নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি, সরকারের তদন্ত কমিটি নাটক, সমাজের ‘নন্দ ঘোষ’ ডাক্তারেরা এবং অন্যান্য...

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং একই সাথে গ্যারান্টিহীন-ওয়ারেন্টিহীন (ইভেন চাইনিজ মোবাইল থেকেও) বস্তু কী জানেন?



মানুষের জীবন!

হায়রে!



গতকাল হয়তো কোন এক বাবা তাঁর ছোট মেয়ের কপালে এঁকে দিয়েছিলেন চুমু,

কোন এক মা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন তাঁর ছেলেকে,

কোন এক পুরুষ তাঁর স্ত্রীকে আদরের পর ক্লান্ত হয়ে শুয়ে গল্প করছিলেন ভালবাসার।



আজ সেই বাবা-সেই মা, সেই ছেলে-মেয়ে, কিংবা দম্পতির কেউ একজন কাতরাচ্ছেন সাভারে।

কেউ বা হাসপাতালে।

আবার কেউ বা পাতালে,

নির্মম ধ্বংসকূপের নিচে।

যারা চলে গেছেন আল্লাহ তাদের মাগফিরাত দান করুন।



আজ আমি আরাম করে বসে স্ট্যাটাস আপডেট দিচ্ছি।

আগামীকাল ঠিক এ সময় আমার এই বডিটা কোন বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের নিচে কিংবা কোন বাসের চাপায় অথবা জানাযার মাঠে থাকবে না, কোন নিশ্চয়তা আছে?



তবুও আমরা বেঁচে থাকার দুঃসাহসিক আশায় বুক বাঁধি।

সীমালঙ্ঘন করতে থাকি। করতেই থাকি।



ঢাকায় আর সাভারের কাছাকাছি যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, রক্ত দিয়ে, মেডিসিন দিয়ে বা অন্য কোন উপায়ে হলেও একটু সাহায্য করুন দুর্গতদের। অথবা, যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন তাদের। কিংবা, যারা উদ্ধারকাজে নিয়োজিত আছেন, তাদের।



“দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!”

জীবনের প্রতি আমাদের অনেক ঋণ।

সেই ঋণ শোধের এক সময় এসেছে এখন...



এ সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার তথাকথিত ‘কসাই’, ‘রক্তচোষা’ ডাক্তার ভাইদের, যারা আজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মূমূর্ষু রোগীদের বাঁচাতে।



আজ তাদের রাতের ঘুম হারাম হবে।

ফেসবুকে আপনার-আমার মত স্ট্যাটাস আপডেট হবে না।

কেউ খোঁজও নিবে না, রাতে কিছু খেয়েছে নাকি।

আর খোঁজ নিলেও দেখা যাবে, সে সময় তাদের নেই।



একটু হলেও তো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন ভাই...

নেক্সট টাইম সমাজের এই ‘নন্দ ঘোষ’দের একটু রয়ে-সয়ে গালাগাল দিয়েন।

আগে একদিন বলসিলাম, “"No one can play God. But let's acknowledge the best supporting actors.



একজন ডাক্তার হিসেবে গর্বিত আমি।



আর সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ, আরেকটা আজাইড়া তদন্ত কমিটির নাটক দেখতে চায় না জনগণ। নাটক দেখার জন্য বেইলি রোডের নাটক সরণী আর সেগুনবাগিচার নাট্যশালা আছে। এক্ষেত্রে আসল দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করুন।নচেৎ, আগামীকাল আবার কোন ভবন বা সেতু বা ফ্লাইওভার বা ফ্যাক্টরি ধসে কত জনের প্রাণহানি হয়, আল্লাহ মালুম। এত তাড়াতাড়ি বহদ্দারহাট ফ্লাইওভারের কথা ভুলে গেছেন?



কবিতাটি লিখেছিলাম বেশ কয়েক মাস পূর্বে। মূল পটভূমি ছিল তাজরিন-স্মার্ট ফ্যাক্টরি আর বহদ্দার ফ্লাইওভারের ঘটনাটি। কিন্তু সাভারের রানা প্লাজায় আজকের এ ঘটনায় আবার শেয়ার দিলাম...

সময় থাকলে পড়বেন আশা করি...



**********

কবিতার শিরোনামঃ “চলুন, দু-একটা মানুষ হত্যা করি”



ভাইসাহেব, কেমন আছেন?

বোরড? কী যে বলেন!

সময় কাটছে না আপনার?

চলুন, কিছু মানুষ হত্যা করি।



কিরে ভাই, আঁতকে উঠলেন? হোয়াই?

মানুষের জীবন এখন কেজি দরে কিনতে পাওয়া যায়।

এক বস্তা চালের চেয়েও সস্তা- ট্রাস্ট মি।

আজ এখানে, কাল ওখানে,

পত্রিকার কাগজের ভাঁজে,

টেলিভিশনের ব্রেকিং নিউজে,

ফেসবুক-ব্লগ-সাইটে,

বা মুঠোফোনের নিউজ এলার্টে-

মাঠে-ঘাটে পথে-তটিনী সৈকতে,

খবর শুধু হত্যা-খুন-গুম এর।

লাশ পড়ছে বৃষ্টির মত। লাশ পড়ে,

কখনো মুষলধারে, কখনো বা টুপটাপ করে।

আগে এসব পড়লে নার্ভাস হতাম,

হাইপারটেনশন, পালপিটেশন,

ট্যাকিপনিয়া, ডিহাইড্রেশন,

আরো কত কি যে হত!

এখন সয়ে গেছে ভাই।

হিউম্যান বডির ইমুনিটি আছে না?

এইতো সেদিন পোশাক কারখানায়,

পঙ্গপালের মত ঝাপ দিল, ,

শত শত লোক আগুনের শিখায়।

স্মার্ট-তাজরিন গার্মেন্টস ফ্যাক্টরী,

কিংবা বহদ্দারহাট ফ্লাইওভারে,

বারিড আন্ডার হয়ে কত জনের প্রাণ যায়।

বিশ্বজিৎও মৃত্যুকে জিততে পারল না,

আমাদের অবহেলার খেলায়।

এদিকে সাগর-রুনি,

ওদিকে সাজিয়া-ফেলানী

চেয়ে রইল, চেয়েই গেল।

মৃত্যুর ওপার থেকে হাসল উপহাসের হাসি।

তাদের হত্যাকারিদের দিলো নাকেউ ফাঁসি।

দুর্মূল্যের বাজারে সবকিছুরই মূল্য ঊর্ধগামী

পিতৃপ্রদত্ত জীবনটাই এখন সবচেয়ে কম দামী।

জীবনানন্দের ‘অদ্ভুত আঁধার’ কাটেনি এখনো! হায়,

আজ খুন করে কাল যে মানবতার গান গায়।



তাই, ভাই, আর কতদিন ব্যাকডেটেড থাকবেন?

হরদম বোরড হবেন?

সময় কাটছে না কিছুতেই?

আর কত প্রাণ ডাল, রুচি চানাচুর চিবুবেন?



কেজি দরে মানুষের জীবন বিক্রি হয় এখানে।

তাই বলি, চলুন,

দুই একটা মানুষ হত্যা করি।

ফিরে এসে নাহয় বিকেলবেলার চায়ে চুমুক দেয়া যাবে।



(একত্রিশ জানুয়ারি, দু হাজার তের..)



********



এবার আসুন হেলাল হাফিযের কথা শুনি,



“মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে

এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,

উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো

আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ

শুধু যদি নারীকে সাজাই।”



-এ মিছিল মানবতার মিছিল।

শত শত মানুষকে বাঁচানোর মিছিল।



এ মিছিলে যাবেন না?

না যান।

যৌবনকে বৃথা যেতে দিবেন?

দেন তাইলে।

আমার কথা শুনবেন কেন?



আমি এক কাঙ্গাল।

কাঙ্গালের কথা বাসি হলে ফলে।



চব্বিশ এপ্রিল, ২০১৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

স্বপ্নরাজ বলেছেন:
ভাইজান কি ডাক্তার নাকি?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

ছবিকর বলেছেন: গিলটি !!
জি ভাই। আসলে, হবু ডাক্তার আর কি!
মেডিকেলে পড়ছি এখন।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

সাইফ সোহেল বলেছেন: ভাই কিছু বলার নাই, জারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে আপনার আমার কোন দাম নাই। আমারা তো মানুষ না, আমারা হচ্ছি উদের কাছে নিকৃষ্টতম প্রাণী। যাদের শুধু ভোটের সময়য়ই মানুষ মনে হয়। আর বাকিটা জীবন তারা পশু অথবা তার চেয়ে নিচের কোন প্রাণী।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

ছবিকর বলেছেন: হুম। ভাই। স্যাড বাট ট্রু। মানতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.