নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

মা ও উপমা...

১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৪

আমার মা কেমন? এ প্রশ্ন তুমি করছ?

হায়!

আমার মায়ের সাথে তুলনা করার মত কোন উপমা

আমি আজও খুঁজে পাইনি।



আমার মা চাঁদের মতন-

না, চাঁদের চাইতেও বেশি কিছু;

চাঁদ শুধু পৃথিবীর এক দিকে দেখে, আলো দেয় তাকে।

অথচ আমার মা-

পুরো পরিবারকে আলোয় আলোকিত করে রাখে।



আমার মা পদ্মপাতা-

না, পদ্মপাতার চাইতেও বেশি কিছু;

পদ্মপাতা তো পানি ঝেড়ে পানিতেই বসে থাকে।

অথচ আমার মা-

সকল ক্লান্তি, অবসাদ, ব্যর্থতা, অভিমান ঝেড়ে আমাদের দেখে।



আমার মা আকাশের সাদা মেঘ-

না, সাদা মেঘের চাইতেও বেশি কিছু;

মেঘ তো ভারি হয়ে গেলে অঙ্গ খসে বৃষ্টি ঝরায়।

অথচ আমার মা-

নিজের মনের কষ্ট চেপে রেখে আমাকে আদরে ভরায়।



আমার মা বিশাল সাগরের ন্যায়-

না, বিশাল সাগরের চাইতেও বেশি কিছু;

সাগর তো সব কিছু ধারণ না করে কূলে তুলে দেয়।

অথচ আমার মা-

সকল সুখের পাশাপাশি দুঃখকেও আগলে বুকে তুলে নেয়।



আমার মা সূর্যের স্বর্ণালী আলো-

না, সূর্যের স্বর্ণালী আলোর চাইতেও বেশি কিছু;

সূর্যালোক তো ভোরের পাখিকে খুশি করে, আবার কোন নিদ্রাতুরকে জাগতে বাধ্য করে।

অথচ আমার মা-

পরিবারের সকলকে কিভাবে খুশিতে রাঙ্গাবে, তাই ভেবে দিনাতিপাত করে।



আমার মা সক্রেটিস, প্লেটো, এরিস্টটল-

না, তাঁদের চাইতেও বেশি কিছু;

তাঁরা তো ছিলেন দার্শনিকতার যুগের দার্শনিক।

অথচ আমার মা-

এই কৃ্ত্রিমতার যুগের অকৃত্রিম দার্শনিক।



না, পেলাম না খুঁজে আমার মা’র কোন উপমা।

ভেবে দেখ, এই-

উপমাহীন প্রতিমা

রূপসী তিলোত্তমা

সুন্দরী নিরুপমা...

আমার মা।

.....................



মা দিবসের শুভেচ্ছা...

love you mum..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.