নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

“যতদিন এদের হাতে দেশ, স্বপ্ন দেখবে বাংলাদেশ”

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

মানুষ যত যা ই বলুক, ক্রিকেট এখন বাংলাদেশের জন্যে, বাঙ্গালীর জন্য দেশীয় সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে।

আমাদের ভুলে ভরা, অভাবে পূর্ন জীবনে জাতীয় আনন্দের উৎস এটি।

ক্রিকেট আমাদের রক্তে, ক্রিকেট গলির মোড়ে মোড়ে, স্কুল-কলেজে, ঘরের ড্রয়িং রুমে, পথে ঘাটে, মাঠে মাঠে।

ক্রিকেটের মত তেমনি অলিতে গলিতে লুকিয়ে আছে আমাদের হাজার সাকিব-তামিম-মাশারাফি-মুশফিকরা।

তাদের হয়তো রাত-দুপুরে দুমুঠো খাবারের নিশ্চয়তাও নেই। গায়ে জার্সি নেই। পায়ে স্যান্ডেলই নেই, বুট তো দূরের কথা। খেলার জন্য ভালো একটি ক্রিকেট ব্যাটও নেই।

কিন্তু, তাদের বুকে আছে ক্রিকেটের প্রতি ভালবাসা।

মুখে আছে প্রত্যয়।

চোখে আছে স্বপ্ন।

“যতদিন এদের হাতে দেশ, স্বপ্ন দেখবে বাংলাদেশ”

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য রইল শুভকামনা...



facebook link:

Click This Link



flickr link- Click This Link





February, 2015

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:

"তাদের হয়তো রাত-দুপুরে দুমুঠো খাবারের নিশ্চয়তাও নেই। গায়ে জার্সি নেই। পায়ে স্যান্ডেলই নেই, বুট তো দূরের কথা। খেলার জন্য ভালো একটি ক্রিকেট ব্যাটও নেই।
কিন্তু, তাদের বুকে আছে ক্রিকেটের প্রতি ভালবাসা। "

-অপ্রয়োজনীয় ভালোবাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.