নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য ঊনত্রিশঃ চাঁদ দেখার ও ধরার মৌলিক অধিকার...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

নীল,
আজ আমার খুব মন খারাপ।
বাড়িওয়ালা ছাদের দরজায় তালা ঝুলিয়েছে, জানো?
আজ নাকি চাঁদ দেখতে দিবে না।
রাতের আলোতে চন্দ্রবিলাস নাকি বেলেল্লাপনা।
তা কি হয় বল?
এদিকে ঘরের জানালায় কড়া বসিয়েছে বাবা।
আজ নাকি চাঁদের আলো ধরতে দিবে না,
রূপালি আলোয় নাকি রূপ ঝলসে যায়।
তা কি হয় বল?

প্রেমের রাজ্যে পৃথিবী রূপে একাকার,
পূর্নিমার চাঁদ হোক মৌলিক অধিকার।


নীলাঞ্জনা,
অন্যকে দোষ দেয়া হচ্ছে বুঝি খুব?
চাঁদের আলোয় বাড়ি ফেরার পথে আমাকে মানা করনি সেদিন?
নাহয় তোমার কপালের টিপটা একটু ডানে সরে গিয়েছিল,
হাত দিয়ে ঠিক করে দিতে চেয়েছিলাম।
নাহয় কপালের চুলটা একটু নিচে নেমে এসেছিল গালে।
হাত দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলাম।
নাহয় চাঁদখানা দেখার সাধ ছিল হাতের মাঝে রেখে,
চাঁদের আলোয় চুমু নাকি রূপালি হয়,
একটু রূপালি স্বাদ নিতে চেয়েছিলাম।
তখন, ঝটকা দিয়ে সরিয়ে নাওনি মুখ?
লাজ-লজ্জার দোহাই দিয়ে দিয়েছ অসুখ।
তখন কোথায় ছিল তোমার চাঁদ ধরবার মৌলিক অধিকার?
বামন হয়েছি বলে বুঝি চাঁদ ধরার অসভ্য দুঃসাহস করতে নেই?

প্রেমের রাজ্যে পৃথিবী কবিতাময় সুখ,
পূর্নিমার চাঁদ যেন প্রেমিকার মুখ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষ দু লাইন বাদে ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.