নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য পনেরঃ চল, আজ সারারাত কবিতা করি তোমার সাথে...

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মেয়ে, তুমি কথা দিয়েছিলে আজ কবিতা হবে...

তাহলে গল্প করতে বলছ কেন?



গল্প তো আমি সবার সাথেই করতে পারি।

‘ওই শালা, হারামজাদা, কিপ্টার বাচ্চা’

বন্ধুরা মিলে গালির তুবড়ি, পচানোর ফাঁকে ফাঁকে

চা-সিগারেটের সাথে রাসেলের বেইলি রোডের দোকানে

আধো আঁধারে গল্পগুলো সব ধোঁয়া হয়ে যায়।

এই জোছনা রাতে ছাদে বসে তোমার সাথে গল্প করব?

কেন করব??



বন্ধুদের সাথে, খোঁচা খোঁচা দাড়ি কিংবা শেভড গালে

আফটারশেভের ঘ্রাণে, কিংবা দুদিনের বাসি কাপড়ের ঘামে

গল্পগুলো সব গন্ধ হয়ে যায়।

তাহলে কেনই বা ছাদে বসে ফুলের সৌরভে

তোমার শাড়ির আঁচলে মাড়ের গন্ধে

গল্প করব আমি বল??

কেন করব??



মোড়ের সিঙ্গারা-পিঁয়াজুর দোকানে একটু জায়গা পেলেই

পাঁচ মিনিটের আলাপ বন্ধুদের সাথে এক ঘন্টায়

শসার সাথে লাল সসের স্বাদে গল্প হয়ে যায়।

তাহলে নান্দোস পিজ্জাহাট কেএফসির লাউঞ্জে বসে

আড়াইহাজার টাকা দামের মুরগীর ঠ্যাং চিবুতে চিবুতে

তোমার সাথে আমি কেন গল্প করব, বল??

কেন করব??



তোমার সাথে আর কখনো গল্প না।

তোমায় ভেবে প্রেম হয়েছে ব্ল্যাকহোলের কল্পনা।

তোমার সাথে সারারাত করব আমি কবিতা,

গল্প আমার যেটুকু ছিল, ভুলে যাব সবই তা।

চল না আমরা কবিতা করি,

কবিতা পড়ি, কবিতা গড়ি।

চল, দু মুঠো কবিতা চাবাই,

কবিতা ভিজি, কবিতা নামাই।

চুমুক দেই কবিতার কাপে।

তোমাকে দেখে যাই পলকে পলকে,

আর গাইতে থাকি তোমার সৌন্দর্য

তুমি সমানে করে যেতে থাক অগ্রাহ্য,

তোমার হাসির মাঝে লক্ষ বছরের

অজস্র সুন্দর ম্লান হয়ে যাক প্রহরের।

আমি যতই জট খুলি, তুমি ততই রহস্যময় হও।

আমি যতই ভিতরে যাই, তুমি ততই গভীর হও।

আমি যতই আলো চাই, তুমি ততই অন্ধকার মাড়াও।



প্রেমের রাজ্যে পৃথিবী কবিতাময় সুখ,

পূর্নিমার চাঁদ যেন প্রেমিকার মুখ।





১৮ ১০ ১৪



ফেসবুকে ঠিকানাঃ Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০২

সুমন কর বলেছেন: দৈনন্দিন নাগরিক কবিতা। মোটামুটি লাগল !

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লাগলো ভ্রাতা :)

শুভেচ্ছা অনেক :)

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.