নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি । । গোসলনামা :P

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১



ঠাণ্ডায় খুব কাহিল । মলত্যাগের পর ঠাণ্ডা পানি ব্যাবহারে শরীরে ভাইব্রেশন হয় । এই সময় দোয়া পড়িয়া ভাইব্রেশনকে কিঞ্চিত কমানো যায় । কিন্তু গোসল ? গোসলে থর থর দাতে আওয়াজ তোলা কাপুনিতে দোয়া কোন কামেই দেয় না । ব্লগার বিজন জানাইতেছে সে সকালেই ঠাণ্ডা পানি দিয়ে চান করে । সুপার ম্যান বিজন । আমি গরম পানি দিয়ে গরম গরম পানি সে নাহানা চাহিয়ে গাইতে গাইতে ৪ কি ৫ দিন বাদে দয়া করিয়া গোসল করি , সুভানাল্লাহ ।


আপনাদের অবস্থা কি ? কয়দিন বাদে ? গায়ে গন্ধ হয় না? পোকা পড়ে না ?

কার্টুন - কপি পেস্ট

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি সাধারণত দিনে দুইবার গোসল করি। গরমে সপ্তাহে মোটামুটি ১১-১৪বার করা হয়। শীতের সময় সেটা ৯-১২বার হয়, তবে কোন দিন গোসল করা বাদ পড়ে না! আর সাধারণত আমি ফজরের আগেই গোসল সারি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: বাহ বাহ কি শুনাইলেন B-) আপনি খান ঘুমান কখন ?

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

এক চালা টিনের ঘর বলেছেন: I wake-up early morning & i take a bath by the hot water. Without taking a shower in the morning it's
n't possible to move or work comfortably.

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: উত্তম ব্যাবস্থা ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: এখানে সারাবছর একই কলদিয়ে গরম ও ঠান্ডা পানি পরে।সেটা ঘরের সব কলেই।কেবল কলের মাথাটা ডানে বায়ে মোড়াদিতে হয়।তার পরও প্রতিদিন গোসল করি না।কখনো একদিন পর বা দুইদিন পর।
ঘরে বারো মাস তাপমাত্রা একই রাখি।২৫ থেকে ২৮ এর মধ্যে।বাইরে বেরুলে গাড়ী তারপর বড় বড় মলে।সামারে বাইরে হাটতে যাই তখন তাপমাত্রা ২০ থেকে ৩০ এর মাঝেই থাকে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: আমরাও চীনে কলে আসা গরম পানি ২৪ ঘণ্টা পেতাম । এটা কূটনীতিক এলাকা বলেই তা সম্ভব ছিল । আমি রাতে টাইম ম্যাগাজিন আর এক পেগ হুইস্কি নিয়ে বাথ টাবে ঘণ্টা কাটিয়ে দিতাম । ঢাকাতে তা সম্ভব না , গিজারে বিল আসবে অনেক । তবুও গ্যাসে পানি গরম করে বেশ আছি , আমি আলসের হাড্ডি :-P

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

বিজন রয় বলেছেন: কি করলেন এটা, বিকালে যেটা বললাম সেটা দিয়েই পোস্ট!!!

আমি সত্যি বলছি এবছর এখনো গোসলে গরম পানি ব্যবহার করিনি। আর করবো না। গত বছর কয়েক দিন গরম পানি ব্যবহার করেছিলাম। তার আগের বছরগুলোতে গরম পানি ব্যবহার করতাম।

কিন্ত এবছর এখনো করিনি, সেই সকাল ৭-৭.৩০ মধ্যে এই ঠান্ডায় গোসল করি। তবে পানি কিছুক্ষণ ছেড়ে দিলে একটু ঠান্ডা কমে যায়। আমার বাসায় সবাই বলে গরম পানি ব্যবহার করতে। কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। বাসায় সবাই অবাক হয়।

আসলে আমি দিন দিন প্রকৃতির কাছে নিজেকে সপেঁ দেওয়ার চেষ্টা করছি।
রোদ লাগানো, খালি পায়ে হাঁটা, সস্তা কিন্তু খুবই উপকারী কিছু শাক, শাকপাতা খাওয়া, তেল, লবণ, চিনি, মশলা ইত্যাদি কম খাওয়া, নেশা না করা ( কখনো কোনো নেশা ছিল না আমার ), এমনকি আমি চা-ও পান করি না, এই তো, এসবে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আগের থেকে অনেক ভালো আছি।

আর চেষ্টা করি কবিতায় থাকতে।
শান্তি পাই, মন ভালো থাকে।

আপনার জন্য শুভকামনা অনেক অনেক।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হা হা হা বিজন চেইতেন না । কিছু বিষয় উপলক্ষ করে গল্প তৈরি হয় তাই আপনার ঠাণ্ডা পানিতে চান করা একটা উপলক্ষ । আপনি চাও পান করেন্ না । কবিতা নিয়ে বেশ আছেন , ভাল থাকুন ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: @ঋণাত্মক শূণ্যঃ সারা পৃথিবীতে পানির আকাল আপনার জন্য পড়িবে

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮

শাহ আজিজ বলেছেন: হা হা হা :``>>

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

ক্রেটোস বলেছেন: আমি প্রতিদিন করি। নাহলে বাসায় থাকা যাবে না যে! শোবার রুম তো দূরে থাকে ঘর থেকেই বের করে দিলে এই শীতে মরতে হবে। তাই স্নান করতেই হয়!

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

শাহ আজিজ বলেছেন: হুম , আপনার বাসায় প্রেশার গ্রুপ আছে , ভাল , উত্তম বন্দোবস্ত ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: ঘুম থেকে উঠেই গরম মিক্স করে গোসল করি...
মাঝে দুইবার গরমের আন্দাজ না বুঝে, বেশি ঠাণ্ডা পানি মেশানোর ফলে, পুরো গরম পানি বরফ হয়ে যাওয়াই আর সাহসে কুলাইনি...
দুইদিন বাদে নিয়মিতই গোসল করি...

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

শাহ আজিজ বলেছেন: গোসল না করতে পারলেও হাত মুখ গরম পানিতে টাওয়েল দিয়ে মুছে নিলেই চলে ।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১২

জ্যাক স্মিথ বলেছেন: হিম শীতল ঠান্ডা পানি দিয়ে গোসল করা আমার কাছে শীতকালের একটি ডেইলি মিশন, আমি কখনোই গরম পানি দিয়ে গোসল করি না। তবে এবারের শীতে আমার দুইদিন গোসল করা মিস হয়েছে, শীতের কারণে নয় দিন ছোট তাই তাড়াহুরোর কারণে গোসল করার টাইমই পাইনি।

শীতে যদি আপনি গোসল না করেন তাহলে শীত আপনাকে পেয়ে বসবে।

গতবছর এই সময়ে আমি উত্তরবঙ্গে ছিলাম তখন বাধ্য হয়ে গরম পানি দিয়ে গোসল করতে হয়েছে, উত্তর বঙ্গের শীত বলে কথা!!

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: শীতে যদি আপনি গোসল না করেন তাহলে শীত আপনাকে পেয়ে বসবে।


চরম সত্যি কথা বলেছেন । আমরা একদফা প্রবাসে গরম পানিতে অভ্যস্ত হয়ে যাওয়াতে খুব নির্ভরশীল হয়ে পড়েছি ।

পিকিঙ্গে ডরমিটরিতে না বুঝেই ঠাণ্ডা পানিতে গোসল করে ২৭ দিন হাসপাতাল বাস সেই ৮২ সালে ।

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে টিউবওয়েলে হাল্কা গরম পানি ওঠে , দারুন ব্যাপার । বেশ মজায় ছিলাম ৯৮ সালে ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি প্রতিদিন গোসল করি, শেভ করি - তবে গরম পানি দিয়ে। দীর্ঘ দিনের প্রতিদিনের ভোরের অভ্যাস - শেভ, গোসল, জুতো পলিশ।

আপনি পড়ে গিয়ে ব্যাথা পেয়েছিলেন। এই ব্যাথা না পেলে হয়তো আরো মজবুত থাকতেন। আপনার হাটুর অবস্থা এখন কেমন?

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: হাঁটু ভাল আছে তবে আগের মত জোর নেই । সাবধানে চলাফেরা করি লাঠি হাতে । আগেই অস্থিওপরোসিস হওয়ায় ডাক্তার আমায় কি শীত কি গরম গরম পানিতে গোসল করতে উপদেশ দিয়েছে । বয়স বেড়ে গেলে গরম পানি ব্যাবহার করা উচিত ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: @ঠাকুরমাহমুদ ভাই ও শাহ আজিজ ভাই হিম শীতল পানিতে গোসল করলে টেস্টোস্টেরন বাড়ে :)

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: বহুবিধ জ্বালা যন্ত্রনা নিয়া আছি , আর বাড়াইও না ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

এম ডি মুসা বলেছেন: কিছু বলতাম না

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: কেন ? B-) গোসল কয়দিন করেন না ?

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ঠান্ডা পানিতে আমি নাই।
গরম পানি ছাড়া উপায় নাই।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: না তোমাকে বরফ দিয়া গোসল করাব :``>>

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

আঁধারের যুবরাজ বলেছেন: শাহ আজিজ ভাই দয়া করে দুটি ছবি ডিলিট করে দিন।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.