নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

হিজড়া আর ট্রান্সজেন্ডার এক বিষয় নয়। ইসলামে হিজড়াদের বেপারে স্পষ্ট ব্যাখ্যা- বিশ্লেষণ দেওয়া আছে।

২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

জম্মের সময় শারীরিক সমস্যা , যেমন ছেলেদের , মেয়েদের সেক্সচুয়াল অর্গান পুরাপুরি ডেভেলাপ না হলে অনেক সময় ইনভেস্টিগেশন করে বলতে হয় , ছেলে না মেয়ে , সাধারন ভাবে এদের কেই হিজড়া বলা হয়। আধুনিক চিকিৎসার যুগে জন্মের পর পর চিকিৎসা শুরু করা যায় , এবং উপযুক্ত ভাবে সনাক্ত করে জীবনযাপন করা যায়। এদের আরেকটা গ্রুপ আছে , তাদের সমস্যা প্রকাশ পায় বয়োসন্ধিকালে , আমরা তখন শুনি ছেলে থেকে মেয়ে অথবা মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে। এদের ও চিকিৎসা করে ভালো রাখা যায়।

সচেতনতা বাড়াতে হবে যাতে এধরণের রোগীরা জন্মের পর থেকেই চিকিৎসকের সাথে যোগাযোগ করে। বারডেম হাসপাতাল সেই প্রতিষ্ঠা কাল থেকেই এ চিকিৎসা দিয়ে আসছে। হরমোনের ডাক্তার হিসাবে এ ধরনের রোগীদের আমাদের চিকিৎসা করতে হয়। রোগীরা ভালো থাকে, সন্তুষ্ট থাকে, আমাদের ও ভালো লাগে। সরকারি ভাবে ও সামাজিক ভাবে এদের সাহায্য করা উচিৎ।

কিন্তু এমন কিছু মানুষ/রোগী আছে, যাদের শারিরীক কোনো সমস্যা নাই , কিন্তু মানুষিক ভাবে ছেলেরা নিজেদের মেয়ে ভাবে আর মেয়েরা নিজেদেরকে ছেলে ভাবে ( Gender dysphoria ) . They feel discomfort between gender at birth and gender identity, psychological sex is different. এটা অনেকটা , মানসিক সমস্যা।
তারা চাইলো , অপারেশন করে নিজেদের শরীর পরিবর্তন করলো এটাতো ভুল ইচ্ছা।
বছর খানেক আগে এক রোগীর উদাহরণ দিতে হয় ,যে মেয়ে হওয়ার জন্য অপারেশন করে এখন হতাশায় নিমজ্জিত।
আর তাদের মানসিক চিকিৎসা না করে তাদের ইচ্ছাটাকে প্রাধাণ্য দেয়া হয় , সেটাই বিরাট চিন্তার কারন।

বর্তমান সিনেমা, মিডিয়া এদের যেভাবে প্রমোট করে একারনে এখন এ রকম অনেক অসুস্থ মানসিকতার ছেলে মেয়ে দেখা যায়।
আমি চাই না আমাদের পরিবারে , পরিচিত , অপরিতজনের কোনো বাচ্চারা এসে দাবি করবে ,আমি ছেলে কিন্তু মেয়ে হতে চাই অথবা মেয়ে কিন্তু ছেলে হতে চাই। সাবধান। ভবিষ্যৎ অন্ধকার। এদের সমর্থণ দেয়ার কিছু নাই।

(বারডেম হাসপাতালের হরমোন বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধানের বক্তব্য)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩০

নতুন বলেছেন: বাংলাদেশে এমন কতভাগ মানুষ আছে?

আর ট্রেন্সজেন্ডার অপারেসন বৈধ হলে মহাভারত কতটুকু অসুদ্ধ হয়ে যেতে পারে বলে আপনার মনে হয়?

একজন মানুষ দেশের টেক্সবুকের পাতা ছিড়ে ফেলার মতন ধমান্ধ বানাচ্ছে বর্তমানের ধর্মীয় শিক্ষা।

সে একটা পাঠ্যপুস্তকের পাতা ছিড়ে প্রতিবাদ করলো। আগামী কাল যদি কেউ তার পছন্দের ধর্মীয় গ্রন্হের পাতা ছিড়ে ফেলে তিনি সেই মানুষের ফাসি চাইবেন না?

২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: কোরান কি বলছে একটু রেফারেন্স দিবেন? কাঠমোল্লাদের মন গড়া হাদীস দিয়েন না প্লিজ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:




আপনার মতো বেকুব লোকজনের কারণে শেখ হাসিনা বিএনপি'কে সার হিসেবে ব্যবহার করছে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:



ইহা মেডিক্যাল সমস্যা, এখানে আপনি ইসলাম পেলেন কোথায়?
আপনার মতো বেকুব লোকজনের কারণে শেখ হাসিনা বিএনপি'কে সার হিসেবে ব্যবহার করছে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

জ্যাকেল বলেছেন: @মি. গাজি

কেবলমাত্র বেকুব শ্রেণির লোকেরাই বলতে পারে জেন্ডার ইসলাম ধর্মের অংশ নয়।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: যুক্তরাষ্ট্রের ৫% তরুণ নাকি ভাবে যে তারা ট্রান্সজেন্ডার। এটা তো করোনার চেয়েও ভয়ানক রোগ মনে হচ্ছে।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:


জ্যাকেল বলেছেন: @মি. গাজি
কেবলমাত্র বেকুব শ্রেণির লোকেরাই বলতে পারে জেন্ডার ইসলাম ধর্মের অংশ নয়।

এই কারণেই শেখ হাসিনা পা মোছার পাপোস বানায়েছে আপনাদের দিয়ে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: হা হা .... আমরা দূর থেকে এসব দেখতে থাকি। মনটা খারাপ হয়ে যায়।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: কোনো কিছুতে ধর্ম টেনে আনলে আপনাকে ঠকতে হবে।
যুগটা বদলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.