নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

“মিশন ২০১৯”

২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

দুদিন ধরে কাঁদলাম। কাঁদল বাংলাদেশ। কাঁদল খেলোয়াড়রা। কাঁদল সবাই। কাঁদল ফেসবুক। এটা সত্যি যে, আমাদের কাছ থেকে খেলা ছিনতাই করে নেয়া হয়েছে। কিন্তু এটা নিয়ে হতাশায় পড়ে থাকলে চলবে না। আইসিসি তাদের নিজেদের স্ট্যান্ড বর্ণনা করেই দিয়েছে। দেখা যাচ্ছে আর কিছু করার নাই এখন। আমাদের নিজেদেরও আরো একটু ভালো খেলা উচিত ছিল। মাঠেই তাদের সমুচিত জবাব দেবার দরকার ছিল। পারিনি আমরা। আমরা নিজেরা ভেঙ্গে পড়েছিলাম তাসের ঘরের মত। আমরা ভেতো বাঙ্গালিরা মাইর খেয়ে মাইর সয়ে অভ্যস্ত। এজন্য মনোবল হারায়া বসে থাকি।



কিন্তু, শুধু আবেগ দিয়েই খেললে হবে না। মানুষ আবেগপ্রবণ। কিন্তু, টাইগারদের হতে হবে দুর্ধর্ষ। জেতার মানসিকতা নিয়ে খেলতে হবে। আম্পায়ারদের সিদ্ধান্ত ছোট দলগুলোর পক্ষে যায় না। কিন্তু, আমরা এখন আর ছোট দল নেই- এটা শুধু মুখে বললেই হবে না, খেলায় দেখিয়ে দিতে হবে। যাতে সবাই বুঝতে পারে, আমাদের সাথে চুদুর বুদুর চইলত না। আইছিছি আম্পায়ার সবকিছু টাকায় দিয়ে কিনলেও আমাদের হাত থেকে খেলা ছিনিয়ে নেয়া যাবে না।



একটি ন্যায্য আউট দিবি না? আরো তিনটা আউট করব পরের তিন বলেই।

সিক্সকে আউট দিবি? পরের ছয় বলে ছয়টা সিক্স হবে।



Fortune favors the brave. শ্রীলঙ্কাও একসময় আমাদের মত ছিল। খালি হারত। কিন্তু, হঠাৎ করেই ৯৬ বিশ্বকাপে তারা চমক দেখাল। আর এখন সবাই তাদের সমীহ করে। ইন্ডিয়ানদের নেক্সট খেলা অস্ট্রেলিয়ার সাথে। তারা চোরামির আশ্রয় আবার নিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে চোরামি করলেও জিততে পারবে না ইন্ডিয়ানরা। ওদের জিতলে খেলা দিয়েই জিততে হবে। অস্ট্রেলিয়ানদের সাথে চোট্টামি করলে তারা মাঠে এমন খেলা দিবে যে মাইর দিয়াই ইন্ডিয়ানদের কাইন্দাইয়া ছাড়বে। অজিদের অ্যাটিচ্যুডই ওরকম। আমাদেরও ইন্ডিয়ানদের সাথেও আসলে এরকম করা দরকার ছিল। যেমন কুকুর, তেমন মুগুর।





আমাদেরও এরকম কিছু করে দেখাতে হবে। ক্রিকেট শক্তের ভক্ত, নরমের যমের খেলা। আমাদের এটিট্যূডে চেঞ্জ আনতে হবে। খেলা যতই পাতানো হোক, যতই আমাদের বিরুদ্ধে কারচুপি হোক, আমরা ভালো খেলে জিতবই। কোয়ার্টার ফাইনালে খেলব-এই মানসিকতা নিয়ে গেলে আবারো হারতে হবে। আমাদের টার্গেট থাকবে বিশ্বকাপ।



"রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা"

২০১৫ বিশ্বকাপে আমাদের সুযোগ চলে গেছে। আসছে ২০১৯। আমাদের সব চিন্তা হবে ২০১৯ কেন্দ্রিক। ইনশাআল্লাহ ২০১৯ এ বিশ্বকাপ জিতব আমরা। সেভাবে খেলতে হবে আমাদের এখন থেকেই। এটাই হবে আমাদের মিশন। আমাদের টাইগারদের কানে একটা কথাই ঢুকিয়ে দিতে হবে “মিশন ২০১৯”! “মিশন ২০১৯”!



অনেক কেঁদেছি।

অনেক রাগ জমেছে।

অনেক করেছি গর্জন।

অনেক প্রতিবাদের ভাষা ব্যবহৃত হয়ে গেছে।

এখন আর কাঁদতে চাইনা। জিততে চাই।

মুখের ভাষায় নয়। মাঠের ভাষায় জবাব দিতে চাই।

আজ থেকেই “মিশন ২০১৯” শুরু হোক।



‪#‎We_shall_win_it‬

‪#‎mission_2019‬

‪#‎Go_tigers‬

‪#‎rise_of_the_tigers‬



ফেসবুক লিঙ্কঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.