নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টুয়েন্টি ম্যাচ- আজকের দিনের উপলব্ধি...

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

প্রথমত, বাংলাদেশ এখন আসলেও আন্তর্জাতিক মানের ভালো খেলে নিয়মিত। বাহ, দেশ আর কিছুতে না হোক, ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালোই লাগে।



দ্বিতীয়ত, শ্রীলঙ্কান আম্পায়ারগণ তৃতীয় শ্রেণীর ইতর প্রাণীবিশেষ...(no offense)



তৃতীয়ত, এমনেই ইনফর্ম প্লেয়ার কয়েকজন ইনজুরিতে। তার মাঝখানে এনামুল কে দেশে পাঠায়া দেয়ার কোন মানে হয়না। কেন? সরকার চাইলে কি ওর HSC এক্সামটা বিশেষ বিবেচনায় পরে নিতে পারত না? একটা পরীক্ষাই তো দেরি হইত। বেশি কি?



চতুর্থত, why?? শাহাদাত, why?? why?? তোমার চেয়ে পাড়ার আবুলও ভালো বোলিং করে বলে আমি মনে করি। বিপক্ষ দলের সেরা প্লেয়ার যতবার না বাংলাদেশকে হারাইসে, তার চেয়ে তুমি আরো বেশিবার হারাইস বলে আমার ধারণা। আরো শুনলাম, তুমি নাকি বিয়ে করেতস। ভাইজান, বিয়া কইরা বউকে আদর কর গিয়া। ওটাই বা কতটুকু পারবা, সন্দেহে আছি। প্লিজ, জাতীয় দলে আর আইস না। তোমার পায়ে পড়ি... :'(



আর সিরিয়াসলি, শাহাদাতকে দলে কোন শালার পুত্রধন নেয়???? কেন নেয়????

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

অশান্ত কাব্য বলেছেন: বাংলাদেশের পেসার ভাল নাই মাইনা নিতেই হবে । কিচ্ছুই করার নাই... যে বনে সিংহ নাই ঐ বনে শিয়ালই রাজা...

কিন্তু খেলা দেখে ভাল্লাগসে...

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

ছবিকর বলেছেন: ঠিক বলেছেন, ভাই। কিন্তু আজকে তো পেসার দরকার ছিল না। স্পিনার দিয়া ই কাজ চালাতে পারত। নাসির ছিল, মমিনুল ছিল। আমাদের পার্ট টাইম বোলার আশরাফুলও ছিল। একটা দুটা ওভার ওদের দিয়া দেখতে পারত। স্পিনাররা তো ভালোই সুবিধা পাইতেছে...

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

পিওর গাধা বলেছেন: আমাদের স্লো মিডিয়াম ফার্ষ্ট বোলার সৈয়দ রাসেল এই শাহাদাতের চাইতে অনেক ভাল বোলিং করতে দেখেছি।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

ছবিকর বলেছেন: হুম.ঠিক কথা।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

কাকতড়ুয়া007 বলেছেন: শাহাদাত কে আগামী দুই বছর নির্বাসনে পাঠানো হোক !!!!!
সৈয়দ রাসেল এর কথা মনে পড়ছে , স্লো বল করলেও রান দিত অনেক কম !
শফিউল কোথায় ? মাশরাফি, নাজমুল সেরে উঠতে কতদিন লাগবে ?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

ছবিকর বলেছেন: বুঝতেসি না। দেশে এখনও ভালো ফাস্ট বোলারের খরা সারে না ক্যান??

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

ইমাম হাসান রনি বলেছেন: শাহাদাৎ এর জন্য আরেকটা ম্যাচ হারল বাংলাদেশ...এশিয়া কাপও এইটার জন্য হারছি X( X( X( ......শিট ......শালার এইটারে একবারেই দল থেকে আউট করে দওয়া দরকার ........ফালতু একটা..... X( X(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

ছবিকর বলেছেন: ঠিক ভাই। পুরাই ফালতু।

৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

নিকষ বলেছেন: বাংলাদেশ ১০ টা ভাল পেস বোলার তৈরী করতে পারবে না। ৮ কোটি পুরুষ মানুষের মধ্যে ১০ জন কি নাই? এট লিস্ট পাচ জনে কি নাই। শোয়েব আকতার, ব্রেট লির মত পেসার না হোক - একটা চামিন্দা ভাসের মত কোয়ালিটি পেসার তো তৈরী করা যায়ই।

গ্রামীন ফোন পেস হান্ট নামে একটা ইভেন্ট হয়েছিল অনেক আগে। এরকম আরো ইভেন্ট করা উচিত। কিছু যদি আসে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

ছবিকর বলেছেন: হুম। তা করতে পারে। তবে ভাই, যারা আছে, তাদের কোয়ালিটি বাড়ানোর প্রতি আরো জোর দেয়া উচিত। নাইলে অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট হইতে কতক্ষণ? পুরান পাগলই ব্যাটসম্যানদের কাছে মাইর খাইতেসে...নতুন পাগল আইলে তো কাম সারবে...

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

মাসরুর প্রধান বলেছেন: আমি নাইমা এর চাইতে কম রান না দিলে, আমার নামে বাচ্চার নাম রাইখেন।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

ছবিকর বলেছেন: মজা পাইলাম।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

rakibmbstu বলেছেন: কিছুই কমুনা শুধু দেখেন।
Click This Link

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

ছবিকর বলেছেন: পড়লাম।
মাহমুদুল্লাহর সময়টা খারাপ যাচ্ছে। তবে তাকে বাদ দেয়াটা ভাল হবে বলে মনে হয়না।
শাহাদাতের ব্যাপারে একমত।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

অগ্নি দগ্ধ বলেছেন: শুনলাম, তুমি নাকি বিয়ে করেতস। ভাইজান, বিয়া কইরা বউকে আদর কর গিয়া। ওটাই বা কতটুকু পারবা, সন্দেহে আছি। প্লিজ, জাতীয় দলে আর আইস না ;) ;) ;)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ছবিকর বলেছেন: :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.