নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেম, পণ্য ও পদার্থবিদ্যা‬..

১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

কাছে আসার গল্প শুধু ক্লোজআপের টিভিসিতেই দেখা যায়। বাস্তবতায় ভালবাসা দুজন মানুষকে যতটা না কাছে আনে, ততটা দূরে ঠেলে দেয়। চেনাজানা হয়ে গেলে আগের সেই ফ্যাসিনেশন কেটে যায় ধীরে ধীরে। আগে যে মানুষটিকে মনে হত, নিখাদ নিটোল, ধোয়া তুলসিপাতা, সময়ের সাথে সাথে বুঝা যায় সেও রক্ত-মাংসের ভুলেভরা দোপেয়ে। কখনোবা দুজনের পার্সোনালিটি আর মেন্টালিটির তারতম্য ধরা পড়ে। ধীরে ধীরে ফিজিক্যালি দূরত্ব না হলেও, সাইকোলজিক্যালি দূরত্ব বাড়ে।

“তুমি আর আমি দূরে যাই সরে সরে...” (হাবল’স এক্সপানশান থিউরি)





আবার, “ভালবাসার টানে, পাশে আনে”- পুরাই বানোয়াট কথা।

ভালবাসা দুজন মানুষকে পাশে আনে না। যদিওবা কখনো কখনো দুজন মানুষ একে অপরের আকর্ষণে কাছাকাছি আসতে চায়, তবে সেই আকর্ষণ ভালবাসা নয়।

বড়জোর, তা মাধ্যকর্ষণ বল হতে পারে মাত্র। :D :D :D :D

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

রুখতেই হবে বলেছেন: ঠিক বলেছেনননননননননননননননন

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

আহেমদ ইউসুফ বলেছেন: বেশ বলেছেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

নিলু বলেছেন: মনের আকর্ষণ বোধ হয় ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.