নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ভাবনা

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯



১। আত্মা এমন এক জিনিষ যার স্হানান্তর প্রকিয়া সম্পূর্ণ হলে তার সর্বশেষ অবস্হান কি হবে সে সম্পর্কে মানুষ বৈজ্ঞানিকভাবে পুরাপুরি জ্ঞাত নয়। যদিও এ সম্পর্কে কিছু দার্শনিক, তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক মতবাদ আছে যা মানা এবং বুঝার জন্য যথেষ্ট নয়। তবে আত্মার স্হানান্তর মতবাদ বিশ্বাসের ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে ধর্মীর মতবাদ সবচেয়ে এগিয়ে আছে।

২। বিভিন্ন ঈশ্বরের আনুগত্যের চেয়ে সর্ব শক্তিমান এক ঈশ্বরের আনুগত্য করা অধিক শ্রেয়। এতে আত্মার ভিতরে একজনের (এক ঈশ্বরের) সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। আত্মার ভিতর একাধিক ঈশ্বরের বসবাসের স্হান বানালে আত্মা/অন্তর/রুহ/প্রাণ অস্বস্তিতে থাকে। সেক্ষেত্রে সর্বজন ঈশ্বরের সঠিক আনুগত্যের মাপকাঠি নিয়ে আত্মা দ্বিধাদ্বন্দে ভোগে।

৩। কিছু মানুষের জীবন একটা বৃত্তাকার চক্রে আবদ্ধ হয়ে যায়। এই চক্র থেকে বের হওয়ার জন্য সে যতই চেষ্টা করুক না কেন বেলা শেষে সে নিজেকে একই চক্রে দেখতে পায়।

৪। নিয়তির বিশ্বাস আপনার বর্তমান সামাজিক এবং আর্থিক অবস্হার উপর নির্ভর করবে। আপনার অবস্হান যত উঁচু হবে নিয়তির বিশ্বাসের মানদন্ড তত কমতে থাকবে। আর যত নিচু হবে বিশ্বাসের মান দন্ড তত বাড়তে থাকবে।

৫। মজলুম যখন নির্যাতিত হয় তখন সৃষ্টিকর্তা অপেক্ষা করেন কোন প্রতিবাদী শক্তি (ইহসান) এগিয়ে আসেন কিনা, যদি এগিয়ে আসেন তাহলে তার বিণিময়ে অনেক কল্যাণ দান করেন আর যদি না আসেন এবং খোদা নিজে যদি জুলুমবাজ ধ্বংস করেন তাহলে এর বিণিময়ে জাতিকে অনেক কষ্ট সহ্য করতে হয়

(ব্যক্তিগত ধারণা)।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ছি

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

২| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুব সুন্দর লিখেছেন।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৩| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিতেও মুগ্ধ হলাম। অনেকে ভাল লেগেছে।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, এটা ২০১৫ সালে তোলা।

আপনার সনেট লেখা থেমে গেছে কেন? কোন সমস্যা হয়েছে নাকি?

৪| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লিখিতো সনেট, সেটাতো ভাব ছাড়া হয় না। এদিকে মেয়ের একটা সম্মন্ধ এসেছে সেটা নিয়েও ভাবতে হচ্ছে। আর দুঃখ একটাই আর তা’হলো কাল্পনিক ভালবাসার পছন্দ হয়মতো কবিতা যেন লিখতেই পারছি না। বেচারা এখনো আমার কোন কবিতায় মন্তব্য করেনি। বড়ই হতাশ অবস্থায় আছি। ভাবছি লেখালেখিই ছেড়ে দেব কিনা। নতুবা একটা লোকের একটা পছন্দের কাজেতো এত সময় লাগার কথা নয়। আমাকে দিয়ে কিচ্ছু হবে না।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামু ব্লগে শুধু কা.ভা ভাইয়া একমাত্র পাঠক নয় আরো পাঠক আছেন। তারা আপনার লেখাপড়ে এবং
মন্তব্য করে।
আবার অনেকে সমালোচনা করে! এই সসমালোচনার জন্য হয়ত আপনি কিছুটা ভড়কে গেছেন।
আপনার বিরুদ্ধে সাধারণত তিন ধরণের অভিযোগ পাওয়া যায়:
১। মাল্টি
২। আপনার ইসলামী লেখার আকিদা।
৩। আপনার পোষ্ট প্রায় সবগুলো আলোচিত পাতায় যায়।

এখন,
১। মাল্টি স্বাভাবিক অবস্হায় বৈধ।
২। আপনি যখন কোন ইসলামী লেখা লিখবেন তখন ব্রাকেটে লিখে দিবেন এটা আমার মতামত; ফতোয়া নয়।
৩। এটা সামুর দেখার কথা। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। কারো কিছু বলার থাকে তাহলে সামুকে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হলো।

*** আপনি যেহেতু ভড়কে আছেন সেহেতু ব্লগার কাল্পনিক ভালাবাসা ভাই আপনাকে অভয় দিবেন-
আশা করা যায়।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১

স্বতু সাঁই বলেছেন: এখন শুধুই পড়লাম। মন্তব্যের লিস্টে নিলাম। পরে উত্তক করবো।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আশাকরি সু-চিন্তিত মতামত দিবেন।

৬| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার ভাবনা গুলো ভাল লাগল।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

শুভ কামনা জানবেন।

৭| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: আপনার ব্যক্তিগত ধারণা খারাপ লাগেনি।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৮| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্বাসে মুক্তি মেলে, তর্কে বহুদূর। আমাদের এই পৃথিবী নিয়ে কিছু সময় নিয়ে ভাবলেই বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে যায়...

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন,

যেখানে কোন কিছু প্রমাণ করা যায়না সেখানে বিশ্বাস করাটাই অধিক যুক্তিযুক্ত। অবিশ্বাসের ফলে যদি ট্রেন একবার মিসড হয়ে যায় তাহলে আর লাইনে উঠা সম্ভব না।

ধন্যবাদ।

১০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: আপনার ভাবনাকে আমি সম্মান করি।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিও ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা করি।।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: thanks

১২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


"৩। কিছু মানুষের জীবন একটা বৃত্তাকার চক্রে আবদ্ধ হয়ে যায়। এই চক্র থেকে বের হওয়ার জন্য সে যতই চেষ্টা করুক না কেন বেলা শেষে সে নিজেকে একই চক্রে দেখতে পায়। "

-আপনার পর্যবেক্ষণে "মানুষ" বলতে কি বাংলাদেশীদের বুঝায়েছেন? এমন কি বাংলাদেশীদের বেলায়ও এ ধারণা ভুল হওয়ার সম্ভাবনা; পশ্চিমে কোন মানজুষ চেস্টা করলে সে যেকোন প্রকার সমস্যা থেকে বের হতে পারে, সমাজ তাকে সাহায্য করবেই করবে।

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে কিছু মানুষ বলা আছে, সেটা বাংলাদেশ হউক আর ইউরোপ হউক অথবা পাকি বা রেন্ডিয়া।

১৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


"১। আত্মা এমন এক জিনিষ যার স্হানান্তর প্রকিয়া সম্পূর্ণ হলে তার সর্বশেষ অবসস্হান কি হবে সে সম্পর্কে মানুষ বৈজ্ঞানিকভাবে পুরাপুরি জ্ঞাত নয়। "

-বিজ্ঞান লজিক্যাল ব্যাখ্যা দিয়েছে।

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রমাণ ছাড়া লজিক্যাল তত্ত্ব সন্দেহ সৃষ্টি করে।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

স্বতু সাঁই বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে একটি একটি করে দিতে হবে। তবে আপনার প্রতিটি প্রশ্ন পরিস্কার নয়, সে ক্ষেত্রে আবার জিজ্ঞাসা আছে। যেমন,

১। আত্মা এমন এক জিনিষ

আত্মাকে জিনিষ উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? জিনিষ বলতে আমরা কোন বস্তুকে বুঝে থাকি। বস্তুর ভর ও ওজন থাকতে হবে নিশ্চিত ভাবে। তাহলে আত্মার ভর ও ওজন কি? সেটা নিশ্চয় আপনার জানা আছে। সেটা জানার প্রয়োজন আছে।

যার স্হানান্তর প্রকিয়া সম্পূর্ণ হলে তার সর্বশেষ অবসস্হান কি হবে সে সম্পর্কে মানুষ বৈজ্ঞানিকভাবে পুরাপুরি জ্ঞাত নয়। যদিও এ সম্পর্কে কিছু দার্শনিক, তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক মতবাদ আছে যা মানা এবং বুঝার জন্য যথেষ্ট নয়। তবে আত্মার স্হানান্তর মতবাদ বিশ্বাসের ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে ধর্মীর মতবাদ সবচেয়ে এগিয়ে আছে।

আপনার ১নং প্রশ্নের এই অংশে বোঝা গেলো আপনি আত্মার স্থানান্তর সম্পর্কে একটি বিশ্বাসে আটকা পড়ে আছেন, যা হলো ধর্ম বিশ্বাস। এক্ষেত্রে আমার একটি কথা আছে, কোন কিছু অনুসন্ধান করতে গেলে একটি বিশ্বাসের উপর আঁটকা পড়ে গেলে অনুসন্ধান নিরপেক্ষ হয় না। তাই যেহেতু, বৈজ্ঞানিক, দার্শনিক, তাত্ত্বিক দর্শন আপনার কাছে গ্রহণ যোগ্য নয় সেহেতু আপনার জানা ধর্মীয় দর্শনে আত্মার স্থানান্তর সম্পর্কে যা জানেন তা ব্যক্ত করলে আলোচনার সুবিধা হবে। আশাকরি আপনি আপনার ধর্মীয় দর্শনে আত্মার স্থানান্তর সম্পর্কে জানাবেন।

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রচলিত অর্থে আত্মা বলতে আমারা বাতাস কে বুঝি। আবার কোন কোন ক্ষেতে আমারা আত্মা কে শক্তি হিসেবে জানি, যেমন: প্রাণ শক্তি। আবার অনেকে 'সত্ত্বা' বলে থাকেন।


অন্যান্য মতবাদ যেহেতু নিদিষ্ট প্রমাণ সাপেক্ষে কিছু বলতে পারছেনা তাই ধর্মীয় মতবাদে বিশ্বাস বা প্রভাবিত হওয়া স্বাভাবিক।

১৫| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৮

স্বতু সাঁই বলেছেন: আত্মা যদি শক্তি হয়, দেহ হতো অবিনশ্বর। মানুষ হতো মৃত্যুঞ্জয়ী। কারণ আত্মার শক্তিতেই দেহ চলতো অনন্তকাল। মানুষের আহার নিদ্রার কোন প্রয়োজন পরতো না। যেহেতু দেহের শক্তি মানুষকে খেতে হয় ঘুমাতে হয় সেহেতু আত্মার কোন শক্তি নেই, তা স্পষ্টই বোঝা যায়।

আত্মা এবং সত্তা দুটো ভিন্ন বিষয়। তাই সত্তা আত্মা নয়।

বিজ্ঞান বলে অক্সিজেন প্রবাহই আত্মা। এটা আপনার নিকট অগ্রহণযোগ্য। তাই আলোচনা কোন প্রয়োজন নেই।

এখন জানা বাকি থাকলো, ধর্মীয় দর্শনে আত্মার কি রূপ?

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি তিনটি প্রচলিত অর্থে আত্মা বলতে কি বুঝায় মন্তব্যে তা উল্লেখ করেছি। আপনি একটি খারিজ ক রে দিয়ে দুটি রেখেছেন।

এখন
বিজ্ঞান বলে অক্সিজেন প্রবাহই আত্মা। । যদি তাই হয় তাহলে মৃত মানুষ ভিতরে (বা মৃত্যুর পরে) এই অক্সিজেন প্রবাহ পুনরায় চালু করে দেহ সচল করা যায় না কেন? বা সচল করছেন না কেন?

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪২

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আত্মা যাই হোক, এটা যে দরকারি তা’তে কোন সন্দেহ নেই।

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বেঁচে থাকতে হলে আত্মার দরকার আছে।

১৭| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬

স্বতু সাঁই বলেছেন: যেটা খারিজ করেছি সেটার যৌক্তিক দিকও তুলে ধরেছি।

এখন বিজ্ঞানের ব্যাখ্যা বিজ্ঞানীরা বা বিজ্ঞানভক্তরা ভালভাবে দিতে পারবে।

কিন্তু আপনি শেষ ভরসার কথাটা বলছেন না কেন?

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিজ্ঞান যদি আত্মার পরিপূর্ণ ব্যাখ্য প্রমাণ সাপেক্ষে দিতে পারে, তাহলে সেটি যদি ধর্মীয় মতবাদের সাথে মিলে যায় অবশ্যই তা গ্রহণ করব, আর যদি ধর্মীয় মতবাদের সাথে না মিলে তাহলেও সেটি গ্রহন করব।

আলোচনায় অংশ গ্রহণ করায় ধন্যবাদ।

১৮| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৯

স্বতু সাঁই বলেছেন: দেহে তাপ উৎপন্ন হয় কিভাবে?

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেহে সাধারণত খাদ্য বিশেষ করে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য তাপ উৎপাদন করে।

সালোকসংশ্লেষ প্রক্রিয়াকালে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরুপে আবদ্ধ হয়। জীবকোষে শ্বসনের সময় স্থৈতিক শক্তি তাপ শক্তি বা গতিশক্তি রুপে মুক্ত হয়, জীবদেহের যাবতীয় বিপাক ক্রিয়া, যেমন : শ্বসন, রেচন,পুষ্টি ইত্যাদি এবং শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, যেমন-বৃদ্ধি, চলন-গমন, জনন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। সুতরাং প্রানধারনের জন্য প্রত্যেক জীবকেই খাদ্য গ্রহণ করতে হয়। তাই, খাদ্য খেলে/ গ্রহন করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরন হয়।
(ইউকিপিডিয়া)

এছাড়াও ডাক্তারি এবং পদার্থ বিজ্ঞানে আরো ভালভাবে লিখা থাকতে পারে।

১৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

স্বতু সাঁই বলেছেন: দেহে তাপ থাকে বলেই কি অক্সিজেন প্রবাহ দেহে সচল থাকে? কারণ মৃত্যুর পর দেহ তাপ হারিয়ে শীতল হয়ে যায় বিধায় অক্সিজেন প্রবাহ সচল হতে পারে না। উত্তাপহীন রক্ত জমাট অবস্থায় পরিণত হয়। রক্তের প্রবাহ ছাড়া অক্সিজেন কোন বাহনে চড়ে মস্তিস্কে যাবে? চতাই মৃত্যুর পরে অক্সিজেন প্রবাহিত করা মোটেও সম্ভব নয়।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগে দেহ থেকে ধম/বাতাস/অক্সিজেন যাই বলি না কেন বের হয় এবং তারপর শরীর তাপ হারায় তারপর অথবা দুটাই সমানুপাতিক হারে ঘটতে পারে। বা বিপরীত হতে পারে। সেটা নিয়ে আমার কোন কৌতূহল নেই। আমার বিষয় ছিল-
আত্মা এমন এক জিনিষ যার স্হানান্তর প্রকিয়া সম্পূর্ণ হলে তার সর্বশেষ অবস্হান কি হবে সে সম্পর্কে মানুষ বৈজ্ঞানিকভাবে পুরাপুরি জ্ঞাত নয়।

অথার্ৎ মৃত্যুর পরে আত্মার কি হয় সেটা ধর্মীয় মতবাদের বাহিরে বিজ্ঞানিক মতবাদ জানা। আর বিজ্ঞান অবশ্যই প্রমাণ ছাড়া কিছু গ্রহণ করে না।

২০| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

কল্লোল পথিক বলেছেন:


পড়লাম।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।।।

২১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৫০

ইঞ্জিন মাধব ও ঘাওড়া মজিদের যৌথ প্রযোজনা বলেছেন: আমি সেক্স, মাইয়ামানুষ, রেপ এইসবের ইঞ্জিনিয়ার। আমারে সংক্ষেপে ইঞ্জিন মাধব ডাকলে আমি খুশি থাহি । আমি নিশ্চিত, আমার ইঞ্জিনে চাদ্গাজি গু দেয়, তাই তার পিছনে আমি ঘাওড়া মজিদরে লেলায় দিসি , এইবার সে বুঝব মজা । বেকুবের লাহান ঘাওড়া মজিদরে দিয়া আমার আসল ইঞ্জিনে মানে আমার আসল ব্লগে দাগ ফালাইছিলাম মানে দুই একটা কমেন্ট দিসিলাম, পরে বুঝবার পাইরা মুছে ফালাইছি । আমি খুব সরল সোজা মানুষ । তাই আপ্নেগোরে এত সব কয়া দিলাম। ব্যাকআপ হিসাবে এই আইডিটা খুলি রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.