নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

এ কোন নতুন বাংলাদেশ!!!

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

আমি আগেই বলেছি, গত কয়েক বছর ধরে বাংলাদেশ দলের মূল সমস্যা ছিল টেকনিকে না, পারফরম্যান্সে না, সিলেকশনেও না।

মূল সমস্যা ছিল, খেলোয়াড়ি মানসিকতায়।





আমরা যথেষ্ট এগ্রেসিভ ছিলাম না। একটু চাপ দিলেই মর মর করেই ভেঙ্গে পড়তাম।

এজন্য ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বকাপ খেলায় কয়েক্ট ডিসিশন প্রতিকূলে যাওয়ায় ম্যাচটা হাতছাড়া হয়ে যায় আমাদের।





অথচ এক মাস পরেই কী আশ্চর্য বদল!

আজকে প্রথমে পাকিস্তানের ইনিংসে টপ অর্ডাররা যখন পুরোই চিপকে ফেলছিল আমাদের, আমরা ভেঙ্গে পড়িনি।

বরং সেই চাপ থেকেই চিপাচুপা দিয়ে ওদের উলটো চেপে ধরে খেলা বের করে এনেছি। অথচ, এক মাস আগে হলে, আজ এই খেলাতেই পাকিস্তানের রান হয়তোবা ৩০০-৩৫০ হত। খেলা পালিয়ে যেত হাত থেকে হয়তোবা।



তার উপর আজ শুধু তাদের ২৫০এর মাঝে বেঁধেই বসে থাকিনি, এরপর ব্যাটিংয়ে পিটাইয়া ওদের ছাতু বানিয়ে দিয়েছি। এক মুহূর্তও মনে হয়নি, যে আমাদের থেকে খেলা বেরিয়ে যাবে।

এই আত্মবিশ্বাসটাই দরকার ছিল।

খুবই দরকার ছিল।





শুধু 'ভালো খেলার চেষ্টা করা'র যুগ খতম। সম্মানজনক হারা’র যুগ শেষ। এখন দাপটের সাথে জেতার যুগ শুরু। আসছে ২০১৯ বিশ্বকাপ। ওয়ানডে র‍্যাঙ্কিংএর কথা মাথায় রাখতে হবে। অন্তত উপরের চার-পাঁচের মাঝে আসতে হবে যে করেই হোক। এখন থেকেই এই এগ্রেসিভ খেলা আর জেতার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সামনের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলব-এই মানসিকতা নিয়ে গেলে আবারো হারতে হতে পারে।

আমাদের টার্গেট থাকবে বিশ্বকাপ জেতা।



শুরু হবে আমাদের “মিশন ২০১৯”!

অনেক হেরেছি।

অনেক কেঁদেছি একসময়।

অনেক রাগ জমেছে।

এখন আর কাঁদতে চাইনা। জিততে চাই।

প্রতিপক্ষকে চিপকে পিষে তুলোধুনো করে তক্তা বানিয়ে হ্যাডম দেখিয়ে জিততে চাই।



“মিশন ২০১৯” সফল হোক আমাদের ইনশাআল্লাহ।





‪#‎We_shall_win_it‬

‪#‎mission_2019‬

‪#‎Go_tigers‬

‪#‎rise_of_the_tigers





ফেসবুকে লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: আমাদের সফল হতেই হবে !:#P

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অসাধারণ অর্জন।

এবার ২০১৯ বিশ্বকাপটা জিততে চাই।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

সুশান্ত হাসান বলেছেন: ভালো লিখছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.