নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

এ জার্নি ফ্রম বরিশাল টু গাবতলি টু মতিঝিল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

১. বরিশাল থেকে রাত ১১টার বাস ১২টায় ছাড়ছিল। গত দু’দিন ধরে হরতাল থাকায় আরিচায় ইউসুয়্যালি যে জ্যাম থাকে, তার থেকে দ্বিগুণ ছিল জ্যাম। সবকিছু কাটিয়ে ঢাকায় গাবতলী যখন এলাম ঘড়িতে বাজে সকাল ৯টা (সময়টা লক্ষ্য করুন)।



এরপর টেকনিক্যাল থেকে মতিঝিলে আসার জন্য জন্য সিএনজি খুঁজতে লাগলাম।

-মামা, মতিঝিল যাবেন?

-হ

-কত?

-৪০০টাকা। (উল্লেখ্য, বরিশাল থেকে ঢাকার বাস ভাড়া ৫০০টাকা)।



টিনটিনের ক্যাপ্টেন হ্যাডকের মত গালির তুবড়ি ছুটাতে ইচ্ছে করতেসিল। কন্ট্রোল করে পরের সিএনজি’র কাছে গেলাম। লাটবাহাদুর সাহেব মতিঝিল যাবেন না। আর যাবেন যে না, সেটা আবার নিজের মুখে বললেন না। আমার দিকে এমনভাবে তাকাইলেন, যেন, আমি হিব্রু ভাষাইয় কথা বলতেসি। তারপর মুখটা ঘুরায়া সিএঞ্জি নিয়ে দলে গেলেন। বুঝলাম, যাবেন না। তা বাপ, নিজের মুখে বললে কী এমন ক্ষতি হত!!



যাই হোক, সেই প্রথম সিএঞ্জি ছাড়া আর ২য়জনের মুখে ‘যাব’ শুনতে পেলাম না। এভাবে, যাব না যাবনা শুনতে শুনতে পিছনে ব্যাকপ্যাক আর হাতে ট্রলি নিয়ে টেনে টেনে ততক্ষণে হেটে হেঁটে শ্যামলী শিশুমেলা পর্যন্ত এসে গেলাম। এরপর ১৪৫৭২ নং সিএনজিকে জিজ্ঞাসা করলাম, ‘মামা মতিঝিল যাবেন?’ আমি ততক্ষণে সিউর যে, উনিও না বলবেন। বাট আমাকে হতবাক করে দিয়ে মামা বলল, হুম।

-কত?

-৩৫০টাকা।



আবারো ক্যাপ্টেন হ্যাডক হব হব, কিন্তু মুখ দিয়ে কেমনে জানি বের হল, আচ্ছা, মামা চলেন। অতঃপর মতিঝিলের উদ্দেশ্যে রওয়ানা।



কিন্তু কাহিনী আভি আধেক হ্যায়। অত বলার ধৈর্য নাই। বুঝে নেন। যখন মতিঝিলে নিজের বাসার সামনে সিএনজি থেকে নামলাম, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে মাত্র ২টা। (সময়টা লক্ষ্য করুন, আর পূর্বের লক্ষ্য করা সময়ের সাথে মিলায়া দেখুন।)



বেশি না, গাবতলী থেকে মতিঝিল আসতে মাত্র ৫ ঘন্টা লাগল।

মাত্র ৫ ঘন্টা!!!



২. টেকনিক্যালের মোড়ে বাস থেকে নামার সময় ছোট কাজটার বেগ চেপেছিল। তখন ভাবলাম, আর তো বেশি হলে ১ ঘন্টা। এটুকু একটু চেপে রেখে দিলেই বাসায় গিয়ে করতে পারব।

তো, আমার অবস্থাটা বুঝতেই পারছেন।

আজ বুঝলাম, আমার শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল urinary bladder এর Detrusor muscle.



৩. বাসায় এসে যখন আম্মার হাতে রান্না করা গরম খিচুড়ী, আমের আচার আর গরুর গোশতের কোর্মা পেটে পড়ল, তখন মনে হল, এই রান্না খাওয়ার জন্য চার পাঁচে, বিশ ঘন্টা সিএনজি তে জ্যামে আটকে থাকতেও আমার আপত্তি নেই। home is where mom is



my city, Dhaka has greeted me with her usual enchanting beauty.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: ঢাকা শহর দুনিয়াতে একমাত্র দেশ যেখানে ট্রাফিক আইন বলে কিছু নেই আর ঘুষ খাওয়া ছাড়া ট্রাফিক পুলিশের আর কোন কাজ নেই!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ঢাকায় যেটুকু শান্তি তা ঘরেই where mom is :)

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.