নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বিভিন্ন জায়গা চিনবেন কিভাবে?

০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৪




Scene 1 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি, এলো দেখলো চলে গেলো। - তাহলে এটা রংপূর।

Scene 2 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি এলো, মারপিট থামাতে গেল। প্রথম দুজনে এক হয়ে ৩য় লোককে ধরে পিটিয়ে দিল। - বুঝবেন এটা কুমিল্লা ।

Scene 3 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি এলো, বললো আমার বাড়ির সামনে মারপিট করো না অন্য কোথাও যাও। - এটা খুলনা ।

Scene 4 : দুজনে মারপিট করছিল, ৩য় ব্যক্তি এক কার্টুন বিয়ার নিয়ে এলো, তিনজনে একসাথে বসে পড়লো। খিস্তি খামারি করলো তিনজন মিলে। তারপর বন্ধুত্ব পাতিয়ে বাড়ি ফিরে গেল।
- তাহলে আপনি নিশ্চিত সিলেট গেছেন।

Scene 5 : দুজন লোক মারপিট করছিল, কিছুক্ষন বাদে দুজনেই মোবাইলে কথা বলতে লাগলো আর তারপরেই ৫০ জন লোক এসে মারপিটে যোগ দিল। - দাদা আপনি এখন আছেন নারায়নগঞ্জ

Scene 6 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে বন্দুক বের করে দুজনকে গুলি করে দিল। - চট্টগ্রামে আছেন আপনি

Scene 7 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে দুজনরেই থাপরাইয়া কইলো মারামারি করস কেরে? - নিশ্চিত থাকুন আপনি এখন ঢাকা ।

Scene 8 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে কোনোকিছু না বুঝেই প্রথম লোকের সাথে মিলে ২য় লোককে ধরে পেটাতে লাগলো। - ঠিক ধরেছেন বরিশাইল্লা।

scene 9 : যদি দেখেন রাস্তায় ২ জন মারামারি করতেছে আর চা দোকান থেকে আরো ৪-৫ জন গিয়ে ওই ২ জনকে গণধোলাই দিয়ে ২ টাকেই হাসপাতালে পাঠায়, তাহলে বুঝে নিবেন আপনি ময়মনসিংহ এসেছেন

Last Scene: দুজন লোক মারপিট করছে। আশেপাশে প্রচুর লোক দেখছে আর মোবাইলে ফটো তুলছে... একজন লোক এলো। চায়ের একটা স্টল খুলে বসে পড়লো।
- হেঃ হেঃ আপনি একদম নিঁখুত ধরেছেন।

এটা নোয়াখাইল্লা


সিনিয়র সিটিজেন ফোরাম থেকে সংগৃহীত ।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: জেলা ভিত্তিক কৌতুকগুলিতে বি এন সি সি ( বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং) সব সময় থাকে। বি এন সি সির বিরুদ্ধে বাকি জেলার লোক ক্ষেপে উঠলে খবর আছে।

০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: :P :P

নাহ ক্ষেপবো ক্যান , কথাতো হাচা ।

২| ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



সিনিয়রদের ভাবনার দিগন্ত তো বেশ সীমিত বলে মনে হচ্ছে। আমার কাছে ইহাকে রম্য বলে মনে হয়নি।

০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: সবার পছন্দ একরকম হবে না ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

কামাল৮০ বলেছেন: চট্রগ্রামই ভালো।মারপিট জীবনের জন্য শেষ।এবার ওপারে গিয়ে মারামারি করো।নোয়াখালী আর বরিশাল ঝগড়া লাগলে শুনতে ভালো লাগে।টিভিতে প্রায় দেখায়।

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২২

শাহ আজিজ বলেছেন: বরিহাইল্যা গো মত ঝগড়া আর কেউ করতে পারে না ।

৪| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৪

এম, এ, হায়দার বলেছেন: ভাই রাজশাহীর তো কোন গুণ নেই মনে হচ্ছে !

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: মামুর বেটাদের উল্লেখ করে নাই ।

৫| ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:০১

মামুinসামু বলেছেন: "বি এন সি সির বিরুদ্ধে বাকি জেলার লোক ক্ষেপে উঠলে খবর আছে"
আমেরিকার লগে কি কেউ লাগতে যাইবো? ;p

০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , বাকি জেলার লোক এখন আগের মত নাই । সবজির দামে তারা পোতাইয়া গেছে ।

৬| ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:০১

মামুinসামু বলেছেন: "বি এন সি সির বিরুদ্ধে বাকি জেলার লোক ক্ষেপে উঠলে খবর আছে"
আমেরিকার লগে কি কেউ লাগতে যাইবো? ;p

৭| ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪১

মেহরাব হাসান খান বলেছেন: ব্রাহ্মণবাড়িয়াকে লেখক ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন, তারা জানলে খবর আছে!

০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: কি জানি কেন বাদ দিল ।

৮| ০৮ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:২৭

কিশোর মাইনু বলেছেন: আমার সব থেকে মজা লেগেছে প্রথমটা। এল, দেখল, চলে গেল:D :-/

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: হুম , এটা গ্রহণযোগ্য নয় , আরও কিছু যগ হওয়া উচিত ছিল ।

৯| ০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৮

আখেনাটেন বলেছেন: মেহরাব হাসান খান বলেছেন: ব্রাহ্মণবাড়িয়াকে লেখক ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন, তারা জানলে খবর আছে! -- হা হা হা;

তেব্র পেতিবাদ করলুম আপনি এ ঐতিহাসিক জেলাকে আপনার লিস্টি থেকে কাট-সাট করার জন্য? পড়ার সময় মনে হচ্ছিল এর পরেরটাই...কিন্তু হায়, আশা না ফুরিল... :P

অসম্পূর্ণ থেকে গেল? ;)


***সোনাগাজী বলেছেন: সিনিয়রদের ভাবনার দিগন্ত তো বেশ সীমিত বলে মনে হচ্ছে। -- সিনিয়ররা এখন দেশে জাবর কেটে পার করছে। জাতির উন্নতি নিয়ে অন্য কিছু করতে গেলে তো আবার হিতে যদি বিপরীত হয়...তারচেয়ে...এই বেশ...? :D

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আখেনাটেন ।

১০| ০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। ঢাকাইয়ারা সেরা যে!!!! :) সিলেইট্যারাও :) লাভের চিন্তা কাদের বেশি? লাস্ট সিন দেখুন :)

অনেক আগে পড়েছি, আজও পড়লাম। নির্মল বিনোদন দেয়ার জন্য অজস্র ধন্যবাদ শাহ আজিজ ভাই।

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা ।

১১| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১১

নীল আকাশ বলেছেন: সব এলাকার লোকজন এক হয়ে দাবড় দিলে টের পাবেন।

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩

শাহ আজিজ বলেছেন: চুল কালার কইরা ফালামু , চিনতে পারব না ।

১২| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৭

অপ্‌সরা বলেছেন: মারপিট না লাগলে চিনবে কি করে ভাইয়া!!!

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৯

শাহ আজিজ বলেছেন: হ , কথা তো তাই !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.