নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। পচা তরমুজ

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০৬



তরমুজ সকল রেকর্ড ভেঙ্গে ৮০০ টাকায় উঠেছে । রোজার সময় রোজাদারদের শাস্তির জন্য এই ফর্মুলা তরমুজ বিক্রেতারা প্রয়োগ করেছে । পুলিশের হাজিরাতে ২০০ টাকায় নেমে এসেছে । অন্যান্য ফল সবজীর দাম একই ভাবে উঠছে নামছে যেন নিউইয়র্ক স্টক একচেঞ্জ । অনেকেই বলেছে তরমুজ না খেলে কি হয় ? উপযুক্ত প্রশ্ন । না খেলে তরমুজ পচবে, স্টক ডাউন , ভাগাড়ে পতন । জনতাই বড় শক্তি , জনতাই পারে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ।

জয় জনতা ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে-জিনিসের দাম বাড়বে, ঐ জিনিস খাওয়া কমিয়ে দিতে হবে, প্রয়োজনে খাওয়া বন্ধই করে দিতে হবে। আমি এই পলিসি ফলো করা শুরু করেছি। তরমুজ, খেজুর, গরুর মাংস, খাঁসির মাংস, ইলিশের মাংস - এমন কোনো খাবার না যা না খাইতে পারলে আমি মারা যাব। যেহেতু বিক্রেতা আর আড়তদাররা আমাদের রক্ত চুষে খাওয়ার জন্য সিন্ডিকেটবাজি শুরু করেছে, কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে ক্রেতারাই স্বতন্ত্র এক সিন্ডিকেট তৈরি করে ফেলতে পারেন। তরমুজ/খেজুরের দোকানের সামনে দিয়া ঘুইরা চইলা যান, দোকানদারকে আপনার পিছে পিছে ছুটতে বাধ্য করুন।

দোকানদার যখন আমাদের সুখে থাকতে দিল না, আমরাও ওদের সুখে থাকতে দিলাম না। একবার পেঁয়াজ পঁচেছিল, মনে আছে? তরমুজও পঁচবে, অপেক্ষায় থাকুন।

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২২

শাহ আজিজ বলেছেন: ক্রেতারাই স্বতন্ত্র এক সিন্ডিকেট তৈরি করে ফেলতে পারেন

উত্তম প্রস্তাব । আমি খেজুর ছাড়া অন্য কিছুতে হাত দিইনি । খেজুর আমি সারা বছরই খাই আশ আর ক্যালরির জন্য ।

২| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: দাম বাড়ুক আর কমুক।
আমার প্রয়োজন হলে কিনবই।
তবে হারামী গুলা পচিয়ে ফেলবে তবু দাম কমাবে না।

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৯

আহলান বলেছেন: দ্রব্য মূল্যের সাথে এই যুদ্ধ আজীবন ... সমাজে এসব শৃঙ্খলা ফিরিয়ে আনার কেউ নেই ।

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৬

শাহ আজিজ বলেছেন: সবার ভিতর এই কৌশল ছড়িয়ে পড়ছে যে কিভাবে অতিরিক্ত অর্থ আয় করা যায় । লক্ষন ভাল নয় । এখনই লাগাম টানার সময় । মানবিক বোধগুলো জাগিয়ে তুলতে হবে ।

৪| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



কৃষকেরা গড়ে কত পাচ্ছে, উহা জানার উপায় আছে?

১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: ওটা জানার উপায় নেই কারন পুরো ক্ষেত ধরে বিক্রি হয় তাতে গড়পড়তা ৫ টাকা পিস ।

৫| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৭

মিরোরডডল বলেছেন:




একই ভাবে উঠছে নামছে যেন নিউইয়র্ক স্টক একচেঞ্জ

উপমাটা সেইরকম হয়েছে :)

ধুলোর মন্তব্য ভালো লেগেছে।


১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ডল ।

৬| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মধ্যষত্বভোগীরা এবারে বেশ মার খেয়েছে।

১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

শাহ আজিজ বলেছেন: লাভ যা করার আগেই করে নিয়েছে ।

৭| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

এম ডি মুসা বলেছেন: আমাদের বাসার কাছে আশিকানি জমিনের তরমুজ চাষ করা হয়েছে। এলাকা একটা তরমুজ বিক্রি করে না ভাই খুব দুঃখ লাগে ‌ সবগুলো ঢাকা পাঠাচ্ছে। তাহলে সেখানে গিয়ে ফেলে দিবে বা নষ্ট করবে কম দামে বিক্রি করবে বাবা বেশি দামে বিক্রি করবে। এটা আমাদের এখানে পাইকারি কোন তরমুজ বিক্রি করে না।

১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

শাহ আজিজ বলেছেন: মধ্যসত্ত্বভোগীরাই ঠিক করে হাওয়া কোনদিকে বইবে।


সরকার পরিচালনায় এই গ্যাং একসময় লেগে যাবে ।

৮| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

ঢাবিয়ান বলেছেন: রমজান মাস। ফলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে খেজুর ও তরমুজের। দেশে তরমুজের দাম শুনেতো আকাশ থেকে পড়লাম। আমার এখানে সুপারমার্কেটে তরমুজের দাম এর চাইতে সস্তা। আর ওয়েট মার্কেটে গেলেতো আরো সস্তা।

১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: এরা দেশকে সিঙ্গাপুরের চাইতে উজ্জ্বল বানাতে চায় ।

৯| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: নিজের দেশের ফল। তবু মন ভরে খাওয়া যায় না।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: পিটাইয়া সব তরমুজয়ালাদের হাগাইয়া দিতে হইবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.