নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হৃদয় ভাঙ্গা জোকস

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৮



Sir, আমার বেতন বাড়ান!
Boss : সম্ভব না!
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!
Boss : কেন?
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।
তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিণ পাশে আইসো!
- কেন?
Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!

_____________________________________________________________

দুঃসময় ধেয়ে আসছে সাঁই সাঁই করে । সংসারে অনেক কিছু কাটছাঁট করতে হচ্ছে । যাদের মাথার উপরে শুধুই আকাশ আছে তারাই সুখী বড্ড । আগে একবেলা খাওয়া মিলত , এখন খাওয়ার কোন টাইম টেবিল নেই । সামনের ডাস্টবিনটায় বড্ড ভাল ভাল খাবারের এটো ফেলে , ওটাই ভরসা । অবশ্য ডাস্টবিন দখলে রাখাও একটা সমস্যা । এলাকার কুত্তাটা খুব সাপোর্ট দেয় দখল টিকাইয়া রাখার ব্যাপারে । ডিম জোটেনা ম্যালাদিন । কেউ কইছিল সেদ্ধ কইরা ফ্রিজে রাখতে । সামনের বাড়িটা কমিউনিস্ট ভাইয়ের । দরকারে আমাগো মিছিলে লইত খাবারের বিনিময়ে । ভাইরে কমু সাম্যবাদ ভাল কইরা শুরু করেন । আমাগো ডিম সেদ্ধ রাখার জন্য ফ্রিজে চান্স দিয়েন , জয় মার্ক্স , লেনিন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩০

অর্ক বলেছেন: ছবি লেখা সব তো চরমভাবে কপিপেস্ট। ফেসবুকে পচে গেছে এগুলো। কোনওরকমের দায় স্বীকারও করেননি!

৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: আমার ইচ্ছে , করব না ।

২| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আসলেই হৃদয় ভাঙ্গা।

৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭

শাহ আজিজ বলেছেন: কি যে হবে কে জানে ।

৩| ৩১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২২

জগতারন বলেছেন:
শাহ আজিজ -এর সব পোষ্টই কপি করা তা আমি জানি।
তার পরও আমি ওনার পোষ্ট আমি পড়ি, মন্তব্যও করি,
কারন বেচারা এতো কষ্ট করে ও যোগার করে আমাদের সামনে এনেছে!

৩১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: দুঃখিত ।

৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৪

কামাল১৮ বলেছেন: লেনিনের রাশিয়া আর নাই।এখন পুঁজিবাদের রাশিয়া।পশ্চিমাদের সাথে সার্থের বিবাদ।সবাই এক গোয়ালের গরু।
বিশ্ব পড়ছে এক মহা মন্দায়।যুদ্ধ কোথায় নিয়ে যাবে কেউ জানে না।থামারো লক্ষন নাই।

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: আমেরিকানরা ধুমায়া দ্রোণ বিক্রি করছে ইউক্রেনের কাছে ।

৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জোকসের মাঝে চলমান সত্য, সময় আর বাস্তবতা ফুটে উঠেছে.....

এক অন্তহীন আর অনিশ্চয়তার ঘোরে জুম্বি জীবন যাপন করছে আমজনতা.......... :((

৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: পোস্ট টি উপভোগ করলাম।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২৫

ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে কিছু নিককে দেশজুরে চুরি ডাকাতি , লুটপাঠের বিরুদ্ধে কোণদিন একটা প্রতিবাদ করতে কোনদিন দেখলাম না , বরং ক্ষেত্রবিশেষে সমর্থন করতে দেখেছি, সেই তারাই পত্রিকার খবরের কিছু অংশ কপি পেস্ট করে সেই বিষয়ে আলোচনা ব্লগে করতে চাইলে দৌড়ে আসে কপি পেস্ট এর অভিযোগ নিয়ে !!!!! এদের উদ্দেশ্য খুব ক্লিয়ার। বাক স্বাধীনতা কেরে নেয়াই এদের প্রধান উদ্দেশ্য । তাই এদের বিরুদ্ধে অভিমান করে ব্লগ ছাড়াটা চোরের ওপড় রাগ করে ভাত না খাওয়ার সামিল।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:১২

সোহানী বলেছেন: দেশের পরিস্থিতি ভালো আদৈা হবে কি? কবে হবে? কে করবে ভালো?

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি? মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

ধুলো মেঘ বলেছেন: ভাই, একটা সময়ে আমি বিদেশি বন্ধুকে খুব গর্ব করে বলতাম - এই দেশে অনেক সমস্যা, কিন্তু খাবার খুব সস্তা। এদেশের মানুষ সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে রাতে বাজার করে বউয়ের হাতে সদয়পাতি তুলে দেয়, বউ খুশি। রান্না করে ধুমায়িত ভাত তরকারী যখন স্বামীর সামনে দেয় - স্বামীও খুশি। এইটুকুতেই আমরা খুশি।

এখন আর সেই দিন নাই রে ভাই। দুই বছর আগের চেয়ে এভারেজে সব কিছুর দাম ৬০-৭০% বেড়ে গেছে। আমার নিজের বেতন বেড়েছে মাত্র ২০%।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.