নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য তেরঃ প্রেমিকার গোলযোগ, প্রাকৃতিক দুর্যোগ ও প্রেমিতিক সুযোগ...

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

মেয়ে, তোমায় দেখলে কেন আমার বুক কেঁপে উঠে ভূমিকম্পে?
কেন তোমার অভিমানে আমার মেঘ খসে বৃষ্টি ঝরে বন্যা আসে,
কেনই বা আমায় কষ্ট দিলে মঙ্গা নামে বুকের মাঝে,
খরায় খরায় মনের মাটি ফুটিফাটা চৌচির হয় সর্বনাশে।

কেন তোমায় অন্য পুরুষের সাথে দেখলেই মাথায় দাবানল,
অগ্নিকান্ডে জ্বলে যায় সব লোমকূপ, শরীর হয় বিকল?
নদীভাঙ্গনের ভাঙা-গড়ার খেলায় কেন চিরে হৃদয় আমার
কেন তুমি একাকী কাঁদলে ডাক আসে সুনামি নামার?

কেন তোমার রাগে আমার দেহে বয়ে যায় শৈত্যপ্রবাহ,
সাইক্লোন বকুনির ভয়ে মনে দেখা দেয় মহামারী,
আমার স্যাটেলাইটে ধরা পড়ে দশ নম্বর মহা বিপদ সংকেত,
ভোলকানিক ইরাপশনের চেয়ে তোমায় ভয় যে পাই ভারি।

একটা কথা বলি শেষে, করবে না তো বারণ?
তোমার ম্যানগ্রোভ বনে সিডরের আদরে,
চুম্বনের সাধ ছিল অনেকক্ষণ।

২ ১০ ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.