নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

হে কবি বিনম্র শ্রদ্ধা ( প্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে)

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩







হে কবি,

সেই বাইশে শ্রাবণ আজ—
এই দিনেই তোমার মহাপ্রয়াণ—
নশ্বর ধরাধামে আজও যে অবিনশ্বর হয়ে আছে
যে দিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে হয়ে;
তবু রেখে গেলে পদচিহ্ন তুমি...

মন্তব্য২০ টি রেটিং+৩

বৃষ্টির পরশ মেখে দুঃখ ভুলে যায়

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৫০

যেন শ্রাবণ মেঘেদের প্রচন্ড ঝগড়া শেষে
তবেই রহমতের বৃষ্টি এলো নিষ্পাপ হাসি হেসে
রিম ঝিম সঙ্গীতে সতেজ প্রকৃতি যেন নাচে
বৈরী আবহাওয়া শেষেই যেন এই শুভ পরিণতি
— মিলনমন্ত্র গানে।

এমন মহেন্দ্রক্ষণে অভিমান ভেঙে...

মন্তব্য১১ টি রেটিং+১

তোমার কবিতা পড়ার প্রহর বুঝি এসেছে আজ তবে!!!!

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:০৭



অতঃপর তোমার কবিতা পড়ার প্রহর বুঝি এসেছে আজ তবে।
সারারাত তাই জেগে আছো আজি—প্রেমের প্রগাঢ় অনুভবে।

হয়তো ভাবছো বসে আনমনে শুধুই আমার কথা—
কী লিখিলাম আজ? কিছু কী লিখিলাম গোপন...

মন্তব্য১৪ টি রেটিং+২

প্রিয়তমা,

০৩ রা আগস্ট, ২০২১ রাত ২:০১



প্রিয়তমা,
গতকাল ঘুম ভেঙেছে মোর টিয়ে পাখির ডাকে
আজ সকালে ভাঙলো ঘুম কোকিলের কুহু কুহু গানে
বারান্দায় গিয়ে দেখি তাদের অনেক কৌতূহলে
কড়ই গাছের আড়াল থেকে তন্ব তন্ব করে
খোঁজে বের...

মন্তব্য১০ টি রেটিং+০

বৃষ্টি পড়ে!!!!

০২ রা আগস্ট, ২০২১ রাত ১২:৫৬



বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে— শ্রাবণ বেলার কাব্য করে
রিম ঝিম ঝিম সুর বাজে দুঃখরা তাই ঝরে পড়ে।
পাথর চাপা কান্না গুলো তেমন করেই বুকটা যেন হাল্কা করে।
দুঃখহীন ক্ষণ এনে দেয় তোমার...

মন্তব্য১৪ টি রেটিং+৩

অর্ধ- বৎসর পূর্তিতে আমাদের কনিষ্ঠ পুত্র মুয়াজের মুখে ভাত অনুষ্ঠানে শুভকামনা

৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯



দেখিতে দেখিতে অর্ধ বৎসর
হয়ে গেলো যে পার,
সুপ্রিয় সূর্য পুত্র আমার,
ঘর আলোকিত করে রাখে
যেমন করে ভোরের সূর্য
দূর করে দেয় তিমির রাতের আঁধার;
তাই আদর করে...

মন্তব্য৪৭ টি রেটিং+৯

এটা তো আর নতুন কিছু নয় !!!!

২৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৪০



এবার বোধ হয় হবে প্লাবন—
অঘোর বর্ষণে যে, কাঁদছে শ্রাবণ
শ্রাবণ রানির অবহেলাই
শ্রাবণ রাজার মনোব্যথার— আসল কারণ।

থেকে থেকে শব্দ করেই কেঁদে ওঠে
বজ্র নিনাদে— আকাশটা যে তাই কেঁপে ওঠে
স্বার্থান্বেষী মহলের স্বার্থের কাছে...

মন্তব্য১৪ টি রেটিং+২

বৈরী আবহাওয়ায় কা রে গা মা

২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৮



এলোমেলো দমকা হাওয়া,
ঝড়ো হাওয়া— বহিছে আজি
সেই সোবহেসাদিক থেকে।

তারও কী হয়নি তবে পাওয়া
কাঙিক্ষত কোন মন—আমার মত করে
কথা দিয়েও রাখেনি বুঝি সে তোমার মত করে
তাই যেন দেশ জুড়ে এই...

মন্তব্য১২ টি রেটিং+২

নাইবা হলাম..

২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩



আমি নাইবা হলাম প্রিয়ো তোমার
নাইবা হলাম— হৃদয় কাড়া মুখ,
এটুকু ভেবো রযেছি তোমারই সাথে
তোমার চলার সেই আয়োজনেরই মাঝে ভালোবেসে উন্মুখ;
যেন কতো অনন্ত যুগ।

ওগো তুমি কেন বলোনি?
বলোনি হতে পারবো...

মন্তব্য১৬ টি রেটিং+৩

কার সনে কহো কথা ...

২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:২৯



কার সনে কহো কথা শুনি?
কীসের এত ব্যস্ততা প্রতিদিনে,
তোমার? কঠোর এই লক ডাউনে
সবারই তো গৃহবন্দী দশা।

কী করো সারারাত জেগে থেকে একা?
কেন এতো নিরবতা?
শ্রাবণ মেঘের এই ক্ষণে ।

অসীম...

মন্তব্য১২ টি রেটিং+০

ভালোবাসা অথবা বন্দনা

২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:২৭



কী করিবো আমি তোমায় ওগো বুঝিনা বুঝিনা
বাসিবো ভালো নাকী করিবো তব বন্দনা
এভাবেই সুদীর্ঘকাল যে কেটে গেলো
ভেবে ভেবে রাত জেগে জেগে অনন্ত সাধনা
তোমার প্রেমের মন্ত্রযপে গুণকীর্তনে।

সাধনায় সিদ্ধি...

মন্তব্য২০ টি রেটিং+৪

নীরবতার মাঝেই তবে !!!!

২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৭



নীরবতার মাঝেই তবে সরব হোক আশার বাণী
প্রকাশ্য দিবালোকের মত যেন অবিরত বিজলীর ঝলকানি হয়ে
খুশির ঝিলিক লাগে সকল প্রাণে।
বাঁচার মতই বাঁচুক তবে করেনার রোষানলে পড়ে মৃতপ্রায়
জীবন মোদের— বিশ্ব মানবতা...

মন্তব্য১৯ টি রেটিং+৫

…হিংসা বিদ্বেষ ভুলে —এখনই সময়

২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৩



মোদের এই ঈদ আনন্দ উৎসব
ক্রমাগত নিস্তেজ চেতনায় যেন সতেজতা আনে
বিশ্বমানবতার ধ্বজা ধরে
মানবের জয়যাত্রার পথ যেন সুগম করে।

করোনা বিভীষিকায় মনোবল ভেঙে
মুখ থুবড়ে যাতে না পড়ে মনুষ্য পৃথিবী
মানুষ যেন...

মন্তব্য২১ টি রেটিং+৫

ঈদ মোবারক মিলন মন্ত্রগানে !!!!

২৩ শে জুলাই, ২০২১ রাত ২:০৫



ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েই তবে
আমরা সবাই যাবো যে ছুটে ঈদ গাহে।
ব্যবধান রাখবো না আর মানুষে মানুষে
আমরা সবাই ফিরবো বাড়ি নামায শেষে,
অন্য পথে । আমরা সবাই দেবো কুরবানী
মনের বনের...

মন্তব্য১০ টি রেটিং+২

সুপ্রিয়ো ফুল ওগো প্রেমের মাঝে থাকে বাড়াবাড়ি

১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৫




সুপ্রিয় ফুল ওগো

সুপ্রিয় ফুল ওগো সুবাস ছড়াও তুমি
সুবাসে মৌ মৌ করে ওঠুক সারা গাঁ
কেউ যেন বাদ পড়ে না— তাতে
অযোগ্যতার মিথ্যে অজুহাতে ।

ফুলের ঘ্রাণে সবার যেমন আছে অধিকার
তেমিনি করে...

মন্তব্য২৬ টি রেটিং+৯

১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩>> ›

full version

©somewhere in net ltd.