নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য তেইশঃ বৃষ্টিতে ভালোবাসা= বৃষ্টিবাসা

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আজ আকাশটা সকাল থেকেই কালো ছিল।
তোমার চোখের কাজলের কথা মনে পড়ছিল শুধু।
সবুজ পাতাটা সাদা বৃষ্টির দিকে তাকিয়ে ছিল। লাল ফুলটাও।
তোমার ঠোঁটের কথা ভাবছিলাম।
সেদিন না সবুজ রঙের টিপ দিয়েছিলে?
আর লাল রঙের লিপস্টিক?

তোমার দেয়া হলুদ পাঞ্জাবিটা
গতকালই মাড় দিয়ে ধুয়ে দিয়েছি।
আজ ঝুলছে বারান্দায়, বৃষ্টিতে বোধহয় ভিজবে সেটা।
তোমার নীল শাড়িটাও কি ভেজা?
থাক না, ভেজাই নাহয় আজ থাকল দুজনের কাপড়।
আধভেজা হোক ভালবাসা আজ।

বৃষ্টি বলছে টুপটাপ, টুপটাপ। বাতাসে মেটে গন্ধ।
মনে আছে, এমনই কোন এক বৃষ্টির বিকেলে
প্রথম ভালবেসেছিলে আমায়?

আজও সেদিনের মত হঠাৎ যদি হলুদ পাঞ্জাবিটা পরে
তোমার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকি,
দেখবে আমাকে?
যদি বলি, নীল শাড়িটা পরে,
নীল টিপ দিয়ে নেমে এসো নিচে,
নামবে?
যদি লাল ফুলটা তোমার কাল চুলে গুঁজে দিতে চাই,
দিতে দিবে, প্লিজ?


যদি আজ বলি, এসো সাদা বৃষ্টিতে ভিজি,
ভিজবে কি?
বল, ভিজবে মেয়ে?
যদি বলি আজ বৃষ্টিবাসা করব,
আসবে কি?
বল, আসবে মেয়ে?

০১ ০৪ ১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.