নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

ইংল্যান্ডের পর নেক্সট টার্গেট ইন্ডিয়া

০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

নেক্সট টার্গেট (কোয়ার্টার ফাইনালে) সম্ভবত ইন্ডিয়া। ইনশাআল্লাহ "মওকা মওকা ঢুকাইয়া দিবানি... দাঁড়া..." :/ :D





ইন্ডিয়া যদি এবার বাংলাদেশকে নিয়ে অই টাইপ কোন টিভিসি বাইর করে, আমাদেরও উচিত হবে, এর পালটা কোন টিভিসি বের করা। নেটে দেখবে ওরা। আমাদের সাথে এসব চুদুরবুদুর চইলত না। :@ মাইন্ড গেমেও জিততে দেয়া যাবে না।



বিজয়ের পর বাংলাদশের খেলোয়াড়রা যখন মাঠের কোণায় ড্রেসিং রুমের খেলোয়াড়দের সাথে উল্লাস করে কোলাকুলি করছিল, ঠিক অই টাইমে তামিমকে দেখাল। সে চিৎকার করে যা বলছিল, তা ঠিক শুনতে না পারলেও লিপ রিড করে বুঝলাম ঠিকই.. তামিম বলতেছিল, "বাইচ্যা গেসি!!"



আসলেও, দেশে ফিরলে মাইর যে একটাও মাটিতে পড়ত না সিউর।



আজ তামিম যখন ক্যাচটা ফেলল, জীবনে এর থেকে কষ্ট আর হতাশ আর হইনাই। কমেন্টেটর তো নিজেই বললেন, "did he just drop the match?"

যাই হোক, আলহামদুলিল্লাহ!! ম্যাচটা জিতছি। ক্রিকেটের হিসেবেই বেশ এঞ্জয়াবল একটি ম্যাচ। স্বীকার করতে বাধ্য।





পুনশ্চঃ রুবেল-হ্যাপি জোকস আর কামিং। যদিও রুবেল আসলেও আজ ম্যচটা বের করে আনসে। তবে, প্লিজ রুবেল-হ্যাপি জোক নিয়ে ক্ষান্ত দেন ভাই। এক ঘাস আর কত!!!



যাই হোক, অভিনন্দন টাইগারস :) :)



ফেসবুক লিঙ্কঃ

Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সেলু বলেছেন: খারাপ না, বেশ তো।

২| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগেই বইলেন না!

শেষে সরকার বাহাদুর যদি খেলোয়ারদের কয়- খবরদার দাদাদের সাথৈ জিতবিনা- তাইলে দেশে ঢুকতে দিম না! :P

আগে জিততে দেন। পরে বইলেন- বেম্বু পুশড! এনড ইট ওয়াজ আনক্লিনড! =p~

৩| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

নিস্পাপ একজন বলেছেন: মওকা মওকা!.........

৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

বেসিক আলী বলেছেন: রুবেল-হ্যাপির ব্যপারটাা আসলে এসে যায় .... আবেগ কন্ট্রোল করা কঠিননননননননননন

৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তামিমরে আপ্যায়নের জন্য পঁচা ডিম রেডি রাখছিলাম তয় বাংলাদেশ জিতে যাওয়ায় মাফ কইরা দিলাম।

অভিনন্দন বাংলাদেশ টাইগার্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.