নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

শহীদুল মিশু

আমার আমি কে নিজে ই খুজে পাই না

শহীদুল মিশু › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ লিখছেন দাদা। ক্যামনে এত সুন্দর লিখেন? কালেকটেড

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬

রবি ঠাকুর পোস্ট দিলেন,
"আমি হব সকাল বেলার পাখি/ সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি/ সূয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে/ হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে/ বলব আমি, আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো/ হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?/
.
কবি নজরুলের কমেন্ট: অসাধারণ লিখছেন দাদা। ক্যামনে এত সুন্দর লিখেন?
(রবি ঠাকুরের রিপ্লাই: থ্যাংকস নজরুল! :))
.
কবি মদনমোহন তর্কালংকারের কমেন্ট: সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন যেন আমি ভালো হয়ে চলি/ আদেশ করেন যাহা মোর গুরু জনে/ আমি যেন সেই কাজ করি ভালো মনে/... অথচ সকাল বেলা উঠেই আপনি মায়ের আদেশ অমান্য করলেন? ভেরি স্যাড!
.
কুসুমকুমারী দাশের কমেন্ট: আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে/
(রবি ঠাকুরের রিপ্লাই: আপনি কি বুঝাতে চান, আমি শুধু কথাই বলি, কাজ করি না? আগে নিজের ঘর ঠিক করেন। তারপর আমাদেরকে উপদেশ দিতে আসবেন। আপনার ছেলে জীবনান্দ যে একটা মেয়ের জন্য পাগল হয়ে গেসে, সেই খবর রাখেন?)
.
সুফিয়া কামালের কমেন্ট: হে কবি! নীরব কেন?/ ফাগুন যে এসেছে ধরায়/................/তাহারেই পড়ে মনে/
(এই কমেন্টে ৭৬ লাইক)
.
নির্মলেন্দু গুনের কমেন্ট: যদি রাত পোহালে শোনা যেত, বংগবন্ধু মরে নাই/ আমরা পেতাম এক মহান নেতা/ বাঙালি পেত জাতির পিতা//... যারা আমার সাথে একমত, তারা আমাকে এড করুন!
.
রজনীকান্ত সেনের কমেন্ট: পাকা হোক তবু ভাই পরের বাসা/ নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা/... ভাই, অন্যের ভালো কবিতা নিজের নামে চালানোর চেয়ে নিজের লেখা মন্দ কবিতাই উত্তম!
(রবি ঠাকুরের রিপ্লাই: তুই কি বলতে চাস,আমি কপি করছি? যাহ, তোরে ব্লক মারলাম)
.
ছদ্মবেশী কবির কমেন্ট: পাখি সব করে রব/ রাতি পোহাইলো/ কাননে কুসুম কলি/ সকলি ফুটিলো/ রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে/ শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে/
( ইসমাঈল হোসেন সিরাজীর রিপ্লাই: ও, তুমি গোমাতার ভক্ত নাকি? কবিতার মাঝে গরু টাইনা আনো? সাহস থাকলে নিজের নামে আইডি খোল। মালাউন কোথাকার!)
.
ফররুখ আহমদের কমেন্ট: রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরী?
.
মতিউর রহমান মল্লিকের কমেন্ট: পাখির গানে গানে আসে ভোর/ আজানের সুরে সুরে আসে ভোর/............../ আমার এই দেশ কত সুন্দর/ আমার এই দেশ কি যে মনোহর//
(শামসুর রাহমানের রিপ্লাই: সব কিছুতে ধর্ম টাইনা আনো?শালা রাজাকার কোথাকার। দাদা, এই শিবিরের ছাগুটারে ব্লক করেন)
.
(এরা সবাই আমার প্রিয় কবি। কাউকে ছোট করার ন্যুনতম উদ্দেশ্য আমার নেই। এখানে জাস্ট বর্তমান ফেসবুকের প্রতিচ্ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি)

----রবি ঠাকুর নজরুলের পোস্ট কপি করলেন। নজরুল সেখানে "অসাধারণ" বলে টিটকারী দিলেন। অথচ রবি আবার নির্লজ্জের মত থ্যাংক্স বলছে। সুফিয়া কামাল একজন মেয়ে। তাই তার কমেন্টে এত লাইক। রজনীকান্ত সত্য কথা বলায় তাকে ব্লক। কবিতা না বুঝেই মদনমোহনের কমেন্ট। ইসমাঈল হোসেন সিরাজী অযথাই একজনকে মালাউন বলে দিলেন। যুক্তিতে না পেরে কুসুমকুমারির ছেলেকে আক্রমন করে বসলেন রবি। আজানের কথা বলায় রাজাকার হয়ে গেলেন মল্লিক!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

অন্নপূর্ণা বলেছেন: বাহ :)

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
তরতাজা পোস্ট। প্রতিচ্ছবিটা দুর্দান্ত ও যথার্থ। আসলে এসব ঘটনা বিনোদন জ্ঞান করে উপভোগ করাই শ্রেয়। হাহ হা

আপনাকে ধন্যবাদ জানাই।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

মানবী বলেছেন: অসাধারন! সিম্পলি অসাধারন!!

আপনার সেন্স অফ হিউমার আর উইট দেখে মুগ্ধ হলাম!!

"ছদ্মবেশী কবির কমেন্ট: পাখি সব করে রব/ রাতি পোহাইলো/ কাননে কুসুম কলি/ সকলি ফুটিলো/ রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে/ শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে/
( ইসমাঈল হোসেন সিরাজীর রিপ্লাই: ও, তুমি গোমাতার ভক্ত নাকি? কবিতার মাঝে গরু টাইনা আনো? সাহস থাকলে নিজের নামে আইডি খোল। মালাউন কোথাকার!)"

মতিউর রহমান মল্লিকের কমেন্ট: পাখির গানে গানে আসে ভোর/ আজানের সুরে সুরে আসে ভোর/............../ আমার এই দেশ কত সুন্দর/ আমার এই দেশ কি যে মনোহর//
(শামসুর রাহমানের রিপ্লাই: সব কিছুতে ধর্ম টাইনা আনো?শালা রাজাকার কোথাকার। দাদা, এই শিবিরের ছাগুটারে ব্লক করেন)

এই দুটো পড়ে হাসি থামানো দায়!!!!!

শুধু ফেসবুক কেনো, ব্লগের ও চিত্র এমনই!!
পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ শহীদুল মিশু ।



৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩

মুহামমদল হািবব বলেছেন: দারুন পোস্ট। ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: দারুন পোস্ট। আমার এত হাসি আসে ক্যারে? :D

[Sb]প্লাচ,প্লাচ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাবাশ তুমি মামুর বেটা
একেই বলে হিউমার;
জাগছে মনে শংকা ছোট
জুটবে কিছু রিউমার।

চাম বড় স্পর্শকাতর
এ জাতির মাথাদের;
নয়া কিছু শুনলেই
চুলকানী তাহাদের।

রবি বাবু ভক্তরা
রেগে হবে টং;
সাম্প্রদায়িক জঙ্গী বলে
করবে শুরু জং।

মতিউর শামসুর
দুই রাহমানেতেই;
অশ্লীল গালি খাবে
স্পিরিট একি সেই।

ফান করে মজা লস
নজরুল সিরাজী;
আরেকদল গাল দেবে
মুর্তাদ বেনামাজী।

আমি বলি যে যা খুশি
করুক না ঘেউ ঘেউ;
তুমি ভায়া 'কেরি অন'
আমি আছি জেনে নিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.