নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। লেবুর উপকারিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৭



লেবু আমাদের আজন্ম সঙ্গী । ডাল ভাতে লেবু চটকে খায়নাই এমন বাঙালী খুজে পাওয়া দুস্কর । আজকের এই লেখা কপি আর শেয়ারের মালা গাথতে গাথতে আমার কাছে পৌছাল । এর সঙ্গে সাধারন ভাবে চটকে খাওয়ার পার্থক্য হচ্ছে এই লেবু কেটে গ্লাসে রেখে তার মধ্যে গরম পানি ঢেলে তারপর খেতে হবে । বাকি বর্ণনা পড়ে নিন । আমি লেবু সেদ্ধ করে খাওয়া আজ থেকে বাদ দিয়ে চৈনিক পদ্ধতিতে শুরু করলাম ।

বেইজিং সামরিক হাসপাতালের চীফ এক্সিকিউটিভ অধ্যাপক চেন হোরিন বলেন,
"গরম পানির গ্লাসে লেবুর টুকরা আপনার বাকি জীবনের জন্য আপনাকে বাচাতে পারে"।
এমন কি আপনি যদি ব্যস্ত ও থাকেন তাহলে এই বার্তা টি দেখা মাত্র অন্যের কাছে পাঠানো উচিৎ মানবিক কারনে।
প্রথমতঃ গরম লেবু ক্যান্সার কোষ কে মেরে ফেলতে পারে।
একটা লেবু তিন টুকরা করে কেটে একটা কাপে রাখুন। তার পর গরম পানি ঢালুন। এটি (alkaline পানি) হয়ে যাবে। প্রতিদিন এটা পানে অবশ্যই সবার বিশেষ উপকারে আসবে।
হট লেবু থেকে এন্টি ক্যান্সার ড্রাগ বের (release) হয়।
ক্যন্সার, টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী প্রভাব আছে এবং এটা সব ধরনের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বলা বা দেখানো হয়েছে।
এই নির্যাসের চিকিৎসা (গরম লেবুর রস) শুধু মাত্র ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস হবে এবং সুস্হ কোষের উপর এর কোনো প্রভাব পরবে না।
দ্বিতীয়তঃ লেবুর রস এসিড এবং মন কার্বক্সিলিক এসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন করে। অন্তত যারা এই লিখাটি পাবেন তারা পড়বেন এবং বন্ধুদের সাস্হ্য সচেতনতার জন্য অবশ্য ই শেয়ার যদি করেন তবেই আমার কস্ট করে লিখা সার্থক হবে।
অধ্যাপক চেন হোরিন বলেছেন, আমি আমার কর্তব্য পালন করেছি, আশা করি আপনিও এটি ছড়িয়ে দিতে আমাকে সাহায্য করবেন।
নোট ঃ গরম লেবুপানি বানানোর এই প্রকৃয়ায় কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না। কাঁচের গ্লাস অথবা কাপ ব্যবহার করবেন।

সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

জাহাঙ্গীর গুরু বলেছেন: লেবুতে ভিটামিন সি থাকে। গরমে ভিটামিন সি নস্ট হয়ে যায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

শাহ আজিজ বলেছেন: এখানে লেবুতে গরম পানি ঢেলে খেতে বলা হয়েছে , লেবু সেদ্ধ পানি নয় । নিশ্চয়ই তিনি গবেষণা করে বের করেছেন ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: তাহলে এখন থেকে নিয়মিত লেবু খাবো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০

শাহ আজিজ বলেছেন: এতোদিন খাও নাই ???????????????

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২১

শাওন আহমাদ বলেছেন: গরমে ভিটামিন সিষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেদ্ধ করার প্রয়োজন নেই। রস গরম পানিতে দেওয়া মাত্রই ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। ইভেন ফ্রিজে রাখলেও ভিটামিন সি নষ্ট হয়ে যায়। কয়েকদিন আগে কোনো এক প্রফেসর এই কথা বলছিলেন কোনো এক প্রোগ্রামে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

শাহ আজিজ বলেছেন: হুম আমিও তাই জানি বা জানতাম । চীনা প্রফেসরের গবেষণায় হয়ত নতুন কিছু মিলেছে ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



What temperature destroys vitamin C in lemo n?
Vitamin C begins to denature at temperatures as low as 86 °F, according to a study in the International Journal of Scientific and Technology Research. The negative effects of heat increase significantly at 140 and even more at 170 °F.

তবে, চীনের লোকজন চায়ের সাথে লেবু খেয়ে আসছে কয়েক'শ বছর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: হট লেবু থেকে এন্টি ক্যান্সার ড্রাগ বের (release) হয়।
ক্যন্সার, টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী প্রভাব আছে এবং এটা সব ধরনের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বলা বা দেখানো হয়েছে।


এটা আলাদা কিছু যা সম্পূর্ণ নতুন আমার কাছে ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৫

কামাল১৮ বলেছেন: মাথায় কানের ঠিক উপরে ছোট্র একটা টিউমার আছে অনেক দিন থেকে।বাড়ছেও না কমছেও না।এটার জন্য কি খেতে হবে না মাখতে হবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: একজন সার্জন দেখান ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩২

বাকপ্রবাস বলেছেন: লেবু চা খাচ্ছি প্রতিদিন , এটার উপকার ও অপকার কী?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: হুম , এটারও উপকারিতা অনেক । তবে ওনার দেওয়া ফরমুলা পড়ে নেবেন , ওটা সামান্য ভিন্ন । ঐ চীনা সেনা ডাক্তার গবেষণা করে আবিস্কার করেছেন ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৩

সোহানী বলেছেন: খুব ভালো তথ্য। এখানকার সব হেলথ চ্যানেলগুলোতে সবসময়ই লেবু খেতে বলে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

শাহ আজিজ বলেছেন: লেবু এখন প্রায় সবদেশেই বেশ ভক্তি নিয়ে খায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.