নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

চলুন, দু-একটা মানুষ হত্যা করি

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ভাইসাহেব, কেমন আছেন?

বোরড? কী যে বলেন!

সময় কাটছে না আপনার?

চলুন, কিছু মানুষ হত্যা করি।



কিরে ভাই, আঁতকে উঠলেন? হোয়াই?

মানুষের জীবন এখন কেজি দরে কিনতে পাওয়া যায়।

এক বস্তা চালের চেয়েও সস্তা- ট্রাস্ট মি।

আজ এখানে, কাল ওখানে,

পত্রিকার কাগজের ভাঁজে,

টেলিভিশনের ব্রেকিং নিউজে,

ফেসবুক-ব্লগ-সাইটে,

বা মুঠোফোনের নিউজ এলার্টে-

মাঠে-ঘাটে পথে-তটিনী সৈকতে,

খবর শুধু হত্যা-খুন-গুম এর।

লাশ পড়ছে বৃষ্টির মত। লাশ পড়ে,

কখনো মুষলধারে, কখনো বা টুপটাপ করে।

আগে এসব পড়লে নার্ভাস হতাম,

হাইপারটেনশন, পালপিটেশন,

ট্যাকিপনিয়া, ডিহাইড্রেশন

আরো কত কি যে হত!

এখন সয়ে গেছে ভাই।

হিউম্যান বডির ইমুনিটি আছে না?

এইতো সেদিন পোশাক কারখানায়,

পঙ্গপালের মত ঝাপ দিল, ,

শত শত লোক আগুনের শিখায়।

স্মার্ট-তাজরিন গার্মেন্টস ফ্যাক্টরী,

কিংবা বহদ্দারহাট ফ্লাইওভারে,

বারিড আন্ডার হয়ে কত জনের প্রাণ যায়।

বিশ্বজিৎও মৃত্যুজিৎ হতে পারল না,

আমাদের অবহেলার খেলায়।

এদিকে সাগর-রুনি,

ওদিকে সাজিয়া-ফেলানী

চেয়ে রইল, চেয়েই গেল।

মৃত্যুর ওপার থেকে হাসল উপহাসের হাসি।

তাদের হত্যাকারিদের দিলো না কেউ ফাঁসি।

দুর্মূল্যের বাজারে সবকিছুরই মূল্য ঊর্ধগামী

পিতৃপ্রদত্ত জীবনটাই এখন সবচেয়ে কম দামী।

জীবনানন্দের ‘অদ্ভুত আঁধার’ কাটেনি এখনো! হায়,

আজ খুন করে কাল যে মানবতার গান গায়।



তাই, ভাই, আর কতদিন ব্যাকডেটেড থাকবেন?

হরদম বোরড হবেন?

সময় কাটছে না কিছুতেই?

আর কত প্রাণ ডাল, রুচি চানাচুর চিবুবেন?



কেজি দরে মানুষের জীবন বিক্রি হয় এখানে।

তাই বলি, চলুন,

দুই একটা মানুষ হত্যা করি।

ফিরে এসে নাহয় বিকেলবেলার চায়ে চুমুক দেয়া যাবে।



(একত্রিশ জানুয়ারি, দু হাজার তের...)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মাক্স বলেছেন: +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ছবিকর বলেছেন: ধন্যবাদ,
কিপ ইন টাচ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.