নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীর বকায় অতিষ্ট ....অত:পর....

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

এক ব্যক্তি স্ত্রীর বকায় অতিষ্ট হয়ে খলিফা উমর (রাঃ) এর কাছে আসেন নালিশ করার জন্য।
:
খলিফার ঘরের দরজায় আসতেই তিনি শুনতে পান খলিফার স্ত্রী রাগতস্বরে খলিফাকে বকছে। শুনে ঐ ব্যক্তি তো হতবাক। তিনি খলিফাকে কিছু না বলে ফিরে চললেন...।
:
ইতিমধ্যে খলিফা দরজা খুলে বাইরে এলেন। ঐ ব্যাক্তিকে চলে যেতে দেখে ডাক দিলেন। জানতে চাইলেন, কেনো এসেছিলে আর কেনোই বা কিছু না বলেই চলে যাচ্ছ।
:
ঐ ব্যাক্তি বললেন, আমি এসেছিলাম স্ত্রীর ব্যাপারে নালিশ করতে কিন্তু এসে শুনলাম আপনার স্ত্রী আপনাকে আরো বেশী কথা শোনাচ্ছে। তাই ফিরে যাচ্ছিলাম।
:
আচ্ছা আমরা পুরুষরা আপনাকে বাঘের মত ভয় করি সেখানে একজন মহিলা আপনাকে কি করে কথা শোনায়...??
:
হযরত উমর রাঃ বলেন, ভাই ঐ মহিলার অনেক হক আছে যা আমি আদায় করতে পারিনি। তাছাড়া এই মহিলা আমার রান্না করে, ঘরবাড়ি কাপড় চোপর পরিস্কার করে, সন্তানদের প্রতিপালন করে এমনি আরও অনেক অনেক কাজ যা সে করতে বাধ্য নয়।
:
এসব কাজ করে সে আমায় এহসান করে, অতএব সে একজন পাওনাদার আর পাওনাদারের দু' কথা বেশী বলার
অধিকার আছে।:
ঐ ব্যক্তি তখন বললো আমার স্ত্রীও তো এসব কাজকরে এবং আমিও তো তার অনেক হকই আদায় করতে পারিনি।
খলিফা হাসি মুখে বললেন, তাহলে ভাই একটু সহ্য কর...।
:
এই ছোট্ট একটা উদাহরণ দেখলেই বোঝা যায় কতটুকু সম্মান দিয়েছে ইসলাম নারীদের।
:
সংসারের সুখ-শান্তি নষ্ট হওয়ার জন্য একতরফাভাবে নারীদের উপর দোষ না চাপিয়ে
পুরুষদের উচিত নারীদের প্রাপ্য সম্মান দেয়া ও সহযোগী মনোভাব পোষণ করা।
:
আর একটু চুপ থেকে ও ধৈর্য ধরে যদি
সংসারে শান্তি পাওয়া যায়, তাহলে
কেন নয়...!!!
#কালেক্টেট

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন- আর একটু চুপ থেকে ও ধৈর্য ধরে যদি
সংসারে শান্তি পাওয়া যায়, তাহলে
কেন নয়...!!!

সতত শুভকামনা ...

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

মানবী বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। :-)

সকল স্বামীদের বোধোদয় হোক, স্ত্রী নির্যাতন বন্ধ হোক এই প্রার্থনা।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বন্ধ হোক নারী নির্যাতন।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

দরবেশমুসাফির বলেছেন: হযরত উমর রাঃ বলেন, ভাই ঐ মহিলার অনেক হক আছে যা আমি আদায় করতে পারিনি। তাছাড়া এই মহিলা আমার রান্না করে, ঘরবাড়ি কাপড় চোপর পরিস্কার করে, সন্তানদের প্রতিপালন করে এমনি আরও অনেক অনেক কাজ যা সে করতে বাধ্য নয়।

"এমনি আরও অনেক অনেক কাজ যা সে করতে বাধ্য নয়"। অর্থাৎ ইসলাম নারীদেরকে রান্নাঘরে আটকে থাকা বাধ্যতামুলক করে নি। কিন্তু অনেক মানুষই অজ্ঞতা এবং বিদ্বেষবশত বলে থাকেনঃ ইসলাম নাকি নারীদের রান্নাঘরে থাকতে বলেছে। নারীদের নাকি ইসলামে অধিকার দেয় নি।

অথচ দেখা যাচ্ছে ইসলাম অনুসারে নারীরা রান্না করা, ঘরবাড়ি পরিষ্কার করা, সন্তান প্রতিপালন করতে বাধ্য নয়।

পোস্টে প্লাস।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ধন্যবাদ। আপনিও্ ভালো থাকুন। সুন্দর ও্ শান্তিময় জীবন বয়ে আসুক আপনার জীবনে এই কামনা করি।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

মানবী বলেছেন: মসজিদের খুতবায় শুনেছি, হযরত মুহম্মদ(সঃ) তাঁর স্ত্রীকে রান্না, ঘর ঝাড়া, বাসন মাজা, কাপড় ধোয়া সহ সকল গৃহকর্মে সাহায্য করতেন। দুঃখজনক ভাবে আমাদের দেশে খুতবায় এসব শোনা যায়না।

স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য টাই বক্তব্য আর বইয়ে ছেয়ে আছে সাড়া দেশ। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের সাথে সাথে একই বইয়ে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য যদি লেখা হতো, হয়তো এতে অনেকের জীবন সুন্দর হতো।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮

ধমনী বলেছেন: দারুণ লিখেছেন।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

কথাকথিকেথিকথন বলেছেন: শিক্ষনীয় শেয়ার । সবার ভাবনায় পরিবর্তন আসুক সুখের সান্নিধ্যে ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

বিপরীত বাক বলেছেন: বানোয়াট গল্প।। স্ত্রৈণ ব্যক্তির আবিষ্কার।।

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সুখের জন্য না হয় একটু স্ত্রৈণ হলেন। মাথাটা ঝাকি দেন, জোর করে কাশি দেন - চিন্তা বদলান - দেখবেন সমাজ বদলে যাবে - দেশ বদলে যাবে।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । এখান থেকে শেখার আছে । যার কাছে এত ঋণ সে তো একটু ওরকম করতেই পারে । পোস্টে+++

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

সজিব হাওলাদার বলেছেন: সঠিক বলেছেন।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

মিথ্যে বল না বলেছেন: খুব ভাল লাগল...

১২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাদের মাঝে সেই লোক উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম!

এরকম বহু বহু প্রমাণ আচে ইসলামে নারীকে সবচে বেশী সম্মান দেয়ার। অথচ খোদ ইসলামের সুবিধাবাদী গ্রুপ নারীকে মোড়কজাত করায় ব্যাস্ত! আর শত্রুরাতো আছেই -এর ভালটা গোপন করে মন্দটুকু বেশি বেশী প্রচার করে চলছে!

নারীদের জন্য পবিত্র কোরআনে এটা সূরার নামকরণ করা হয়েছে- সূরা নিসা বা নারী । চট্টিখানি কথা নয়! পুরুষের নামেতো হয় নি!

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

বিপরীত বাক বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
তোমাদের মাঝে সেই
লোক উত্তম যে তার স্ত্রীর
কাছে উত্তম!

বোঝা যাচ্ছে, আল্লাহর আরশের নিচে শশুরবাড়ির পোষা কুত্তাগুলোকেই বেশি পাওয়া যাবে।।।
যেহেতু জান্নাত জীবন প্রধাণত সঙ্গমকেন্দ্রিক পারলৌকিক জীবন

( যেহেতু এ পর্যন্ত জান্নাত নিয়ে যত কাহিনী শুনেছি তার ৮০% হুর দের দেহসৌষ্টব ও অসীম যৌন ক্ষমতা র কথাই ছিল।)

তাই জান্নাতে শালি শাশুড়ির ফাংশনই বেশি থাকবে।।
উমমমহহহ চালাও লাঙল,, কোটি বছরেও পানি বের হবে না।।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নারীদের সম্মান করতে শিখুন। অন্যকে সম্মান করলে নিজের সম্মান কমে না বরং বাড়ে। ব্যবহারেই বংশের পরিচয়। আপনি নীচ বংশের নীচ কীট সেটা এভাবে আওয়াজ দিয়ে সবাইকে জানানোর কি বড়ই প্রয়োজন/দরকার ছিল?

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

আনিসা তাবাসসুম বলেছেন: ঠিক বলেছেন।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২২

বিপরীত বাক বলেছেন: আমি অভিজ্ঞতা থেকে বলেছি।।। তাহলে অভিজ্ঞতাটা যারা দিয়েছে তারা কি ছিল??

আপনি তো নিজেই নিজের পরিচয় পরিস্কার করে দিয়েছেন।।।
আমি আমার মন্তব্যের কোথাও মা বোন চাচী খালা ফুফু মামী প্রতিবেশী নারী সহপাঠিনী মেয়ে সহকর্মী নারী র সম্বন্ধে কোন কথা/মন্তব্য বলেছি/ করেছি যে আপনি আমাকে নারীবিদ্বেষী বলছেন।।। বা নারী অবমাননাকারী বলছেন???

নাকি আপনাদের মত সুন্নতজীবি জান্নাতনিবাসী পোরুষদের কাছে নারী বলতে শালী শাশুড়ি ভাবি ই সব! ! ?

আমার মন্তব্যের যৌক্তিকতা আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন।।। এজন্যে আপনাকে সুন্নতি ধন্যবাদ।।।।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপনি কি লেখাটা না পড়েই ঝগড়া বা কারো দৃষ্টি আকর্ষণের জন্য মন্তব্য করছেন তা আমার বোধগম্য হচ্ছে না। শালী, শাশুড়ি, ভাবি জান্নাত এগুলোর অবতারনা কেন করছেন আপনার সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন।
তবে এতটুকু বুঝতে পারছি আপনি হয়তো শুশুর বাড়ির লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্থ এবং তাদের ব্যাপারে আপনার এলার্জি আছে। যাই হোক আপনার জীবনে শান্তি আসুক এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.