নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

১ টাকায় ১ লিটার খাবার পানি সরবরাহের প্ল্যান

২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭



উদ্দেশ্যঃ
বন্যা দূর্গত এলাকায় ১ টাকায় ১লিটার খাবার পানি সরবরাহ। উল্লেখ্য যে, বাজারে ৫ লিটার পানির মূল্য ৭৫ টাকা।

কিভাবে?ঃ
ঘণ্টায় ২০০০ লিটার খাবার পানি উৎপাদন করে পারে এমন একটি পোর্টেবল/মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটআপ করতে হবে যা শহর বা গ্রামের বিভিন্ন জায়গায় একটি ভেনের পিছনে ট্রলিতে করে ঘুরবে। যার পানি লাগবে, তিনি পাত্রে করে পানি নিয়ে যাবেন। বোতলে নিলে, বোতলের দাম হবে ২টাকা।

এর জন্যে যা দরকারঃ

১) পোর্টেবল/মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট + রিজার্ভার
২) জেনারেটর
৩) পিক-আপ
৪) ট্রলি
৫) অপারেটর - ১ জন
৬) ড্রাইভার - ১ জন


ফাইন্যান্সিয়ালঃ



প্রতি দিন যদি ৮ ঘণ্টা করে প্লান্ট চলে, ১ বছরে পানি উৎপাদন হবে = ১৬,০০০ লিটার * ৩৬৫ দিন = ৫৮,৪০,০০০ লিটার (কমপক্ষে)

৫৮,৪০,০০০ লিটার পানি ১ টাকা দরে বিক্রি করলে ১ম বছরে আয় হবে = ৫৮,৪০,০০০ টাকা

তাহলে, ১ লিটার পানি ১ টাকা করে রাখলে ব্রেক ইভেনে পৌঁছাতে ১ বছরের একটু কম সময় লাগবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিসাব সহজ
বাস্তবতা ভিন্ন!

২১ শে জুন, ২০২২ রাত ৮:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি মনে হোয় কখনো সেলসে বা ফিল্ডে কাজ করেন নাই।

তাই, এরকম বলছেন। ধন্যবাদ।

২| ২১ শে জুন, ২০২২ রাত ৮:১০

শূন্য সারমর্ম বলেছেন:

ড্রাফটে আছে নাকি কাজ শুরু হয়েছে?


***আপনাকে মেইল করেছিলাম,রিপ্লাই পাইনি।

২১ শে জুন, ২০২২ রাত ৮:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ডোনার এঙ্গেজমেন্ট পর্যায়ে আছে।

আমি কোন মেইল পাইনি।

ধন্যবাদ।

৩| ২১ শে জুন, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:


দুর্গত এলাকায় রিজার্ভার কোথায় পাওয়া যাবে?

৪| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


:আমি কোন মেইল পাইনি।

- আমার মেইলে কোথাও সমস্যা; এখানে বলছি ( আমি আপনার কর্জে -হাসানা প্রজেক্ট থেকে শিক্ষার উপলক্ষে ২০০০০ টাকা লোন নিতে চাচ্ছি, ১০-১২ মাস সময়ের ইনস্টলমেন্টে।

আমি কি নিতে পারবো?

৫| ২২ শে জুন, ২০২২ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: বন্যাকবলিত এলাকায় এখন এসব করা যাবে না। চারিদিকে পানি।

৬| ২২ শে জুন, ২০২২ দুপুর ১২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাস্তবতা আসলে অনেক নিষ্ঠৃর।

৭| ২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো আপনার এই প্রচেষ্টা কাজ করবে না।
তবুও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.