নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। মরদ

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩২







মরদ তুমি শুয়ে কেন এই অসম প্রচ্ছদে
জন্ম তোমার গ্রীসের রনক্ষেত্রে
বেড়াও দাপিয়ে শত্রু নিধনে
পায়ের দাগে ফুটে আছে কত যুদ্ধ গাঁথা
দাদী শোনায় নাতিকে ঘুমাবে বলে
কত যুদ্ধ গাঁথা জয় পরাজয়
জনমে জনমে নিয়েছ জন্ম
মেসোপটেমিয়া থেকে ৭১ এর বাংলায়
ঘুমিয়ে কেন মরদ খুব কি ক্লান্ত দেহ
এই নোনা জলের দেশে ?
জেগে ওঠো এসেছে সময়
আবারো ধরবে তরবারি , বর্শা
জাগো মরদ জেগে ওঠো ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তরবারী, বর্শা কেন আবার? সামনে দেশে ভোট যুদ্ধ শুরু হবে।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: ওটা প্রতীকী । বন্দুক পিস্তল লিখলে আবার সি আই ডি , ডি বি হানা দেবে ----------------------।।

২| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। চারিদিকে প্রেমের কবিতার ভীড়ে আপনার এ কবিতা হৃদয় ছুঁয়ে গেলো।

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ রাজীব ।

৩| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অগ্রজ এমন ছবি না দিলেই ভালো হয় , অনেকের অস্বস্তি হয় এতে !!

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: সবার ভিতরে অস্বস্তি জাগিয়ে সম্বিত ফেরাতেই এ আয়োজন ।

৪| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন: পুরুষের যুদ্ধ, নারীর যুদ্ধ, মানুষের যুদ্ধ রোজ চলে মনের সাথে, শহরের সাথে - ক্রান্তির সাথে -
যে যুদ্ধের ডাক নেই; নেতা নেই
তবু চলে রোজ যুদ্ধ

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: জীবনের যুদ্ধ , পেটের যুদ্ধ --------------------------

৫| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫০

কামাল১৮ বলেছেন: এতো দেখছি দুনিয়ার গরিব এক হওয়ার আহ্বান।
“জাগোবাহে কোনঠে সবাই”

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম , মরদ জাগিয়ে তোলার ডাক -----------------------

৬| ২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ছবি ।

৭| ২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: শাহ আজিজ ভাই অনেক আগে দেশ না পত্রিকায় পড়েছিলাম একটি কবিতা সেখানে গরীব মেয়েরা গোবর দিয়ে যে ঘুটে তৈরি করে তাতে তার যে হাতের ছাপ থাকে সেটা নিয়ে। কি যে অসাধারণ সেই কবিতা। পৃষ্ঠাটা কেটে রেখেছিলাম। সময়ের আবর্তে হারিয়ে গেছে তথাপি সেই দ্রাবিড় রমনীর হাতের ছাপওয়ালা ঘুটের কবিতাটি মনে দাগ কেটে আছে। আপনার পদচিহ্ন একে যাওয়া কবিতাটির মতই। +

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুন । আমি ছবিটি কোথাও পেয়েছি , কপি করে সাথে সাথেই লিখে ফেললাম লেখাটি ।

৮| ২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




জীবন যুদ্ধের মাঠে
অবিরাম হেটে হেটে
আমি যে বড় ক্লান্ত -
পদযুগল হয়েছে শতছিন্ন
শুধু মরন ভিন্ন
সব ডাকই যে ভ্রান্ত!

২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: বাহ , নোনায় খাওয়া পা দুটো বেশ আকর্ষণ করেছে সবাইকে ।






ধন্যবাদ আহমেদ জী এস।

৯| ২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১

শাহ আজিজ বলেছেন: :#)

১০| ২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: ইউউ!! ছবিটি দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে! B:-) :|

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১০

শাহ আজিজ বলেছেন: আমি আমাদের কিষানদের পা দেখতাম অবসরে ।

১১| ২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২

অরণি বলেছেন: মরদকে দাপিয়ে বেড়াতেই হবে নইলে মরদ হবে কি করে?

২৮ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৮

শাহ আজিজ বলেছেন: হুম, মরদ সব সময়ে মরদের মতই দাপিয়ে বেড়াবে । ধন্যবাদ অরনি ।

১২| ২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২০

শাওন আহমাদ বলেছেন: বেশ লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ শাওন আহমাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.