নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

বোমার নামের সাথে মাকে জড়ানো কি আমাদের নৈতিক অবক্ষয়য়ের পরিচয় নয়??

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫

পারমাণবিক বোমার বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিধ্বংসী বোমার নামের সঙ্গে
‘মা’কে জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ক‌্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।

তিনি বলেন “একজন মা নতুন জীবন দেন, আর এই বোমা দেয় মৃত্যু। আর আমরা কি না
এই অস্ত্রকে মা বলছি! কি হচ্ছে এসব?”

গত মাসে আফগানিস্তানের নানগরহর প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গিদের এক ভূগর্ভস্থ
আস্তানায় ওপর ওই ধরনের একটি বোমা ফেলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে।
২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের ওই বোমার বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয় বলে
পেন্টাগন ও আফগান কর্তৃপক্ষের ভাষ্য।

ওই বিস্ফোরকের আনুষ্ঠানিক নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম
(এমওএবি)। তবে পারমাণবিক বোমার বাইরে আকার ও ধ্বংসক্ষমতায় সবচেয়ে বড়
বোমা হওয়ায় এটি ‘সব বোমার মা’ নামেই বেশি পরিচিতি পেয়েছে।

পরবর্তীতে রাশিয়াও সিরিয়াতে ফাদার অফ অল বোম ফেলে দাবি করা হয় এটি মার্কিন
বোমার থেকে ৪ গুন অধিক শক্তিশালী!!

এর পূর্বে জাপানের নাগাশাখিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম
ছিল ছোট বালক (লিটিল বয়) !!

অর্থাৎ বাবা-মা এবং তাদের ছোট সন্তান অর্থাৎ একটি ছোট সুখী পরিবারকে বোমার
মতন ধ্বংসাত্মক বস্তুর নাম করন করা হয়েছে!!

ধিক কথিত মানবতাবাদি আর প্রকৃত সম্রাজ্জবাদী সমাজ কে যারা নিত্য নতুন অস্ত্র নির্মাণ
করে অসংখ্য নিরীহ মানুষকে মৃত্যুর মেখে ঠেলে দিচ্ছে।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সব বোমার প্রস্তুতকারকদের প্রতি অভিসম্পাত।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধ্বংস হউক সব বোমাবাজদের দল।

২| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১০

সত্যের ছায়া বলেছেন: বিচিত্র পৃথিবীর মানুষ সকল! এক দিকে জাতি ভাইরা মানবতার ভূয়া ভাওতাবাজি করে দেশের পর দেশ, শহরের পর শহর বিনাশ করে চলেছে অন্য দিকে ধ্বংসনীলা শেষ হলে ধর্মগুরুরা মানবতার বাণী নিয়ে হাজির হচ্ছে। অর্থাৎ যার যার পাঠ সে সে ঠিক মত গাইছে। এতে সাধারণ মানুষদের কল্যাণকর কিছু নেই।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২

জগতারন বলেছেন:
এ সমস্ত বোমাবাজদের উপর বিধাতার তরফ থেকে লা'নত নাজিল হোক প্রার্থনা করি।

০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.