নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের ইনসোমানিয়াকের ক্যাফেইনঃ চার

১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১০

*
মেয়েটির জীবনে শুধু একটি ছেলের প্রয়োজন ছিল।
আর ছেলেটির দরকার ছিল মেয়েটির।
আর তাঁদের দুজনেরই প্রয়োজন ছিল একটি আবেগের।

গিটারে টিউনিং করা পরপুরুষের গানে এ আবেগকে বাঁধা যায়না।
কবির নিজের লেখা কবিতার ফাঁকে লুকিয়ে থাকে তা।
কিংবা দু’ঘন্টা রাত জেগে ফেসবুকে চ্যাট বা ফোনালাপ বলার চেয়ে চোখের সামনে দু’মিনিটের বাক্যে যে আবেগ ঝরে পড়ে।

এ আবেগ ধরা যায়না, বলা যায়না, ছোঁয়া যায়না। উপলব্ধি করতে হয়। মাঝে মাঝে দু’টাকার নীল সেন্টারফ্রেশ চুইংগামও হয়ে ওঠে বেইলি রোডের হার্টস অন ফায়ারের ডায়মন্ডের রিংয়ের এর চাইতে আবেগময়।
কিংবা যখন কেএফসি’র অর্ধসহস্র টাকা মুল্যের চিকেনের চাইতেও মায়া পড়ে যায় রাস্তার পাশের টকে ভরা চটপটির প্লেট বা এক বোতল বরফঠান্ডা পানির প্রতি।

ছেলেটির প্রয়োজন ছিল সেই দু’টাকার সেন্টারফ্রেশ কিংবা পনের টাকার ঠান্ডা বোতলপ্রিয় মেয়েটিকে।

*
ছেলেটি অন্ধকারের নিশাচর জীব। আলোর ভয়ে লাল পর্দার আড়ালে লুকিয়ে থাকে সে। দিনের আলোতে তাঁর চোখ ঝলসে যায়। তীব্র আলোতে সে হয় অন্ধ।

ছেলেটা সূর্যের আলোতে অন্ধ হতে চায়নি।
সে অন্ধ হতে চেয়েছিল মেয়েটির আলোতে।

*
মেয়েটির ঘরেও পর্দা ছিল।
নীল রঙের।
সে চায়নি, তার সব আলো বাইরে চলে যাক।
চেয়েছিল তার আলোগুলো সব শুধু সেই ছেলেটির জন্য বেঁচে থাক।

*
এখন অনেক রাত।
ছেলেটির ঘরের লাল রঙের পর্দা। মেয়েটির ঘরে নীল।
নীল পর্দাটা হঠাৎ আবেগে দুলে দুলে উঠছে।

১৫ ০৫ ১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.