরা
কবিতা পড়
২য় রাউন্ড ভাগ্যে নাই তোমোদের
সরিয় পরো ।

১৯| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫

জুন বলেছেন: মিশরের সাথে খেলায় সুয়ারেজের কান্ডটা দেখলেন? বল নিয়ে বারের দিকে মনে হলো হেটে হেটে আসছে X( আর আজকে বেচারা মেসির জন্য মায়া লাগছে। রোনালদোর কাছেও ইজ্জৎ থাকলোনা :(

১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: রোনাল্ডোর হ্যাট্রিকের বিপরীতে চুপসে পড়া মেসি। এবার সেরা খেলোয়াড় হবে নেইমার। নেইমারের উত্থান দেখিবে বিশ্ব। মেসি বার্সা তারকা নেইমার ব্রাজিল তারকা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.