নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

নীলবিলাসঃ ১

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২০

(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যারা নীল রঙ ভালবাসেন না, তাদের জন্য এই গল্প নয়...)

***



আমার লেখার একটি উপন্যাস আছে।





উপন্যাসের নায়কের নাম ‘নীল’। তার প্রিয় রঙ নীল। তবে, তা শুধু তার নামের জন্যেই কেবল না। নীল রঙ টানে তাকে। তার একটা অভ্যাস, যখন সে একা হাঁটে, চারপাশ থেকে নীল রঙের বস্তু খুঁজে খুঁজে বের করে আর দেখতে থাকে।

আমি এর নাম দিয়েছি ‘নীলবিলাস’।



তার ভালো লাগে নীলচে আকাশ। সে আকাশ বৈশাখের ম্যাড়ম্যাড়া নীল না। বরং শরতের, যখন দিগন্ত জুড়েও সাদা মেঘ দেখা যায়না। তখন তার খুব ইচ্ছে করে, কাঁটাচামচ দিয়ে আকাশ থেকে কেটে কেটে যদি নীলগুলো খেতে পারত!!





সে ভালোবাসে নীল সমুদ্র। সুযোগ পেলেই ধূসর বেলাভূমিতে দাঁড়িয়ে সামনে সফেন নীল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে সে। পিছনে পাহাড় দাঁড়িয়ে থাকে। প্রকৃতিতে বৃক্ষ বা পাহাড় তাকে ততটা টানেনা, যতটা টানে নীল আকাশ কিংবা নীল সমুদ্র। সেই বিশাল নীলের সামনে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়।

দৃষ্টিসীমান্তে যেখানে নীল আকাশ আর নীল সমুদ্রে অভিসার ঘটে, সেখান থেকে সুযোগ পেলেই ঘুরে আসে সে!





নীলের ঘরের দেয়ালের রঙটাও নীল। সবসময় নীলই ছিল। ঘরে অন্ধকারে মিটিমিটি যে ডিমলাইট জ্বলে, নীল তার আলো। তার কাছে নীল ঘুমের রং।

তার খুব ইচ্ছে, যদি কখনো অনেক টাকা হয় তার, বাসার ছাদে ছোট ছোট নীল রঙের অনেকগুলো মরিচবাতি লাগাবে। তারপর রাতের অন্ধকারে চুপচাপ একলা সেই নীল রঙের বোকেহ’র মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকবে।

বিষণ্ণতার রংটাও কি নীল? জানিনা। নীল থাকলে বেদনা, বিষণ্ণতা-কোন কিছুতেই অরুচি হবে না তার। এজন্য নীল খামে নীল চিঠি পেতে ইচ্ছে হয় তার খুব। ভালবাসার রঙের জন্য না। নীল রঙের ছোঁয়া আছে বলেই তাই। যার কাছে নীল রঙ থাকে, তার অন্য কিছুর দরকার হয়না। নীলা-নীলিমা-নীলাঞ্জনারা তার জন্য না। তাদের নীল শাড়ি নীল টিপ অন্যদের জন্যই তোলা থাকুক। এত সুখ সহ্য হবে না তার। তার বিষণ্ণ নীল থাকলেই চলবে।



মজার বিষয় হল, নীল ছেলেটা কখনো নীল রঙের জামা পরেনা। নিজে পরলে সে নীল দেখবে কিভাবে? তার কথা অনুসারে, নীল রঙ শুধু তার প্রেমের জন্য। অন্যেরা নীল রঙের কাপড় পরবে, আর সে নীলবিলাস করবে। তার ভালবাসার অস্তিত্ব জুড়ে নীল রঙ।





আমি তার কথা শুনে হাসি। আমার নীল পুরাই পাগল। তার আবোলতাবোল কথা শুনতে থাকি আর নীল কালির নীল রঙের ম্যাটাডোর অরবিট কলম দিয়ে নীল ডায়েরির নীল কাগজে লিখতে থাকি নীলের কথাগুলো।



মায়া হয় নীলের জন্য। তার নীলা-নীলাঞ্জনা-নীলিমারা সব নষ্টদের অধিকারে গেছে।

কেউ থাকে না তার।





নীলের কেউ থাকুক বা না থাকুক, আর যাই হোক, আমার তো একটি উপন্যাস অন্তত আছে।

সেই উপন্যাসে একটা গল্প আছে।

সেই গল্পে একটি 'নীল' নামে এক ছেলে আছে।

নীলের বিষণ্ণতা আছে।

সেই বিষণ্ণতার রঙ আছে।

সেই রঙ নীল..



২৭ ০৪ ২০১৫

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: ছবিকর ,



বিষন্নতা একটি রোগ । সাবধানে থাকুন । আর উপন্যাসটি লিখে ফেলুন ।

ভালো লাগলো ।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

সুমন কর বলেছেন: নীল শব্দের ব্যবহার প্রচুর। যদিও নামের সাথে ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.