নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ধূলিকণা সমগ্র

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১



১।
একটি গোলাপ একটি কলি
মুখে তার ভালোবাসার বুলি
আসে না আর কাছে
তার মনে
এখনো ভালোবাসা কি অবশিষ্ট আছে
বুঝবো কেমনে?

২।
মুখের থুতু
পড়ে গেছে ধূলোয়
ধূলোর থুথু মুখে নেবার
কারো সাধ্যে কি আর হয় ?

৩।

ভালোবাসার মানুষ ঘিরে
হয়েছে শত্রুতা—
আর তো কিছু নয়
মানুষটা পর হয়ে গেলে
শত্রুতা কি তবু অবশিষ্ট রয়?

৪।
হাজার পাখির ভীড়ে
একটি পাখি নিয়েছিলো ঠাঁই
ভালোবাসার নীড়ে;
পাখির পাখা মস্ত বড়ো
ভেবে ভেবে
সংশয়ে মন জড়োসড়ো
আসবে কি আর ফিরে—ছোট্ট পাখির নীড়ে?
শত শত অট্টালিকা
যারে খুঁজে ফিরে।

ছোট্ট পাখির নীড়—ভীষণ রকম অধীর
সে আসবে কি আর ফিরে?
ছোট্ট পাখির নীড়ে।



৫।

পথের ধূলো পথেই পড়ে রয়
রাজপ্রাসাদে বসত গড়ে
তার কী আর সাধ্যে কূলোয়?


৬।

দশ বছর মসনদে বসে
অস্তিত্ব যার চরম সংকটে
আগামীর পাঁচ বছরে— থাকলে মসনদে
সংকট হয়তো যাবে বেড়ে।


৭।
কার উপর করছো ভরসা?
শক্তভূমি নাকি কলার খোসা?
চোরাবালির উপর গড়লে বসত
যাবে অতল তলে ডুবে?
অস্তিত্ব থাকবে না আর—তোমার,
যাচাই করো আগে পিছে।

কে তোমার করবে ভালো
আধাঁর রাতে বিলোবে আলো

ফাঁদে দিয়েছো পা—কতজনের কথা শুনলে
কার কথা শুনলে না!!!
স্বার্থপর পৃথিবীতে—সবাই বন্ধু নয়
বন্ধুর কথা না শুনলে—জীবন বিভীষিকা ময়।

ব্যস্ততার ছলনায় রাখবে বেঁধে
সত্য থেকে অনেক দূরে।
ফন্দিবাজের ফন্দি থেকে মুক্তি তোমার মিলবে না।

নিজের উপর করো বড়াই
ভেঙে ফেলো আস্ত কড়াই

ভালোবাসা মিলবে না!
সত্যের দেখা মিলবে না।












মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, বরাবরের মতোই অসাধারণ !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




প্রথম চারটি ভালো লেগেছে ।
ভালোবাসা অবশিষ্ট আছে কিনা বোঝার কোনও উপায় নেই । প্রায় সব ভালোবাসাই কৃত্রিম ।
মুখের থুথু একবার ফেলে দিলে ফেরানো হয়না তাকে আর !

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

নজসু বলেছেন: ছন্দ মিলে এতো দামী দামী কথা বলেন ভাবাই যায়না।
প্রত্যেকটা কথা খুবই অর্থবহ।
প্রতিটি জিজ্ঞাসা এক একটি বিশালকায় সত্যির মুখোমুখি।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন। কবিতা চর্চায় উৎসাহিত করার মতো কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আরোগ্য বলেছেন: স্বার্থপর পৃথিবীতে সবাই বন্ধু নয়,
বন্ধুর কথা শুনলে জীবনের বিভীষিকাময়।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা। কেমন কমেন্ট ।

সব বন্ধু মন্দ নয়!!!

যারা বিভীষিকাময় তারা বন্ধু নয়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

জসীম অসীম বলেছেন: সেলিম আনোয়ার ভাই, লেখা তো চমৎকার। কিন্তু মনে হলো কাব্যরস অতিক্রম করে নান্দনিক ও দার্শনিক বাণীই যেন উপলব্ধি করলাম। নাকি এটা আমার উপলব্ধিরই সীমাবদ্ধতা!

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট নিসন্দেহে। আমি ভাই অত ভাল লিখতে পারি। কোন একদিন হয়তো লিখে ফেলবো।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

ওমেরা বলেছেন: ভালবাসা কখনো শেষ হয় না । কবিতা গুলো ভাল লাগল ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভালো লাগা।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সনেট কবি বলেছেন: কবিতার বাঁকে বাঁকে মুগ্ধতা খেলা করে।সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসা কি এখনো বেঁচে আছে!!!
কবিতার প্রতিটি চরণে বয়ে গিয়েছে মুগ্ধতা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি!!

অনুপ্রাণিত হবার মতো কমেন্ট।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কথা ও কাব্যে ধুলিকনায় মুগ্ধতা ।

শুভকামনা কবিভাইকে।


৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট পদাতিক চৌধুরি। কমেন্টে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।


১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:
নাম্বারগুলো কি রাজপথের ব্যারিকেড!? ;)

আলোয় ভেসে উঠুক প্রতি মুহূর্ত ; এটাই কামনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: পাঠকের মনে যা ভাবনা। কবিতা তার চেয়ে কোন অংশে কম না ।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ ! অনেকগুলি চমৎকার কবিতা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: বাহ্... ধূলিকণাও সুন্দর। +।

চুরাবালি না লিখে চোরাবালি হলে কেমন হবে?

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালই হবে। ভাল করে দিলাম ।

কমেন্টে ধন্যবাদ সুমন কর।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

জুন বলেছেন: এক থেকে পাঁঁচ অনাবদ্য সেলিম আনোয়ার ।
প্রিয় এবং প্লাস
+

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি দারুন ভালো লাগলো আপনার কমেন্ট। আমার অং বং কবিতা।।।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

আখেনাটেন বলেছেন: আপনি সত্যিই অনেক ভালো ল্যাখেন সেলিম ভাই।

কিছু কিছু স্তবক তো মনে রাখার মতো। চমৎকার।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি সত্যি বলছেন। আমার গানের পাখি অসাম।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.