নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

জার্মান ফুটবল দলের ফ্যানদের জন্য শুভকামনা

১৬ ই জুন, ২০১৪ রাত ৮:০৭

নব্বই সালের ওয়ার্ল্ডকাপে সেমিফাইনালে টাইব্রেকারে হেরে গিয়ে ক্ষোভের সাথে ইংল্যান্ডের খেলোয়াড় গ্যারি লিনেকার বলেছিলেন, “ফুটবল এমন একটা খেলা, যেখানে ২২ জন ৯০ মিনিট ধরে একটা বলের পিছনে দৌড়ায়। আর শেষে জার্মানি জিতে।”



হয়তো কথাটা দিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটেছে ঠিক। কিন্তু, কথাটা একদম মিথ্যা কি? সাধে আর তিন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না।

জার্মান ফুটবলের বৈশিষ্ট্যই হল, তাদের ম্যাথমেটিক্যাল খেলা। আর পাস এর প্রাচুর্য। দেখতে দেখতে একসময় ভালোই লেগে যায় ফিজিক্যাল স্ট্রেংথ এর ইউটিলাইজেসন। শিল্পের দিক থেকে তাদের ফুটবল হয়তো বা ব্রাজিল-আর্জেন্টিনা-স্পেনের মত হয় না ঠিক। কিন্তু, ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক ফুটবলে খারাপ তো আসে না রেজাল্ট। আর গত দুই-এক বছর ধরেই ক্লাব ফুটবলের ক্ষেত্রেও জার্মানদের আধিপত্য ভালোই বলা যায়। বিশেষ করে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, শালকে, ওয়ের্ডার ব্রেমেন-এর কথা নাই বা বললাম। আর ফুটবল ইতিহাসে তাদের অবদানও কম না কিন্তু। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লোথার ম্যাথিউস, অলিভার বিয়েরহফ, জার্ড মুলার, মাইকেল বালাক, অলিভার কানদের মত বাঘা বাঘ প্লেয়ার ছিল তাদের।



এবারের দলেও মাস্টারক্লাস প্লেয়ারের অভাব নেই। ওজিল, পোডলস্কি, সোয়েইনস্টেগার, খেদিরা, ক্লোসা, লাম এমনকি ইঞ্জিউরড হয়ে পড়া রিউস- কাকেই বা বাদ দিব??



আজ ২০১৪ বিশ্বকাপে জার্মানদের খেলা শুরু হচ্ছে আরেক বাঘা দল পর্তুগালের বিপক্ষে...

শুভকামনা তাদের জন্য..

Best wishes for Germany Football Team from Bangladeshi Supporters in the upcoming World Cup Football, 2014…



ফ্লিকার লিঙ্কঃ Click This Link



ফেসবুক লিঙ্কঃ Click This Link



আবীর শাকরান ফটোগ্রাফি

জুন, ২০১৪

‪#‎Brazil2014‬

‪#‎Germany_football_team‬

‪#‎football_world_cup_2014‬

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য। ভাই ছবিটা পছন্দ হইছে। প্রোফাইল পিকের জন্য কি নিতে পারি?

১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

ছবিকর বলেছেন: অবশ্যই। ফেসবুকএর প্রোফাইল? তাহলে ফেসবুকের লিঙ্কে গিয়েই নিতে পারেন। এখানের ছবিটা হাই রেসোলিউশন না।

২| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:১৫

ব্লগ ৪১৬ বলেছেন: জার্মানরা হইলো বস........আসল ফুটবল খেলার শুধুমাত্র জার্মানীদের খেলায় পাওয়া যায়......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.