নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভেবে নিতে পারো একটা হীরক খণ্ড!!!!

২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০০



ভেবো না মাকড়সার জাল
ভেবো না ভেঙে যাওয়া কোন দেয়াল
ভেবে নিতে পারো একটা হীরক খণ্ড
যা ভাঙার সাধ্য নেই যে কার ও।

এতোটাই দৃঢ় — এতো প্রগাঢ়
সবার চোখে ধুলো দিয়ে
শাশ্বত সুন্দর এই প্রেম যে কালোত্তীর্ণ
আমাদের এই অটুট বন্ধন
যাবে না যে কখনো টুটে, প্রিয়তমা অনুপমা।
গ্রীষ্মের দাবদাহ শেষে স্বস্তির বৃষ্টির মতো
তোমার সান্নিধ্য— এনে দিবে স্বর্গের প্রশান্তি
আমরা দু'জনে করবো সৃষ্টি— ভালোবাসা বৃষ্টি
স্বার্থপর এই পৃথিবীর বুকে,
আমরা দুজনে ভাসবো প্রেমের সরোবরে
যেন ভেসে থাকা একজোড়া বালিহাঁস কল্লীর বিলে
আমরা যেন কপোত কপোতি আপন খেয়ালে
আমরা যে দৃঢ় প্রতীজ্ঞ— অগাধ বিশ্বাসে।
এই প্রেম নয় যে মাথা নোয়াবার
এই প্রেম বিশ্বমানবতা বুকে লয়ে
জীবন নদীর নিশ্চিত খেয়া পাড় ।
ভালোবাসি তোমারে আমি প্রাণের চেয়েও ঢের বেশি
ততটুকু ভালোবাসাই তোমার কাছে চাই
তুমি —আমি ভালোবেসে মরণেও নেই কোন সংশয়।



ছবি : নেট থেকে ।



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭

সামছুল আলম কচি বলেছেন: বিপদজনক ভালো লেখা!! ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের কথা।
বাস্তব জীবনের সাথে কবিতার কোনো মিল থাকে না।

''ইতরের দেশ'' নামে একটা কবিতা আছে, পড়েছেন?

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
তবে অনুপমা ক্যান
নিরুপমা হবে

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ কবি।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: পুনরায় কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.